বধূকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে স্বামী ও দুই দেওরকে গ্রেফতার করল পুলিশ। বাঁকুড়ার সারেঙ্গা থানার বিক্রমপুর গ্রামের ঘটনা। ওই গ্রামের শ্বশুরবাড়িতে গলায় দড়ি দিয়ে সোমবার সকালে আত্মঘাতী হন নূপুর পাল (২০) নামে ওই বধূ। সোমবার সন্ধ্যায় সারেঙ্গা থানায় জামাই-সহ শ্বশুরবাড়ির পাঁচজনের নামে অভিযোগ দায়ের করেন মৃতার বাবা। সেই অভিযোগের ভিত্তিতে ওই রাতে পুলিশ বধূর স্বামী ও দুই দেওরকে গ্রেফতার করে। মঙ্গলবার ধৃতদের খাতড়া আদালতে হাজির করানো হলে বিচারক ১৪ দিন জেল হাজতে রাখার নির্দেশ দেন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিক্রমপুর গ্রামের বাসিন্দা পেশায় গাড়িচালক সুশান্ত পালের সঙ্গে বছর দু’য়েক আগে ওই থানারই গোয়ালডাঙা গ্রামের বাসিন্দা নূপুরের বিয়ে হয়েছিল। তাঁদের এক বছরের একটি শিশুপুত্র রয়েছে। মৃতার বাবা লক্ষ্মীকান্ত পালের অভিযোগ, “বিয়ের পর থেকেই সাংসারিক নানা কারণে আমার মেয়ের উপর শ্বশুরবাড়ির লোকেরা অত্যাচার করত। অত্যাচার সহ্য করতে না পেরে মেয়ে মাঝে মাঝেই আমার বাড়িতে পালিয়ে আসত। কিছু দিন আগে তার শ্বশুরবাড়ির লোকেদের অনেক বুঝিয়ে বলেছিলাম। ওদের জন্যই আমার মেয়েকে এই পথ বেছে নিতে হল।” অবশ্য অভিযুক্তের পরিবারের দাবি, মানসিক অবসাদেই এই মহিলা আত্মঘাতী হয়েছেন। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে। |