নিজস্ব সংবাদদাতা • রামপুরহাট |
রামপুরহাট পুরসভায় পুরপ্রধানের বিরুদ্ধে আনা অনাস্থার উপরে ভোটাভুটির সময় তাদের দুই সদস্য ভোটদানে বিরত থাকবে বলে ঠিক করেছে সিপিএম। আর এর প্রতিবাদে সিটু অনুমোদিত পুর শ্রমিক-কর্মচারী ইউনিয়নের রামপুরহাট পুরসভার ৯১ জন সদস্য সংগঠন ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন।
এই সিদ্ধান্তের কথা মঙ্গলবারই সিপিএমের রামপুরহাট ১ জোনাল কমিটির সম্পাদককে জানিয়ে দেওয়া হয়েছে বলেও ওই সংগঠনের সদস্যদের দাবি। তাঁদের অভিযোগ, “বর্তমানের তৃণমূল পরিচালিত পুরবোর্ড শ্রমিক-কর্মী সংগঠনের কোনও দাবিই আজ পর্যন্ত পূরণ করার চেষ্টা করেনি। রাজনৈতিক উদ্দেশ্যে শ্রমিকদের দাবিগুলি উপেক্ষিতই থেকে গিয়েছে।” এমনকী, আস্থাভোটে দলীয় কাউন্সিলরদের বিরত থাকার নির্দেশ পরোক্ষে তৃণমূলের পুরবোর্ডকেই ‘সমর্থন’ করছে বলেও সিটু সদস্যেরা মনে করছেন। এরই প্রতিবাদে সংগঠন ছাড়ার সিদ্ধান্ত বলে তাঁদের দাবি।
প্রসঙ্গত, রামপুরহাটের তৃণমূল পুরপ্রধান নির্মল বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অনাস্থা এনেছেন পুরসভার তিন নির্দল, দুই বিজেপি এবং এক ফরওয়ার্ড ব্লক সদস্য। সিপিএমের জোনাল সম্পাদক কালাম মোল্লা অবশ্য বলেছেন, “আমি এখনও পর্যন্ত লিখিত ভাবে কিছু পাইনি। মঙ্গলবার দলীয় লোকাল কমিটির সদস্যদের নিয়ে বসা হয়েছিল। সেখানে ১১ জন সদস্য আস্থাভোটের ব্যাপারে দলীয় সিদ্ধান্তকে সমর্থন করেন। দু’জন সদস্য বিরোধিতা করেন। আমি ওঁদের জানিয়ে দিই, জেলা নেতৃত্বের সিদ্ধান্তই চূড়ান্ত। কারণ এখানে আমাদের কোনও রাজনৈতিক উদ্দেশ্য নেই।” জোনাল সম্পাদকের আরও বক্তব্য, “আমরা পুরসভায় যেমন বিরোধী আসনে আছি, সেরকমই থাকা উচিত বলে জানিয়েছেন খোদ দলের জেলা সম্পাদক। তিনি এ কথা জোনাল অফিসে এসে জানিয়ে গিয়েছেন।”
অন্য দিকে, রামপুরহাট পুরসভায় সিপিএমের বিরোধী দলনেতা সঞ্জীব মল্লিক বলেন, “দলের লিখিত নির্দেশ পেলে সেই অনুযায়ী কাজ করব।” |