অভিযুক্তকে শনাক্ত বধূর
নিজস্ব সংবাদদাতা • পাত্রসায়র |
ধর্ষণের চেষ্টা করার অভিযোগে ধৃতকে সংশোধনাগারে গিয়ে শনাক্ত করলেন অভিযোগকারিণী বধূ। বুধবার দুপুরে বিষ্ণুপুর মহকুমা সংশোধনাগারে বিচারকের উপস্থিতিতে টিআই প্যারেডে ধৃত মহিবুল মল্লিককে পাত্রসায়রের ওই বধূ শনাক্ত করেন। গত ২৪ জানুয়ারি সকালে পাত্রসায়র থানা এলাকার বাসিন্দা অঙ্গনওয়াড়ি কর্মী ওই বধূ সাইকেলে ডান্না গ্রামে যাচ্ছিলেন। সেই সময় গামছায় মুখ ঢাকা এক যুবক তাঁকে ধর্ষণের চেষ্টা করে বলে অভিযোগ। বাধা দিতে গেলে বধূটিকে মারধরও করা হয়। পরে তিনি পাত্রসায়র থানায় অভিযোগ দায়ের করলে থানার তৎকালীন ওসি মামলাটি লঘু করে গিয়ে শ্লীলতাহানির অভিযোগ বলে নথিভুক্ত করেন বলে অভিযোগ। ওই বধূ পরে জাতীয় মহিলা কমিশনে এই মর্মে ওসির বিরুদ্ধে অভিযোগ জানান। সম্প্রতি জাতীয় মহিলা কমিশন বাঁকুড়া পুলিশ সুপারের কাছে রিপোর্ট তলব করেন। এরপরেই পুলিশ নড়েচড়ে বসে। ওই থানার বর্তমান ওসি মানবেন্দ্রনাথ পাল বধূর বাড়িতে গিয়ে অভিযোগ শোনেন। শনিবার রাতে স্থানীয় ময়রাপুকুর মোড় থেকে পুলিশ তাজচকের বাসিন্দা মহিবুল মল্লিককে ওই মামলায় গ্রেফতার করে। আপাতত সে বিষ্ণুপুর সংশোধনাগারে রয়েছে। জেলা পুলিশের এক আধিকারিক বলেন, “বিষ্ণুপুর আদালতের তৃতীয় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মহকুমা সংশোধনাগারে এ দিন টি আই প্যারেড হয়। সেখানে বধূটি মহিবুলকে শনাক্ত করেন।” সেখান থেকে বেরিয়ে বধূটি বলেন, “মহিবুলই আমাকে সে দিন ধর্ষণ করার চেষ্টা করেছিল। আমি ওকে চিনতে পেরেছি। আদালতের কাছে তার শাস্তি চাইছি।” |
‘শ্লীলতাহানির’ চেষ্টা, ধৃত দুই
নিজস্ব সংবাদদাতা • সারেঙ্গা |
এক কিশোরীর শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে সারেঙ্গা থানা এলাকা থেকে দুই যুবককে গ্রেফতার করল পুলিশ। ধৃতেরা হলেন--মান্না দুলে ও দেবনাথ দুলে। মঙ্গলবার সন্ধ্যায় ওই থানারই কুলডিহা গ্রামে তাঁদের বাড়ি থেকে গ্রেফতার করা হয়। বুধবার ধৃতদের খাতড়া আদালতে হাজির করানো হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার দুপুরে সারেঙ্গার পাম্প থেকে ন্যাকড়াপাহাড়ি গ্রামে আত্মীয়ের বাড়ি যাচ্ছিল ১৬ বছরের ওই কিশোরী ও তার বোন। অভিযোগ, সেই সময় তাদের গ্রামে পৌঁছে দেওয়ার নাম করে মান্না ও দেবনাথ সাইকেলে চাপিয়ে নিয়ে যায়। পথে কিশোরীকে ওই দুই যুবক শ্লীলতাহানির চেষ্টা করে। কিশোরীর চিৎকারে আশেপাশের লোকেরা জড়ো হওয়ার আগেই অভিযুক্তরা পালিয়ে যায়। তবে স্থানীয় বাসিন্দারা অভিযুক্তদের চিনতে পারেন। এর পরে ওই কিশোরীর পিসতুতো দাদা পুলিশের কাছে ওই দুই যুবকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। জেলা পুলিশের এক আধিকারিক জানান, ঘটনার তদন্ত শুরু হয়েছে। |
মারধরের অভিযোগ
নিজস্ব সংবাদদাতা • খাতড়া |
মদ খাওয়ার জন্য টাকা চাওয়া নিয়ে বচসার জেরে এক যুবককে মারধরের অভিযোগ উঠেছে খাতড়া থানার ভারডিহা এলাকায়। পুলিশ জানিয়েছে, মঙ্গলবার দুপুরে ভারডিহা এলাকায় একটি দেশি মদের দোকানের সামনে দীপক রুইদাস নামে এক যুবককে মারধর করে জনা তিনেক যুবক। এর পরে গুরুতর জখম অবস্থায় দীপককে বাঁকুড়া মেডিক্যালে ভর্তি করানো হয়। দীপকের স্ত্রী মিঠু রুইদাস খাতড়ার রাজাপাড়ার বাসিন্দা মিলন সিংহ-সহ তিন জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ মিলনকে গ্রেফতার করেছে। পুলিশের এক আধিকারিক বলেন, “প্রাথমিকভাবে জানা গিয়েছে, মদ খাওয়ার জন্য টাকা চাওয়াকে কেন্দ্র করে গণ্ডগোলের সূত্রপাত। যার জেরে দীপক রুইদাসকে মারধর করা হয়। এক জনকে গ্রেফতার করা হয়েছে। তদন্ত চলছে।” |
বধূর অপমৃত্যু
নিজস্ব সংবাদদাতা • রঘুনাথপুর |
বাড়ি থেকে এব বধূর দেহ উদ্ধার করল পুলিশ। মৃতার নাম কবিতা গরাই(৩২)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিষ্ণুপুরের বাসিন্দা কবিতাদেবী রঘুনাথপুরের একটি আশ্রমে কাজ করতেন। তাই তিনি রঘুনাথপুরের নন্দুয়াড়াতে একটি ভাড়া বাড়িতে থাকতেন। আর ব্যবসা করার জন্য খুব সময়ই রঘুনাথপুরে আসতেন তাঁর স্বামী হারু গরাই। সোমবার হারুবাবু বিষ্ণুপুরেই ছিলেন। স্ত্রীর মৃত্যুর খবর পেয়ে তিনি বুধবার নন্দুয়াড়াতে আসেন। স্থানীয় বাসিন্দারা জানান, এ দিন সকালে কবিতাদেবী ঘরের দরজা খুলছেন না দেখে বাড়ির মালিক পুলিশকে খবর দেন। পরে পুলিশ দরজা ভেঙে দেহটি উদ্ধার করে। |
জমিতে হামলা
নিজস্ব সংবাদদাতা • মানবাজার |
তরমুজের খেতে হামলা চালাল দুষ্কৃতীরা। মঙ্গলবার রাতে মানবাজার থানার ধানাড়া গ্রামের ঘটনা। ক্ষতিগ্রস্ত তিন চাষি বুধবার থানায় অভিযোগ জানিয়েছেন। অভিযোগ, প্রায় ১০ বিঘা জমির ফসল নষ্ট করে। |
বুধবার মানবাজার ব্লক অফিসে ঝাড়খণ্ড দিশম পার্টি অলচিকি হরফের শিক্ষক নিয়োগের দাবিতে স্মারকলিপি দেন। বিডিও সায়ক দেব বলেন, “তাঁদের দাবি কর্তৃপক্ষকে জানানো হবে।” |