‘উত্ত্যক্ত’ করায় ধৃত
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
এক মহিলা কর্মীকে উত্ত্যক্ত করার অভিযোগে আসানসোল ব্লক ভূমি ও ভূমি সংস্কার আধিকারিককে গ্রেফতার করল পুলিশ। আসানসোলের এডিসিপি (সেন্ট্রাল) ভাস্কর মুখোপাধ্যায় বলেন, “অনিল সামন্ত নামে ওই আধিকারিককে বুধবার বিকেলে গ্রেফতার করা হয়েছে।” তিনি জানান, পুলিশের কাছে ওই দফতরের এক মহিলা কর্মী ২৫ মার্চ অভিযোগ করেন, তাঁরই দফতরের আধিকারিক তাঁর সঙ্গে অশালীন আচরণ করেছেন। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পেয়ে পুলিশ বুধবার বিকেলে ওই আধিকারিককে গ্রেফতার করেছে। মহকুমাশাসক (আসানসোল) সন্দীপ দত্ত জানান, বিষয়টি খোঁজ নিয়ে দেখা হবে। |
কেরোসিন মজুতের অভিযোগে ধৃত
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
অবৈধ ভাবে কেরোসিন তেল মজুত রাখার অভিযোগে মঙ্গলবার রাতে এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম বাবু দাস। বাড়ি আসানসোল দক্ষিণ থানার কুমারপুর এলাকায়। ধৃতের গুদাম ঘর থেকে প্রায় তিন হাজার লিটার কেরোসিন তেল উদ্ধার করেছে পুলিশ। আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এডিসিপি (সেন্ট্রাল) ভাস্কর মুখোপাধ্যায় জানান, ওই ব্যক্তিকে পুলিশ আগেও জাল পেট্রোল তৈরির অভিযোগে ধরেছিল। |
কেপমারির চেষ্টা, ধৃত
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
সোনার দোকানে কেপমারির চেষ্টার অভিযোগে তিন মহিলাকে গ্রেফতার করল পুলিশ। বুধবার বিকেলে কুলটির নিয়ামতপুর এলাকার ঘটনা। পুলিশ জানিয়েছে, ধৃতেরা হলেন মণিকা কুমারী, শ্বেতা কুমারী ও পিঙ্কি কুমারী। বাড়ি ঝাড়খণ্ডে। নিয়ামতপুরে লিথুড়িয়া রোডে একটি সোনার দোকানে গয়না পছন্দ করার সময়ে কয়েকটি গয়না শাড়ির ভাঁজে লুকিয়ে ফেলে তারা। দোকানের মালিক মনোজ বর্মা বিষয়টি বুঝতে পেরে পুলিশে খবর দেন। পুলিশ গিয়ে তল্লাশি চালিয়ে গয়নাগুলি বের করে ও তাদের গ্রেফতার করে থানায় নিয়ে যায়। |
নেতার স্মরণসভা
নিজস্ব সংবাদদাতা • জামুড়িয়া |
প্রয়াত তৃণমূল নেতা রবীন কাজির মৃত্যুর বর্ষপূর্তি উপলক্ষে শহিদ দিবস পালন করল যুব তৃণমূলের জামুড়িয়া ১ ব্লক কমিটি। বুধবার তাদের থানা মোড় কার্যালয়ে স্মরণসভা হয়। বছরখানেক আগে দলীয় প্রার্থীর সঙ্গে বাড়ুল গ্রামে নির্বাচনী প্রচারে গিয়ে খুন হন তৃণমূলের ব্লক সংখ্যালঘু সেলের সম্পাদক রবীন কাজি। |
খনিতে বিক্ষোভ
নিজস্ব সংবাদদাতা • বারাবনি |
আট ঘণ্টা কাজ ও উন্নয়নের দাবিতে বুধবার সালানপুর এরিয়ার বনজেমারি কোলিয়ারির বেসরকারি প্যাচে বিক্ষোভ দেখালেন শ্রমিকেরা। তাঁদের অভিযোগ, ১২ ঘণ্টা কাজ করেও অতিরিক্ত মজুরিও মিলছে না। কর্তৃপক্ষ জানান, ৭ দিনের মধ্যে মজুরি নিয়ে পুনর্বিবেচনা করা হবে। |
ট্রেলারের ধাক্কায় গুরুতর জখম হলেন একটি গাড়ির চার যাত্রী। পুলিশ জানিয়েছে, বুধবার বিকেল ৩টে নাগাদ অন্ডাল মোড়ে ২ নম্বর জাতীয় সড়কে একটি আসানসোলগামী গাড়ির পিছনে ট্রেলারটি ধাক্কা মারে। আশঙ্কাজনক অবস্থায় ওই ৪ জনকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়। |