টুকরো খবর
বধূকে টিআই প্যারেডে ডাক
ধর্ষণের চেষ্টার অভিযোগে ধৃত মহিবুল মল্লিককে শনাক্তকরণের জন্য অভিযোগকারিণী বধূকে টিআই পারেডে ডাকা হয়েছে। বিচারকদের উপস্থিতিতে আজ বুধবার বিষ্ণুপুর মহকুমা সংশোধনাগারে টিআই প্যারেড হবে। প্রসঙ্গত, গত ২৪ জানুয়ারি সকালে পাত্রসায়র থানা এলাকার বাসিন্দা পেশায় অঙ্গনওয়াড়ি সহায়িকা ওই বধূ সাইকেলে ডান্না গ্রামে যাচ্ছিলেন। সেই সময় গামছায় মুখ ঢাকা এক যুবক তাঁকে ধর্ষণের চেষ্টা করে। বাধা দেওয়ায় যুবকটি তাঁকে মারধর করে বলেও অভিযোগ। কিন্তু পাত্রসায়র থানার তৎকালীন ওসি সঞ্জীব চক্রবর্তী ধর্ষণের চেষ্টার অভিযোগকে শ্লীলতাহানি বলে লঘু করে দেন বলে অভিযোগ ওঠে। এরপরে ওই বধূ পুলিশের বিরুদ্ধে জাতীয় মহিলা কমিশনে অভিযোগ করেন। সম্প্রতি কমিশন বাঁকুড়া পুলিশ সুপারের কাছে রিপোর্ট তলব করে। এরপরেই গত বুধবার পাত্রসায়র থানার নতুন ওসি মানবেন্দ্রনাথ পাল ওই বধূর বাড়িতে গিয়ে অভিযোগ শোনেন। শনিবার রাতে ময়রাপুকুর মোড় থেকে তাজচক গ্রামের বাসিন্দা মহিবুল মল্লিককে পুলিশ গ্রেফতার করে। আপাতত জেল হাজতে রয়েছেন ওই অভিযুক্ত যুবক। জেলা পুলিশের এক আধিকারিক বলেন, “আদালতের অনুমতি নিয়ে অভিযুক্তকে শনাক্তকরণের জন্য পাত্রসায়রের ওই বধূকে টিআই পারেডে ডাকা হয়েছে। আজ বুধবার বিষ্ণুপুর মহকুমা সংশোধনাগারে বিচারকদের উপস্থিতিতে টিআই প্যারেড হবে।”

আদ্রায় খুনে ধৃত ঠিকাদার
আদ্রায় ডিআরএম অফিসের সামনে যুবক খুনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম সুভাষ রায়। বাড়ি রঘুনাথপুরের ব্লক ডাঙ্গা এলাকায়। তিনি রেলের ঠিকাদার। সোমবার তাকে ধরা হয়। মঙ্গলবার রঘুনাথপুর আদালতে তোলা হলে ৯ দিনের পুলিশ হেফাজত হয়। সোমবার আদ্রার ডিআরএম অফিসের সামনে খুন হন স্থানীয় জ্যোতিমোড় এলাকার বাসিন্দা লক্ষণ প্রসাদ। পুলিশ জানিয়েছে, সোমবার রাতে কয়েকজনকে আটক করা হয়েছিল। এসডিপিও (রঘুনাথপুর) দ্যুতিমান ভট্টাচার্য বলেন, “নিহতের সঙ্গে সুভাষের যোগাযোগ ছিল। জিজ্ঞাসাবাদ করার সময়ে তাঁর বক্তব্যে অসঙ্গতি পাওয়া যায়। খুনের ঘটনায় তাঁর জড়িত থাকার কিছু তথ্য মিলেছে।” জেলা পুলিশের এক আধিকারিক জানান, লক্ষণ রেলের ঠিকাদারির সিন্ডিকেটের সঙ্গে যুক্ত ছিলেন। ব্যবসায়িক কারণে তাঁকে খুন করা হয়েছে বলে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে।

সংবাদপত্র নিয়ে ক্ষোভ বাঁকুড়ায়
রাজ্যের সরকারি গ্রন্থাগারগুলিতে সংবাদপত্র রাখা নিয়ে রাজ্য সরকারের সাম্প্রতিক নির্দেশিকার বিরোধিতা করল ফরওয়ার্ড ব্লকের যুবলিগ। মঙ্গলবার ওই সংগঠনের তরফে বাঁকুড়া জেলা শাসকের দফতরে ন’দফা দাবির একটি স্মারকলিপি দেওয়া হয়। সংগঠনের সভাপতি বিশ্বজিৎ সিংহ বলেন, “গ্রন্থাগারগুলিতে প্রথমসারি সংবাদপত্রগুলি রাখার ব্যাপারে সরকারের জারি করা নির্দেশ অবিলম্বে প্রত্যাহার করতে হবে।” একই সঙ্গে বিভিন্ন সরকারি দফতরের শূন্যপদগুলি পূরণ করারও দাবি জানানো হয়।

স্মারকলিপি
বিধবা ভাতা, ইন্দিরা আবাস-সহ ১৩ দফা দাবিতে মঙ্গলবার সোনামুখীর বিডিও-র কাছে স্মারকলিপি দিল বাঁকুড়া জেলা প্রতিবন্ধী কল্যাণ সমিতি। সংগঠনের সোনামুখী ব্লক সম্পাদক সনৎ মহন্ত বলেন, “সরকারি বহু সুযোগ-সুবিধা থেকে আমরা বঞ্চিত। বিষয়গুলি দেখার আবেদন জানালাম।”

গাড়িতে আগুন
চলন্ত গাড়িতে আগুন লাগল বাঘমুণ্ডিতে। মঙ্গলবার দুপুরের ঘটনা। চালক ও আরোহী গাড়ি থেকে লাফ দেওয়ায় প্রাণে বেঁচেছেন। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, যান্ত্রিক গোলযোগে গাড়িটিতে আগুন লেগেছে।

ট্রেনে কাটা
ট্রেনে কাটা পড়ে মৃত্যু হল দোলন বাগদি (৭) নামের এক বালিকার। পাত্রসায়র থানার কৃষ্ণবাটি গ্রামে তার বাড়ি। মঙ্গলবার গ্রামবেড়ায় দুর্ঘটনাটি ঘটে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.