সৌমিত্র চট্টোপাধ্যায়ের দাদাসাহেব ফালকে পুরস্কার পাওয়া উপলক্ষে বেথুয়াডহরির ‘মিস্টিমুখ’ পত্রিকা গোষ্ঠী একটি বিশেষ সংখ্যা প্রকাশ করল। সৌমিত্রবাবু নদিয়ার ভূমিপুত্র। পত্রিকাটিতে তাঁকে নিয়ে মাধবী মুখোপাধ্যায়, কৌশিক সেন, সুমন্ত সেনগুপ্ত-সহ ১৯ জনের লেখা রয়েছে।
|
‘ছন্দনীড় নবদ্বীপ’-এর ২১ তম আলোচনা চক্রের বিষয় ছিল ‘নাট্য থেকে নাটক’। শনিবার নবদ্বীপ সাধারণ গ্রন্থাগার মঞ্চে অনুষ্ঠিত ওই সভায় আলোচক ছিলেন ‘শ্ূদ্রক’ গোষ্ঠীর পরিচালক ও নাট্যকার দেবাশিস মজুমদার। এ ছাড়াও ওই অনুষ্ঠানে ছন্দনীড় আয়োজিত দ্বি-মাসিক প্রবন্ধ প্রতিযোগিতার তৃতীয় পর্বের পুরস্কার বিতরণ করা হয়। প্রতিযোগিতার বিষয় ছিল ‘নবদ্বীপে সংস্কৃত চর্চা’।
|
বহরমপুর রবীন্দ্রসদনে বিনা টিকিটে বাংলাদেশের নাটক দেখাল শহরের ‘সৈয়দাবাদ নবীন নাট্য সংস্থা’। তাদের ৩৩ বছর পূর্তি অনুষ্ঠানে ১৯ মার্চ এবং ২০ মার্চ দু’দিনে মোট তিনটি নাটক মঞ্চস্থ হয়। প্রথম দিন মঞ্চস্থ হয় বাংলাদেশের কুড়িগ্রাম জেলার নাট্যসংস্থা ‘প্রচ্ছদ’-এর ‘বিপ্লব বক্ষে স্বদেশ’। নাটক হেলাল জাহাঙ্গির। নির্দেশনা জুলকার নাইন স্বপনের। ওই দিন দ্বিতীয় পর্বে মঞ্চস্থ হয় ‘নবীন নাট্য সংস্থা’র প্রযোজনা ‘হারুন অল রসিদ’। নাটক মোহিত চট্টোপাধ্যায়। নির্দেশনা তন্ময় সান্যাল। সমাপ্তি সন্ধ্যাতেও ‘নবীন নাট্য সংস্থা’ মঞ্চস্থ করে নাটক ‘স্বার্থপর’। নাটকটির লেখক ও পরিচালক কলকাতার ‘মিউনাস’ নাট্যসংস্থার কর্ণধার উৎসব দাস।
|
জিয়াগঞ্জ-আজিমগঞ্জ পুরসভা ও সাধারণ মানুষের আর্থিক সাহায্যে ‘নেতাজি শিশু উদ্যানে’ প্রতিষ্ঠিত হল রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্ণাবয়ব মূতির্, আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের স্মৃতিতে দাতব্য হোমিও চিকিৎসালয়, প্রয়াত স্বাধীনতা সংগ্রামী ও চিত্রশিল্পী চিত্তরঞ্জন মজুমদারের স্মৃতিতে শিশু লাইব্রেরি। মঙ্গলবারের অনুষ্ঠানে রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্ণাবয়ব মূর্তির আবরণ উন্মোচন করেন বিশ্বভারতীর উপাচার্য সুশান্ত দত্তগুপ্ত। এ ছাড়াও এ দিন ‘আচার্য পি সি রায় দাতব্য হোমিও চিকিৎসালয়’, রবীন্দ্রভবন ও ‘চিত্তরঞ্জন-নিভারানী মেমোরিয়াল শিশু লাইব্রেরি’র দ্বারোদ্ঘাটনও করেন তিনি। ‘শুভ পত্রিকা পর্ষদ’ পরিচালিত এ দিনের ওই অনুষ্ঠানে ‘শুভ’ পত্রিকার বার্ষিক সংখ্যাও প্রকাশ করা হয়। জিয়াগঞ্জ-আজিমগঞ্জের পুরপ্রধান শঙ্কর মণ্ডল ও বহরমপুর কলজের প্রাক্তন শিক্ষক মৃণালকান্তি চট্টোপাধ্যায়-সহ বহু বিশিষ্টজন ওই অনুষ্ঠানে হাজির ছিলেন। এ দিনের অনুষ্ঠানে অঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতায় কৃতীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
|
গত ২২ মার্চ বেথুয়াডহরি সংহতি ভবনে ধ্রুপদী সঙ্গীত সন্ধ্যার আয়োজন করেছিল ‘দেশবন্ধু স্মৃতি পাঠাগার’। সঙ্গীত পরিবেশন করেন পণ্ডিত গৌতম রায়, সরোদে অসীম ভট্টাচার্য ও দীপ্তনীল ভট্টাচার্য এবং তবলায় শুভদীপ ঘোষ।
|
কৃষ্ণনগরে নাটক। নিজস্ব চিত্র। |
গত ২৪-২৫ মার্চ বেথুয়াডহরি সংহতি ভবনে নাট্যোৎসবের আয়োজন করেছিল ‘বেথুয়াডহরি রেপুটেড থিয়েটার’। সংস্থার দ্বাদশ বর্ষ পূর্তি উপলক্ষে ওই নাট্যোৎসবের আয়োজন করা হয়। দু’টি নাটক মঞ্চস্থ হয়। প্রথম দিন ‘আবৃত্তি চর্চা কেন্দ্রের’ নাটক ‘রূপকথা নয়’। দ্বিতীয় দিনে মঞ্চস্থ হয় ‘বেথুয়াডহরি রেপুটেড থিয়েটার’-এর প্রযোজনা ‘খোকাবাবুর প্রত্যাবর্তন’।
|
নবদ্বীপ শিক্ষা মন্দিরের প্রাক্তন ছাত্র সম্মিলনীর আয়োজনে শনিবার বিদ্যালয়ের রবীন্দ্রকক্ষে প্রকাশিত হয় তাঁদের সংস্থার মুখপত্র ‘প্রাক্তনীকথা’। |