খাস জমির দখল নিয়ে কংগ্রেস-তৃণমূল সংঘর্ষে এক দম্পতি জখম হয়েছেন। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটে মাটিগাড়ি থানার নিমাই গ্রামে। অতিরিক্ত পুলিশ সুপার অমিত অগ্রবাল, ডিএসপি প্রদীপ পালের নেতৃত্বে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ জানায়, জখমদের নাম সূর্যমোহন সিংহ এবং কল্পনা সিংহ তৃণমূল সমর্থক। ২ জনকেই উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। শিলিগুড়ির ডিএসপি বলেন, “তদন্ত হচ্ছে। দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।” পুলিশ জানায়, নিমাই মৌজায় বালাসন নদীর ধার ঘেঁষে প্রায় ৮০ একর খাস জমি রয়েছে। বালাসনের বাসিন্দা সূর্যমোহনবাবু সম্প্রতি সেখানে ৩ একর জমি কিনে বাড়ি করেন। তা নিয়ে কংগ্রেস পঞ্চায়েত সদস্য সখেনবাবুর আপত্তি ছিল। তিনি জানান, ওই জমিতে একটি শিশুশিক্ষা কেন্দ্র করার প্রস্তাব আছে। বিষয়টি তিনি ব্লক প্রশাসনকেও জানিয়েছেন। এই অবস্থায়, সূর্যমোহনবাবুকে জমি ছেড়ে দিতে বলা হয়। তা নিয়ে দুই পক্ষের মধ্যে সম্প্রতি হাতাহাতি হয়। এ দিন সকালে সখেনবাবু কংগ্রেস সমর্থকদের নিয়ে হাজির হয়ে সূর্যমোহনবাবুকে সরে যেতে পরামর্শ দেন। তা নিয়ে দুই পক্ষের মধ্যে বচসা হয়। তৃণমূলের অভিযোগ, পঞ্চায়েত সদস্য কংগ্রেস সমর্থকরা ওই দম্পতিকে মারধর করেন। পরে তাঁদের ঘরের বেড়ায় আগুন ধরিয়ে দেন। কংগ্রেসের অভিযোগ, সূর্যমোহনবাবু পঞ্চায়েত সদস্যদের উপর হামলা করেন। তাঁকে ধাক্কাধাক্কি শুরু করলে দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়। কংগ্রেস নেতা বাবলু সরকার বলেন, “সূর্যমোহনবাবু শিশু শিক্ষা কেন্দ্রের জায়গা কার কাছ থেকে কিনলেন তা পরিষ্কার নয়।” তৃণমূলের আঠারখাই অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি দুর্লভ চক্রবর্তী বলেন, “এলাকার এক বাসিন্দার কাছ থেকে সূর্যমোহনবাবু জমি কিনে বাড়ি করেছেন। কংগ্রেসের পঞ্চায়েত সদস্য জমির বেআইনি কারবারে জড়িত। সে জন্যই জমি দখল করতে গিয়েছে।” |