|
|
|
|
নাবালিকা নির্যাতনে ধৃত কিশোর |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
রাজ্যে ক্রমবর্ধমান নারী-নির্যাতন এবং ধর্ষণের ঘটনায় উদ্বিগ্ন জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধিদল সোমবার রাজ্যে এসেছে। মুখ্যমন্ত্রী এবং রাজ্য পুলিশ-প্রশাসনের শীর্ষকর্তাদের সঙ্গে আলোচনাও করেছেন প্রতিনিধিরা। এর মধ্যেই উদ্বেগ বাড়ার মতোই ঘটনা সামনে এল পশ্চিম মেদিনীপুরেও। এক নাবালিকার উপর শারীরিক নির্যাতনের অভিযোগে সোমবার এক কিশোরকে গ্রেফতার করেছে খড়্গপুর লোকাল থানার পুলিশ। ওই দিনই আবার এক কিশোরীকে শারীরিক নির্যাতনের অভিযোগে তার মেসোমশাইকে গ্রেফতার করে কোতোয়ালি থানার পুলিশ। নাবালিকার উপর শারীরিক নির্যাতনের ঘটনাটি নিয়ে সোমবার সকাল থেকেই শোরগোল পড়ে খড়্গপুর লোকাল থানার মানিকখোলায়। এখানেই দিদিমার সঙ্গে থাকত ওই বছর পাঁচেকের নাবালিকা। তাকে এক প্রতিবেশী কিশোর নিজের বাড়িতে নিয়ে গিয়ে নির্যাতন করে বলে অভিযোগ। নাবালিকার পরিবার পুলিশের কাছে লিখিত অভিযোগ জানায়। গ্রেফতার করা হয় অভিযুক্ত কিশোরকে। মঙ্গলবার তাকে জুভেনাইল আদালতে হাজির করানো হয়। অন্য দিকে, এক সপ্তাহ আগে মেদিনীপুরের শিরোমণি গ্রাম পঞ্চায়েতের এক কিশোরী পুলিশের কাছে অভিযোগ করে, নিজের মেসোমশাই তার উপর শারীরিক নির্যাতন করেছেন। তল্লাশির পর সোমবার অভিযুক্ত মেসোমশাই নব মহাপাত্র পুলিশের হাতে ধরা পড়েন। মঙ্গলবার মেদিনীপুর আদালতে হাজির করানো হলে ভারপ্রাপ্ত সিজেএম গ্ল্যাডি বোমজান তাঁকে ১৭ এপ্রিল পর্যন্ত জেল হেফাজতে রাখার নির্দেশ দেন। অভিযোগকারী কিশোরী নবম শ্রেণির ছাত্রী। তার অভিযোগ, তার মায়ের সঙ্গে মেসোমশাইয়ের ‘বিবাহ বহির্ভূত’ সম্পর্ক রয়েছে। মেসোমশাই তার উপরেও শারীরিক নির্যাতন করতেন। মায়ের কাছে বিষয়টি জানিয়েও সুরাহা হয়নি। |
|
|
|
|
|