টুকরো খবর
৯ নেতার জামিন
কলকাতা হাইকোর্ট থেকে জামিন পেলেন হলদিবাড়ির নয়জন বামফ্রন্ট নেতা। গত ২৮ ফেব্রুয়ারি ধমর্ঘটের দিন হলদিবাড়িতে একটি প্যাসেঞ্জার ট্রেন অবরোধের জন্য রেল পুলিশের পক্ষ থেকে ২৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। এরমধ্যে ধর্মঘটের দিন ১৫জন অবরোধকারীকে গ্রেফতার করা হয়। তাঁরা জলপাইগুড়ি আদালত থেকে জামিন পান। বাকি ৯ জন জামিনের জন্য হাইকোর্টে জামিনের আবেদন করেন। অভিযুক্তদের আইনজীবী সুব্রত মুখোপাধ্যায় বলেন, “প্রত্যেককে ৫ হাজার টাকার বিনিময়ে জামিন মঞ্জুর করেছেন বিচারপতিরা।” অভিযুক্তদের মধ্যে ৩ জন ফরওয়ার্ড ব্লক নেতা এবং বাকি ৬ জন সিপিএম নেতা।

শ্রমিক সংঘর্ষ, জখম ৪
সংগঠন তৈরি করাকে কেন্দ্র করে আইএনটিইউসি’র সঙ্গে সংঘর্ষে জখম হলেন ৪ সিটু সমর্থক। মঙ্গলবার উত্তর দিনাজপুরের সোনাপুরের একটি চা বাগানে ঘটনাটি ঘটে। সিটুর নালিশ, আইএনটিইউসি’র সংগঠনের সমর্থকেরা তাঁদের উপরে হামলা চালায়। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। সিটুর উত্তর দিনাজপুরের জেলার অন্যতম নেতা স্বপন গুহনিয়োগী বলেন, “বিধানসভা নির্বাচনের পরে আমাদের সংগঠন ভেঙে যাওয়ায় তা ফের তৈরি করার চেষ্টা চলছে। সেটা ওরা মানতে পারছে না। সে কারণেই সমর্থকের উপর হামলা চালানো হয়।” আইএনটিইউসি’র উত্তর দিনাজপুরের জেলার সাধারণ সম্পাদক অশোক রায় বলেন, “সিটুর নিজেদের গোলমালে ওই ৪ জন জখম হন। মারধরের অভিযোগ ভিত্তিহীন। এলাকায় সিটুর সংগঠনই নেই।”

সমাবেশ
দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদ ভেঙে দেওয়ার আশঙ্কা করছে বামফ্রন্ট। মঙ্গলবার বালুরঘাটে জেলা বামফ্রন্টের তরফে এক বিক্ষোভ সমাবেশ করে ওই আশঙ্কা প্রকাশ করা হয়। বাম পরিচালিত জেলার সমস্ত পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদের নির্বাচিত প্রতিনিধিরা ওই কর্মসূচিতে সামিল হন। বিক্ষোভ মিছিল শহর পরিক্রমা করে ডিএম অফিসের সামনে জমায়েত হয়।

অবরোধ
বিদ্যুৎ বিভ্রাটের জেরে ৩১ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন এলাকার বাসিন্দারা। মঙ্গলবার চোপড়া থানার সোনাপুরে ঘটনাটি ঘটেছে। এলাকার বাসিন্দাদের অভিযোগ, গত সোমবার বিকাল থেকে সোনাপুর পঞ্চায়েতের দামিগছ এলাকায় বিদ্যুৎ নেই। নাকাল হচ্ছেন বাসিন্দারা ৪০ মিনিট জাতীয় সড়ক অবরোধ করলে আটকে পরে দূরপাল্লার গাড়িগুলি। পুলিশ অবরোধ তুললে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ছাই ১০টি বাড়ি
ছবি: অমিত মোহান্ত।
রান্নাঘর থেকে আগুন ছড়িয়ে মঙ্গলবার দুপুরে ছাই হয়ে গেল ১০টি বাড়ি। ঘটনাটি ঘটে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট থানার বিদয়পুর এলাকার তুফান কলোনিতে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.