নলকূপ বসানো নিয়ে সংঘর্ষ
নিজস্ব সংবাদদাতা • মুরারই |
গভীর নলকূপ বসানো নিয়ে দুই দলের মধ্যে সংঘর্ষ বাধল মুরারইয়ের চৈতি গ্রামে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই এলাকায় দু’বছর ধরে বাবর আলি নামে এক জনের গভীর নলকূপ আছে। কিন্তু বুধবার দুপুরে ৩০ মিটারের ব্যবধানে গফুর মণ্ডল নামে ওই গ্রামেরই এক জন নলকূপ বসাতে যান। তখনই সংঘর্ষ বাধে। ঘটনায় আহত হয়েছেন ন’জন। তাঁদের মধ্যে তিন জনকে রামপুরহাট মহকুমা হাসপাতাল ও ছ’জনকে মুরারই গ্রামীণ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। কুশমোড়-২ এর অঞ্চল সভাপতি তৃণমূলের আব্দুল রেকিব মণ্ডলের দাবি, আহত ন’জনই তৃণমূলের কর্মী সমর্থক। তিনি জানান, এ দিন গফুর মণ্ডল নলকূপ বসাতে গেলে দুপুরে ফরওয়ার্ড ব্লকের পঞ্চায়েত সদস্য সাইদা বিবির স্বামী ইয়াদুল মণ্ডল তার ক্ষমতা জাহির করে গফুর মণ্ডলের উপর চড়াও হন। ধারালো অস্ত্র নিয়ে মারধরও করেন। তৃণমূলের তরফ থেকে ইয়াদুল মণ্ডল-সহ আট জনের নামে থানায় অভিযোগ করা হয়েছে। প্রসঙ্গত, গফুর মণ্ডল নিজেও তৃণমূলের সমর্থক। তবে ইয়াদুল মণ্ডল বলেন, “মারধরের অভিযোগ মিথ্যা। নলকূপ বসানো নিয়ে আদালতে গফুর মণ্ডলের নামে মামলা থাকা সত্ত্বেও জোর করে আমার আত্মীয় বাবর আলির নলকূপের কাছে নলকূপ বসাতে যান তিনি। তখন প্রতিবাদ করতে গিয়ে দুই দলের লোকই জখম হয়েছেন। আমাদের ৩ জম কর্মী জখম হয়েছেন। তাদের মধ্যে সিটুল শেখ গুরুতর জখম।” বাবর আলি ৫ জনের নামে থানায় অভিযোগ করেছেন। জেলা পুলিশ সুপার হৃষিকেশ মিনা বলেন, “ঘটনার কথা জানা নেই। রাজনৈতিক সংঘর্ষ কি না খতিয়ে দেখছি।” |
টাকা চুরির নালিশ
নিজস্ব সংবাদদাতা • নলহাটি |
টাকা চুরির অভিযোগে দুই কিশোরকে পুলিশের হাতে তুলে দিলেন স্থানীয় বাসিন্দারা। বুধবার দুপুরে নলহাটির পূর্ববাজার এলাকার ঘটনা। পুলিশ ওই দু’জনকে জিজ্ঞাসাবাদের জন্য আপাতত আটক করেছে। স্থানীয় সূত্রের খবর, নলহাটি থানার রামেশ্বরপুর গ্রামের বাসিন্দা মানিক লেট এ দিন পূর্ববাজারে ফল কিনছিলেন। সেই সময় ওই দুই কিশোর হঠাৎ তাঁর হাত থেকে টাকার ব্যাগ নিয়ে ছুট লাগায় বলে অভিযোগ। এলাকাবাসী চিৎকার করে উঠলে তারা ব্যাগ ফেলে পালায়। মানিকবাবুর দাবি, পরে তিনি যখন মিষ্টির দোকানে ঢোকেন, তখন এই দু’জনই ফের তাঁর হাত থেকে টাকার ব্যাগ নিয়ে চম্পট দেয়। পরে দুই কিশোরকে স্থানীয় মানুষ ধরে ফেললেও তাদের কাছ থেকে ব্যাগ পাওয়া যায়নি। |
নলকূপ ভাঙচুর
নিজস্ব সংবাদদাতা • রামপুরহাট |
কে বা কারা রাতের অন্ধকারে রামপুরহাট থানার কাষ্ঠগড়া গ্রামের সাতটি নলকূপ ভেঙে দিয়েছে। ওই গ্রামের বাসিন্দা তথা কাষ্ঠগড়া পঞ্চায়েত প্রধান তৃণমূলের তপন মণ্ডল বলেন, “সোমবার রাতে শেখপাড়ায় ৩টি, দোলতলাপাড়ার ১টি, ব্রাহ্মণপাড়ার ১টি এবং দু’টি বাড়ির নলকূপ ভাঙে দুষ্কৃতীরা। কয়েক দিনের মধ্যে পঞ্চায়েতের মাধ্যমে নলকূপগুলি সংস্কার করে দেওয়া হবে। থানা এবং রামপুরহাট ১ ব্লকের বিডিও-র কাছে লিখিত অভিযোগও জানানো হয়েছে।” যদিও বিডিও শান্তিরাম গড়াই বলেন, “আমার কাছে লিখিত কোনও অভিযোগ নেই।” |
ব্যাঙ্কের শাখা চালু
নিজস্ব সংবাদদাতা • নলহাটি |
পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাঙ্কের ২১৭ ও ২১৮তম শাখা দু’টির উদ্বোধন হল বুধবার। নলহাটির বারা ১ পঞ্চায়েতের বারা ও রনহা ওই দু’টি শাখার উদ্বোধন করেন বিধায়ক অভিজিৎ মুখোপাধ্যায়। অনুষ্ঠানে ছিলেন পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাঙ্কের চেয়ারম্যান পান্নালাল মিত্র, ব্যাঙ্কের সিউড়ি আঞ্চলিক কার্যালয়ের ম্যানেজার অজয়কুমার চন্দ্র প্রমুখ। অভিজিৎবাবু এ দিন ১১ জন চাষির হাতে কিষাণ ক্রেডিট কার্ড তুলে দেন। পান্নালালবাবু বলেন, “বছরে ১০০ দিন কাজের প্রকল্পে শ্রমিকদের ব্যাঙ্কে অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে এলাকার বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীকে পরিষেবা দেওয়া হবে এই শাখাগুলি থেকে। আরও সুযোগসুবিধা মিলবে।” |
ঝুলন্ত দেহ উদ্ধার
নিজস্ব সংবাদদাতা • রামপুরহাট |
এক তরুণের ঝুলন্ত দেহ উদ্ধার করল পুলিশ। মৃতের নাম গণেশ লেট (১৯)। বাড়ি রামপুরহাটের ডাঙাল গ্রামে। মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটে। |