আট মাস আগে রাস্তার কাজ শুরু হলেও শেষ হয়নি বলে অভিযোগ। নর্দমা পাকা করার কাজও চলছে অত্যন্ত ধীর গতিতে। একই পরিস্থিতি ওয়ার্ডে রবীন্দ্র মঞ্চ নির্মাণ কাজেরও। টাকা বরাদ্দ থাকলেও ওয়ার্ডে উন্নয়ন কাজ ঠিক মতো হচ্ছে না অভিযোগ তুলে মঙ্গলবার শিলিগুড়ি পুর কর্তৃপক্ষকে স্মারকলিপি দিল ৩১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। তার উপর সামনে বর্ষা। বেহাল নিকাশি ব্যবস্থার জন্য গত ২ বছর ধরে ওয়ার্ড বানভাসি হয়ে পড়ছে। মেয়র-সহ তৃণমূল নেতা তথা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব বর্ষায় দুর্ভোগে থাকা বাসিন্দাদের কাছে গিয়ে সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছিলেন। কিন্তু সেই কাজ এখনও হয়নি। তাতে বর্ষার আগে নিকাশি ব্যবস্থা যথাযথ না হলে বাসিন্দাদের ক্ষোভ যে বাড়বে তা আঁচ করে এ দিন মেয়রকে ব্যবস্থা নেওয়ার আর্জি জানান তৃণমূল নেতৃত্ব। কংগ্রেস এবং তাদের জোটের অধীনেই রয়েছে পুরসভা। শহরের উন্নয়ন কাজ নিয়ে তাই তাদের ক্ষোভ পুরসভার ব্যর্থতাকেই তুলে ধরছে বলে মনে করেন বিরোধী দল নেতা মুন্সি নুরুল ইসলাম। মেয়র গঙ্গোত্রী দত্ত বলেন, “রাস্তা, নিকাশি তৈরি, রবীন্দ্র মঞ্চের নির্মাণ কাজ ধীর গতিতে হচ্ছে বলে জানানো হয়েছে। কেন এমন হচ্ছে তা খতিয়ে দেখা হবে। মে মাসের মধ্যে আমরা বিগত আর্থিক বছরের বকেয়া সমস্ত কাজ শেষ করতে চাই।” বর্ষার আগে নিকাশি ব্যবস্থার হাল ফেরাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন মেয়র। এ দিন পুরসভায় গিয়ে ওয়ার্ডে উন্নয়ন কাজের অগ্রগতির দাবিতে মেয়রের ঘরের সামনে বিক্ষোভ দেখান বাসিন্দারা। মেয়র সে সময় ছিলেন না। তিনি না আসা পর্যন্ত ঘরের সামনে বসে পড়েন তৃণমূলের লোকজন। পরে মেয়র এলে তার হাতে স্মারকলিপি দেন নেতৃস্থানীয়রা। ওয়ার্ডের তৃণমূল নেতৃত্বের অভিযোগ, শক্তিগড় ১ নম্বর রাস্তাটি সংস্কার করতে ১৭ লক্ষ টাকা বরাদ্দ হয়েছে। মাস আটেক আগে কাজ শুরু হলেও সেই কাজ শেষ হয়নি। ঠিকাদার, সুপার ভাইজারদের উদাসীনতায় সময়ে কাজ শেষ হচ্ছে না। পূর্ত বিভাগের দায়িত্বে থাকা মেয়র পারিষদ তথা তৃণমূল কাউন্সিলর কৃষ্ণ পাল বলেন, “ঠিকাদার সময় মতো কাজ করছে না দেখে তাকে সরিয়ে দেওয়া হচ্ছে। শীঘ্রই অন্য ঠিকাদারকে নিয়োগ করে দ্রুত ওই রাস্তার কাজ শেষ করা হবে।” ৩১ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের কার্যনির্বাহী সভাপতি কৌশিক দত্ত জানান, ওয়ার্ডে রাস্তা, নিকাশি, রবীন্দ্র মঞ্চের কাজ ধীর গতিতে চলছে। তা নিয়ে বাসিন্দারা প্রশ্ন তুলছেন। পুর কর্তৃপক্ষকে তা জানাতেই এ দিন স্মারকলিপি দেওয়া হয়েছে। মুন্সি নুরুল ইসলাম বলেন, “ওই ওয়ার্ডকে মডেল ওয়ার্ড করার কথা বলা হয়েছে। অথচ উন্নয়ন কাজ হচ্ছে না। সেখানে ২ বছরের বেশি সময় ধরে কাউন্সিলর নেই। বরোর তরফে ওই ওয়ার্ড দেখা হবে বলা হয়েছে। সে কাজও যে ঠিক মতো হচ্ছে না এ দিন এলাকার তৃণমূল নেতৃত্ব পুরসভায় গিয়ে সেই অভিযোগ জানানোয় তা স্পষ্ট।” |