টুকরো খবর |
ছিনতাই করে পুলিশ হেফাজতে দুই মহিলা |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
মাদক-মেশানো বিস্কুট খাইয়ে এক মহিলার গয়না ছিনতাই করে পালানোর সময়ে এলাকাবাসীর হাতে ধরা পড়লেন দুই মহিলা। পরে পুলিশ গিয়ে তাঁদের গ্রেফতার করে। উদ্ধার হয় ছিনতাই হওয়া গয়না। মঙ্গলবার এই ঘটনা ঘটেছে গড়বেতার রসকুণ্ডু বাসস্ট্যান্ডে। বেলারানি পাল নামে এক মহিলা বাস ধরতে স্ট্যান্ডে এসেছিলেন। এখন তিনি গুরুতর অসুস্থ অবস্থায় মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ধৃত দুই মহিলা রূপসনা বেগম ও রূপসনা বিবি-কে বুধবার মেদিনীপুর সিজেএম আদালতে হাজির করানো হয়। আদালত তাঁদের ৫ দিন পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেয়। পুলিশের বক্তব্য, ধৃতদের সঙ্গে কোনও দুষ্টচক্রের যোগ রয়েছে। পুলিশ সূত্রের খবর, মঙ্গলবার ধৃত দুই মহিলা এসে বেলারানিদেবীর সঙ্গে পরিচয় করেন। পরে তাঁকে একটি বিস্কুট দেন। ওই বিস্কুট খেয়েই অসুস্থ হয়ে পড়েন মহিলা। পরে সঙ্গে থাকা এক আত্মীয় ও স্থানীয়রা তাঁকে উদ্ধার করেন। দুই মহিলাকে দেখে শুরু থেকেই সন্দিহান হয়েছিলেন বেলারানিদেবীর আত্মীয়রা। বেলারানিদেবী অসুস্থ হওয়ার পরে তাঁরা ওই দুই মহিলার পিছু ধাওয়া করেন। স্থানীয়রা তাঁদের সাহায্য করেন। পরে দুই মহিলাকে ধরা হয়। পুলিশ এসে তাঁদের গ্রেফতার করে।
|
বধূ নির্যাতনে গ্রেফতার স্বামী |
নিজস্ব সংবাদদাতা • চন্দ্রকোনা |
পুত্রবধূকে নির্যাতনের অভিযোগ উঠল চন্দ্রকোনা পুরসভার প্রাক্তন চেয়ারপার্সন সিপিএমের জয়শ্রী চক্রবর্তীর বিরুদ্ধে। মঙ্গলবার দুপুরে দেবযানী চক্রবর্তী নামে ওই বধূর অভিযোগের ভিত্তিতে পুলিশ জয়শ্রীদেবীর ছেলে পল্লব চক্রবর্তীকে গ্রেফতার করেছে। তবে নির্যাতনে অভিযুক্ত শ্বশুর-শাশুড়ি, জয়শ্রীদেবী এবং তাঁর স্বামী রাধানাথ চক্রবর্তী পলাতক বলে জানিয়েছে পুলিশ। পুলিশ জানিয়েছে, বছর ন’য়েক আগে চন্দ্রকোনার ইলামবাজারের বাসিন্দা দেবযানীর সঙ্গে চন্দ্রকোনার সুরেরহাটের পল্লববাবুর বিয়ে হয়। তাঁদের ৪ বছরের একটি ছেলেও রয়েছে। দেবযানীদেবী তাঁর অভিযোগে জানিয়েছেন, বিয়ের পর থেকেই পণের দাবিতে তাঁর উপর মানসিক ও শারীরিক অত্যাচার করতেন তাঁর স্বামী। শ্বশুর-শাশুড়িও তাতে মদত দিতেন। অত্যাচারে অতিষ্ঠ হয়ে দেবযানীদেবী বহু বার বাপের বাড়িও চলে গিয়েছিলেন। মঙ্গলবার দুপুরে অত্যাচার বাড়লে তিনি পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। মঙ্গলবার রাতে পল্লববাবুকে তাঁর সুরেরহাটের বাড়ি থেকেই গ্রেফতার করে পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে। প্রসঙ্গত, ২০০৫ সাল পর্যন্ত চন্দ্রকোনার পুরপ্রধান ছিলেন জয়শ্রীদেবী। সিপিএমের টিকিটেই জিতেছিলেন তিনি। ইদানীং অবশ্য দলের সঙ্গে আর তেমন যোগাযোগ নেই।
|
পাম্প বিকল হয়ে শহরে জল-সঙ্কট |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
গরম পড়তে না-পড়তেই জল-সঙ্কট দেখা দিয়েছে মেদিনীপুর শহরের একাংশে। পরিস্থিতি আরও জটিল হয়েছে একটি পাম্প বিকল হয়ে পড়ায়। এর ফলে, গত দু’দিন ধরে শহরের একাংশে পানীয় জল সরবরাহ হচ্ছে না। স্থানীয় বাসিন্দারা চরম সমস্যায় পড়েছেন। সংশ্লিষ্ট পুরপ্রধান-পারিষদ বিশ্বনাথ পাণ্ডব অবশ্য দ্রুত সমস্যা মেটানোর আশ্বাস দিয়েছেন। তাঁর কথায়, “পানীয় জলের মাস্টার-প্ল্যানে নজরগঞ্জ এলাকায় একটি পাম্প তৈরি হয়েছিল। ওই পাম্পটিই বিকল হয়ে গিয়েছে। দ্রুত মেরামতের চেষ্টা চলছে।” শহরের বিস্তীণর্র্ এলাকায় দু’বেলা নলবাহী পানীয় জল-সরবরাহ করে পুরসভা। পাম্প বিকল হওয়ার ফলে শহরের একাংশে জল সরবরাহ বন্ধ। পরিস্থিতি মোকাবিলায় কয়েকটি এলাকায় অবশ্য পানীয় জলের ট্যাঙ্ক পাঠানো হচ্ছে। কিন্তু তাতে জলের চাহিদা মিটছে না বলেই অভিযোগ।
|
শিক্ষকের ঝুলন্ত দেহ |
নিজস্ব সংবাদদাতা • দাঁতন |
প্রাথমিক স্কুল-শিক্ষকের ঝুলন্ত দেহ উদ্ধার হল দাঁতন থানার নতুনবাজার এলাকায় নিজের বাড়িতে। মৃত শক্তিপদ বারিক (৫৫) দাঁতনেরই মালিকাডাঙর প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধানশিক্ষক। সোমবার সন্ধে সাড়ে ৭টা নাগাদ বাড়িতে তাঁর ঝুলন্ত দেহটি দেখতে পান বৃদ্ধা মা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রৌঢ় শক্তিপদবাবুর সঙ্গে দীর্ঘ দিন ধরেই গণ্ডগোল চলছে তাঁর স্ত্রী-র। দুই কন্যাসন্তানকে নিয়ে ঘাটশিলায় আলাদা থাকতেন স্ত্রী। বাড়িতে বৃদ্ধা মায়ের সঙ্গে থাকতেন শক্তিপদবাবু। প্রাথমিক তদন্তের পরে পুলিশের অনুমান, পারিবারিক অশান্তির কারণেই আত্মঘাতী হয়েছেন ওই শিক্ষক।
|
মহিলার দেহ উদ্ধার |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
এক মহিলার দেহ উদ্ধার ঘিরে বুধবার সকালে চাঞ্চল্য ছড়ায় বেলদা থানা এলাকার আকন্দায়। মৃতের নাম ঊষা পড়্যা (৪৫)। এ দিন সকালে বাড়ি থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। মানসিক অবসাদে এই মহিলা আত্মহত্যা করেছেন বলে প্রাথমিক তদন্তে মনে করছে পুলিশ।
|
ডিআই অফিসে বিক্ষোভে ডিএসও |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
পঞ্চম শ্রেণিতে ভর্তির সময়ে যে সব স্কুল অতিরিক্ত টাকা নিয়েছে, তাদের বিরুদ্ধে পদক্ষেপ করার দাবি জানিয়ে জেলা বিদ্যালয় পরিদর্শকের (মাধ্যমিক) দ্বারস্থ হল ডিএসও। মঙ্গলবার ডিআই অফিসে বিক্ষোভ দেখান সংগঠনের নেতৃত্ব। পরে একটি স্মারকলিপিও দেওয়া হয়। ডিএসও-র জেলা নেতা কুমারেশ দে বলেন, “ভর্তির সময়ে যে সব স্কুল অতিরিক্ত টাকা নিয়েছে, তাদের তা ফেরত দিতে হবে। আমরা ডিআইয়ের কাছে সংশ্লিষ্ট স্কুলগুলির বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ করার দাবি জানিয়েছি।”
|
ক্যাম্পাসে আগুন |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
|
মেদিনীপুর মহিলা কলেজ ক্যাম্পাসে আগুন |
বুধবার সন্ধ্যায় মেদিনীপুর মহিলা কলেজের ক্যাম্পাসের জঙ্গলে হঠাৎ আগুন লেগে যায়। কলেজ ক্যাম্পাসের ভিতর জঙ্গলে আগুন লাগার ঘটনায় ক্যাম্পাসে চাঞ্চল্য ছড়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একটি ইঞ্জিন। দ্রুত আগুন আয়ত্তে আসে। এখানে অনেক শুকনো পাতা পড়ে থাকে। ফলে আগুন সহজেই ছড়িয়ে পড়ে। তবে কেউ ইচ্ছে করে আগুন ধরিয়ে দিয়েছে বলেই প্রাথমিক ভাবে মনে করছে দমকল। কলেজ কর্তৃপক্ষেরও একই ধারণা। |
|