নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
বাড়ির তালা ভেঙে চুরির অভিযোগে আরও দু’জনকে গ্রেফতার করল আসানসোল দক্ষিণ থানার পুলিশ। ধৃতদের কাছ থেকে প্রচুর চুরির সামগ্রী বাজেয়াপ্ত হয়েছে। বুধবার তাদের আসানসোল আদালতে তোলা হয়।
আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এডিসিপি (সেন্ট্রাল) ভাস্কর মুখোপাধ্যায় জানান, মঙ্গলবার রাতভর অভিযান চালিয়ে বারাবনির ফরিদপুর এলাকা থেকে নিখিল বেদ এবং হিরালালা বেদ নামে ওই দুই ব্যক্তিকে ধরা হয়। তাদের গোপন আস্তানার মেঝে খুঁড়ে প্রচুর রূপোর গয়না, মোবাইল, হাতঘড়ি, বিভিন্ন ধরনের মুদ্রা উদ্ধার হয়েছে।
দিন দু’য়েক আগে আসানসোল দক্ষিণ থানার ধেমোমেন এলাকা থেকে বাড়ির তালা ভেঙে চুরির অভিযোগে এক দম্পতিকে গ্রেফতার করা হয়েছিল। |
উদ্ধার জিনিসপত্র। — নিজস্ব চিত্র। |
ধৃতদের মধ্যে দেবু বেদকে চার দিনের জন্য পুলিশ নিজেদের হেফাজতে নেয়। পুলিশ জানিয়েছে, দেবুকে জিজ্ঞাসাবাদ করে আরও কয়েক জনের নাম জানতে পারে তারা। এডিসিপি (সেন্ট্রাল) জানান, প্রাথমিক তদন্তের পরে পুলিশের ধারণা, এরা দীর্ঘ দিন ধরেই এই ধরনের কাজের সঙ্গে যুক্ত। সাধারণত কম দামে জমি কিনে মাটির বাড়ি তৈরি করে বসবাস করে তারা। বাড়ির মহিলা ও নাবালকেরা ভিক্ষাবৃত্তির আড়ালে বিভিন্ন এলাকায় তালাবন্ধ ঘরের খোঁজ এনে দেয়। পাশাপাশি কোন মন্দিরে দানবাক্স আছে, কোন মূর্তির গায়ে কত গয়না রয়েছে তার খবর দেয়। পরিবারের পুরুষ সদস্যেরা সুযোগ বুঝে সে সব সামগ্রী হাতিয়ে নেয়। |