একে রাস্তার দশা বেহাল তার উপর কালভার্টের দু’ধার থেকে মাটিও সরে গিয়েছে। ফলে রানিনগরের মৃদাদপুর, চোঁয়াপাড়া, বর্ধনপুর-সহ ৫টি গ্রামের প্রায় ২০ হাজার বাসিন্দাদের স্কুল, ব্যাঙ্ক, হাসপাতাল যেতে ঘুরতে হচ্ছে বাড়তি ৩ কিমি রাস্তা। তাঁদের দাবি, পঞ্চায়েতে বারবার আবেদন করেও কোনও ফল হয়নি। এলাকাবাসী রানিনগর-২ পঞ্চায়েত সমিতির সদস্য কংগ্রেসের আসর ফুজ্জামান বলেন, “দু’ধারের মাটি সরে যাওয়া শুধু নয়, কালভার্টের একটা অংশও ভেঙে গিয়েছে। ফলে মাটি তুললেই সমস্যার সমাধান হবে না। কালভার্টের সংস্কারও দরকার।” তবে এলাকার মালিবাড়ি-১ গ্রাম পঞ্চায়েতের প্রধান সিপিএমের সাজেদা বিবি বলেন, “কালভার্ট ভাঙার কথা আমার জানা নেই। তবে কালভার্টের দু’ধারে মাটি তোলার জন্য ইতিমধ্যেই পরিকল্পনা নেওয়া হয়েছে। কিছুদিনের মধ্যেই সমস্যা মিটে যাবে।”
|
মুরুটিয়ার শিকারপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের তালা ভেঙে ভিতরে ঢোকে দুষ্কৃতীরা। সোমবার রাতে দুষ্কৃতীরা ভিতরে ঢুকলেও কিছু চুরি করতে পারেনি। স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, ওই স্বাস্থ্যকেন্দ্রের আবাসনে এক জন মেডিক্যাল অফিসার, নার্স ও চতুর্থ শ্রেণীর এক কর্মী থাকেন। ঘটনার পরে তাঁদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। মঙ্গলবার সকালে ঘটনাস্থলে গিয়েছিলেন তেহট্টের অতিরিক্ত মুখ্য স্বাস্থ্য আধিকারিক সঞ্জয় মণ্ডল ও করিমপুর গ্রামীণ হাসপাতালের সুপার বিধুভূষণ মাহাতো। করিমপুরের সি আই বিমলকুমার বিশ্বাস বলেন, ‘‘তদন্ত শুরু হয়েছে। রাতে ওই এলাকায় পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে।’’
|
মায়াপুর বেড়াতে এসে গঙ্গায় স্নান করতে নেমে নিখোঁজ হয়েছে এক কিশোর। নাম তুষাররঞ্জন জয়পুরিয়া। তার বাড়ি ওড়িশার সুন্দরগড়ে। দিন চারেক আগে বাড়ির লোকেদের সঙ্গে মায়াপুরে এসেছিল সে। তুষারের বাবা পাণ্ডব জয়পুরিয়া বলেন, “এ দিন গঙ্গায় স্নান করতে নেমেছিল ছেলে। আর ওঠেনি।” পুলিশ জানিয়েছে, মঙ্গলবার দুপুর দেড়টা নাগাদ মায়াপুরের হুলোর ঘাটে স্নান করতে নেমেছিলেন ওই পরিবারের কয়েক জন। তখনই তলিয়ে যায় ছেলেটি। নদীতে তল্লাশি চালানো হচ্ছে। |