টুকরো খবর
বধূর ঝুলন্ত দেহ উদ্ধার
হোটেল থেকে এক গৃবধূর ঝুলন্ত দেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে ঘটনাটি ঘটে দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার এলাকার একটি হোটেলে। এ দিন সকালে বার বার ডেকেও কোনও সাড়া না পাওয়ায় হোটেলের লোকজন থানায় খবর দেন। পুলিশ গিয়ে দরজা ভেঙে ঘরে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়নার ফাঁস লাগানো অবস্থায় রেখা পাত্র (৩৫) নামে ওই গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে। তাঁর বাড়ি পূর্ব মেদিনীপুরের ভগবানপুর এলাকায় বলে পুলিশ জানিয়েছে। পুলিশ ও হোটেল কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সন্ধ্যা ৬টা নাগাদ ওই গৃহবধূ হোটেলে আসেন। তবে তাঁর সঙ্গে কেউ ছিলেন না। হোটেল কর্তৃপক্ষ একলা মহিলাকে ঘর দিতে ইতস্তত করায় তিনি বলেন তাঁর সঙ্গী একটু পরেই এসে যাবেন। বুধবার সকালে হোটের কর্মীরা অনেকক্ষণ ওই মহিলার ঘরের দরজা বন্ধ দেখে ডাকাডাকি শুরু করেন। কিন্তু কোনও সাড়া না পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ ওই মহিলার বাড়িতে খবর পাঠিয়েছে। কিন্তু স্বামীকে ছাড়া একা ওই হোটেলে কেন উঠেছিলেন ওই মহিলা তা খতিয়ে দেখছে পুলিশ। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে দেহটি ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

বসিরহাটে চাল চুরির অভিযোগ
চাল চুরির অভিযোগ উঠল বসিরহাটের সংগ্রামপুর শিবহাটি পঞ্চায়েতের এক নির্দল সদস্যের বিরুদ্ধে। বসিরহাট ১ নম্বর ব্লকের বিডিও ভাস্কর পাল জানান, গ্রামবাসীদের অভিযোগের ভিত্তিতে ১০ কুইন্টাল চাল বন্টনের ক্ষেত্রে গরমিল দেখা যাচ্ছে বলে ওই সদস্যের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। বিডিও বলেন, “তদন্তে দোষী প্রমাণিত হলে ওই সদস্যের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।” ব্লক প্রশাসন সূত্রের খবর, ৮২ জন গ্রামবাসীর ১২ কিলোগ্রাম করে চাল পাওয়ার কথা। প্রথম দফায় বরাদ্দকৃত চাল দেওয়া হলেও দ্বিতীয় দফায় তা দেওয়া হয়নি বলে অভিযোগ। ব্লক সূত্রে জানানো হয়েছে, দ্বিতীয় দফার চাল গ্রাহকদের না দিয়েই ওই সদস্য তৃতীয় দফার চাল তুলে নেন।

জুটমিলে আগুন
আগুন লেগে আতঙ্ক ছড়াল কামারহাটি জুটমিলে। পুলিশ জানায়, বুধবার দুপুরে জুটমিলের বয়লার লাগোয়া গুদামে আগুন লাগে। দমকলের চারটি ইঞ্জিন গিয়ে প্রায় সাড়ে চার ঘণ্টায় আগুন নেভায়। ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। দমকলের অনুমান, শর্ট সার্কিট থেকেই এই আগুন।

দু’টি স্কুলে ঘেরাও
সোনারপুরের দু’টি স্কুলে অভিভাবক ও ছাত্রদের বিক্ষোভে বুধবার দিনভর পঠনপাঠন ব্যাহত হয়। শিক্ষকদের অনিয়মিত হাজিরা, অনুদান বিলিতে অনিয়ম-সহ নানা অভিযোগে দুপুর থেকে সোনারপুর কামরাবাদ হাইস্কুলের পরিচালন সমিতির সম্পাদক প্রবীর নাগকে ঘেরাও করে বিক্ষোভ দেখান অভিভাবকেরা। বিকেলে পুলিশ তাঁকে উদ্ধার করে। এ দিনই সোনারপুর প্রসাদপুর হাইস্কুলে শিক্ষকদের ঘেরাও করে বিক্ষোভ দেখায় ছাত্রেরা। সময়সীমা পেরিয়ে যাওয়ার পরেও সেখানে তফসিলি ছাত্রদের সহায়ক ভাতা দেওয়া হয়নি বলে অভিযোগ।

বিচারের দাবিতে
বিচার পেতে দেরি হচ্ছে এই দাবিতে ফের নিজেদের জখম করল পাঁচ কয়েদি। বুধবার বারাসত আদালতে তোলার আগে তারা কাচের টুকরো দিয়ে নিজেদের আঘাত করে। বছর দু’য়েক আগে ওই পাঁচ জনকে মাদক পাচারের অভিযোগে ধরে বারাসত থানার পুলিশ। এই নিয়ে গত তিন মাসে চার বার বারাসত আদালতে এমন ঘটনা ঘটল। পুলিশ জানায়, এ দিন দমদম সেন্ট্রাল জেল থেকে আদালতে আনার পরে দেখা যায়, প্রিজন ভ্যানের মধ্যেই গাড়ির কাচ ভেঙে হাত-পা কেটে ফেলেছে ওই কয়েদিরা। প্রিজন ভ্যান থেকেও তারা নামতে চায়নি। এই নিয়ে পুলিশের সঙ্গে ওই কয়েদি ও আদালতে উপস্থিত তাদের পরিজনদের ধস্তাধস্তি হয়। হাসপাতালে কয়েদিদের প্রাথমিক চিকিৎসা করিয়ে আদালতে তোলা হয়। আদালত সূত্রে খবর, সাক্ষীর অভাবেই মামলার শুনানিতে দেরি হচ্ছে। তাতেই খেপে গিয়ে এমন কাণ্ড করছে ওই কয়েদিরা।

দু’টি দেহ উদ্ধার
এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার হল। বুধবার, খড়দহের একটি লেদ কারখানা থেকে। মৃতের নাম কাশীনাথ দাস (৫৫)। তিনি ওই কারখানারই কর্মী ছিলেন। পুলিশের অনুমান, মঙ্গলবার রাতে কারখানায় ঝালাইয়ের কাজ করার সময়ে তড়িদাহত হয়ে তাঁর মৃত্যু হয়। অন্য দিকে, এ দিনই দমদমের রডকল এলাকায় নর্দমা থেকে এক অজ্ঞাতপরিচয় যুবকের (২৫) দেহ মেলে। স্থানীয়েরাই ওই যুবককে নর্দমায় পড়ে থাকতে দেখেন। তাঁর দেহে আঘাতের চিহ্ন পায়নি পুলিশ।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.