টুকরো খবর
সমবায় পরিদর্শনে মন্ত্রী

মন্ত্রীর সঙ্গে বৈঠক। ছবি: সুব্রত গুহ
সমবায় মানুষের কল্যাণের একটি বিজ্ঞানভিত্তিক মাধ্যম। সমবায়ের মাধ্যমে যেমন মানুষের কল্যাণ হয়, তেমনই মানুষের, বিশেষ করে সমবায়ীদের উচিত সমবায় ব্যবস্থা বাঁচিয়ে রাখার জন্য দাদন ও দাদন পরিশোধ দুটোরই ধারাবাহিকতা বজায় রাখা। বুধবার দুপুরে রাজ্যের সমবায় মন্ত্রী হায়দার আজিজ সফি কাঁথিতে এই মন্তব্য করছেন। তিনি বলেন, “সম্প্রতি তমলুকের একটি ব্যাঙ্ক যে ভাবে খেলাপি ঋণগ্রহীতাদের ছবি-সহ পোস্টার ছাপিয়েছিলেন, তা ঠিক নয়। কাউকে আঘাত করা সমবায়ের রীতি বা নীতি নয়।”এ দিন মন্ত্রী প্রথমে আসেন কাঁথি সমবায় ব্যাঙ্কে। ব্যাঙ্কটির সভাপতি তথা সাংসদ শুভেন্দু অধিকারী-সহ ব্যাঙ্কের পরিচালকমণ্ডলী, বলাগেড়িয়া কেন্দ্রীয় সমবায় ব্যাঙ্কের সভাপতি ও বিধায়ক সমরেশ দাস, মুগবেড়িয়া কেন্দ্রীয় ব্যাঙ্কের সভাপতি তথা বিধায়ক অর্ধেন্দু মাইতিরা উপস্থিত ছিলেন। মন্ত্রী তাঁদের সঙ্গে বৈঠক করেন। এর পর তিনি কাঁথি-১ ব্লকের নয়াপুট সমবায় সমিতিতে গেলে মন্ত্রীকে সংবর্ধনা দেন সমিতির সম্পাদক অসিত গিরি ও সভাপতি সোমনাথ নায়ক। সমিতির স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের কাজকর্ম দেখেন মন্ত্রী। গোষ্ঠীর মহিলারা আধুনিক প্রশিক্ষণ শিবিরের দাবি জানালে মন্ত্রী তাঁদের দাবি ও পরিকল্পনা পঞ্চায়েত সমিতির সভাপতি তনুশ্রী গিরির সঙ্গে আলোচনা করে উচ্চমহলে পাঠাতে বলেন। সমিতির জৈবসার প্রকল্পেরও প্রশংসা করেন মন্ত্রী। এর পর তিনি রামনগর সমবায় সমিতিও পরিদশর্ন করেন।

নিয়োগে কারচুপির অভিযোগ
জামবনি ব্লকের অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলির সহায়িকা পদে নিয়োগ নিয়ে কারচুপির অভিযোগ তুলেছে কংগ্রেস। অভিযোগ, সহায়িকা পদে যাঁদের নিয়োগ করা হয়েছে, তাঁদের অনেকেই শিক্ষাগত যোগ্যতার প্রকৃত তথ্য গোপন করে চাকরি পেয়েছেন। সহায়িকা পদে মাধ্যমিক অনুত্তীর্ণ প্রার্থীরাই আবেদন করতে পারেন। কংগ্রেসের অভিযোগ, এ ক্ষেত্রে এমন কয়েক জন প্রার্থীকে নিয়োগপত্র দেওয়া হয়েছে, যাঁরা মাধ্যমিক উত্তীর্ণ। এই অভিযোগে বুধবার জামবনির চিল্কিগড়ে ব্লক শিশুবিকাশ প্রকল্প আধিকারিকের (সিডিপিও) কার্যালয়ের সামনে বিক্ষোভ-সভা করে কংগ্রেস। সিডিপিও-কে স্মারকলিপি দেওয়া হয়। বিক্ষোভ-ডেপুটেশনের নেতৃত্বে ছিলেন ঝাড়গ্রাম মহকুমা কংগ্রেস সভাপতি প্রসূন ষড়ঙ্গী, জামবনি ব্লক কংগ্রেস সভাপতি অশোক হাঁসদা, দলের মহকুমা নেতা মৃত্যুঞ্জয় দে, যুব কংগ্রেস নেতা তাপস মাহাতো প্রমুখ। প্রসূনবাবুর অভিযোগ, “প্রকৃত প্রার্থীদের বঞ্চিত করে মাধ্যমিক উত্তীর্ণ প্রার্থীদের নিয়োগ করার ক্ষেত্রে অর্থের লেনদেন হয়েছে।”জামবনির সিডিপিও হর্ষ বর্ধন বলেন, “গত নভেম্বরে ভর্তি প্রক্রিয়া শুরু হয়। প্রায় তিন হাজার প্রার্থী আবেদন করেন। আবেদনপত্রে শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে প্রার্থীকে ডিক্লারেশন দিতে হয়। ঘোষণাপত্রে ভুয়ো তথ্য দেওয়ার অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা আবেদনপত্রেই বলা আছে।” সিডিপিও জানান, তিন হাজারটি স্কুলে গিয়ে আবেদনকারীদের শিক্ষাগত যোগ্যতার তথ্য যাচাই করা সম্ভব নয়। সহায়িকার ৬৩টি শূন্যপদে এখনও পর্যন্ত ৫১ জনকে নিয়োগপত্র দেওয়া হয়েছে বলে তিনি জানান।

পুরভোটের সংরক্ষণ তালিকা
আসন্ন পুর-নির্বাচনে পাঁশকুড়া ও হলদিয়া পুরসভায় মহিলা ও তফসিলি আসন সংরক্ষণের চূড়ান্ত তালিকা প্রকাশ করল নির্বাচন দফতর। গত ১৬ মার্চ পুরসভায় মহিলা ও তফসিলি আসন সংরক্ষণের খসড়া তালিকা প্রকাশ করেছিল প্রশাসন। তা নিয়ে আপত্তি ও নানা প্রস্তাব জমা পড়ার পর শুনানি করে জেলা নির্বাচন দফতর। অবশেষে সংশোধিত চূড়ান্ত আসন-সংরক্ষণ তালিকা প্রকাশ হয়েছে বুধবার। তবে ২৬টি ওয়ার্ড-বিশিষ্ট হলদিয়া পুরসভার আসন সংরক্ষণের খসড়া তালিকার সঙ্গে কোনও পার্থক্য নেই চূড়ান্ত তালিকার। ১৭টি ওয়ার্ডের পাঁশকুড়া পুরসভার জন্য যে খসড়া তালিকা প্রকাশ করা হয়েছিল, তার কেবলমাত্র একটিই পরিবর্তন হয়েছে। সেটি হল, ১ নম্বরের পরিবর্তে ২ নম্বর ওয়ার্ড মহিলাদের জন্য সংরক্ষিত রাখা হবে। ১ নম্বর ওয়ার্ডে থাকবেন সাধারণ প্রার্থীরাই। পূর্ব মেদিনীপুরের জেলাশাসক পারভেজ আহমেদ সিদ্দিকি বলেন, “পাঁশকুড়া পুরসভার আসন সংরক্ষণে সামান্য ত্রুটি ছিল। নির্বাচন কমিশনের নির্দেশিকা মেনে তা সংশোধন করা হয়েছে। হলদিয়া পুরসভার আসন তালিকা অপরিবর্তিত রয়েছে।”

দুই মেদিনীপুরের এসপি বদলি
দুই মেদিনীপুরের পুলিশ সুপার বদলি হচ্ছেন। আগামী সপ্তাহেই নতুন পুলিশ সুপার কাজে যোগ দেবেন বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে। পশ্চিম মেদিনীপুর জেলার পুলিশ সুপার প্রবীণ ত্রিপাঠী-র পরিবর্তে পুলিশ সুপার হিসাবে আসছেন এখন পুরুলিয়ার পুলিশ সুপার সুনীল চৌধুরী। আর প্রবীণ ত্রিপাঠী যাচ্ছেন দক্ষিণ চব্বিশ পরগনায়। অন্য দিকে পূর্ব মেদিনীপুরে অশোক প্রসাদের পরিবর্তে নতুন পুলিশ সুপার হয়ে আসছেন সুকেশ জৈন। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, যদিও বদলির নির্দেশ এসে গিয়েছে তবুও এই সপ্তাহে পুরনো পুলিশ সুপারেরাই কাজ চালাবেন। আগামী সপ্তাহেই নতুন দুই পুলিশ সুপার জেলার দায়িত্ব নেবেন। ভারতী ঘোষ ঝাড়গ্রামের নতুন পুলিশ সুপার হতে চলেছেন বলেও প্রশাসনিক সূত্রের খবর।

ঝাড়গ্রামে মাটি খুঁড়ে অস্ত্র উদ্ধার
বুধবার ঝাড়গ্রামের বরবাড়ি ও নুনিয়াকুন্দ্রি জঙ্গলের এক জায়গায় মাটি খুঁড়ে বেশ কিছু অস্ত্রশস্ত্র উদ্ধার হয়েছে বলে দাবি করল পুলিশ। পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার প্রবীণ ত্রিপাঠী জানান, এ দিন বিকেলে কাউন্টার ইনসার্জেন্সি ফোর্স ও ঝাড়গ্রাম জেলা পুলিশের যৌথদল তল্লাশি চালিয়ে জঙ্গলের এক জায়গায় মাটি খুঁড়ে একটি ইনসাস, একটি কার্বাইন, একটি ওয়ানশটার, একটি নাইন এমএম পিস্তল, মোট ১০২ রাউন্ড কার্তুজ, ১১০ কেজি বিস্ফোরক, প্রচুর বোম-পটকা উদ্ধার করে। পুলিশের সন্দেহ, পরিবর্তিত পরিস্থিতিতে মাওবাদীরাই ওই অস্ত্র ও বিস্ফোরক মাটির নীচে লুকিয়ে রেখেছিল।

ট্রেনের ধাক্কায় মৃত্যু গৃহবধূর
ট্রেনের ধাক্কায় মৃত্যু হল এক বধূর। বুধবার সকালে দুর্ঘটনাটি ঘটছে হলদিয়া মহকুমার সতীশ সামন্ত ও কেশবপুর রেল স্টেশনের মাঝে। মৃত পুতুল বেরার (২৮) বাড়ি মহিষাদলের রেললাইনের ধারেই। রেল-পুলিশ সূত্রে জানা গিয়েছে, এ দিন সকাল সাড়ে ছ’টা নাগাদ বাড়ি থেকে বেরিয়ে রেললাইনের ধার ধরে হাঁটছিলেন ওই মহিলা। হঠাৎই লাইন পারাপারের সময়ে হলদিয়া থেকে পাঁশকুড়াগামী লোকাল ট্রেন এসে পড়ে। ট্রেনের ধাক্কায় মৃত্যু হয় ওই মহিলার। বিকেলে হলদিয়া মহকুমা হাসপাতালে দেহটির ময়নাতদন্ত করা হয়।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.