|
|
|
|
কথা না রাখার নালিশ ঘিরে তৃণমূলের কোন্দল |
নিজস্ব সংবাদদাতা • হলদিয়া |
ফের প্রকাশ্যে এল তৃণমূলের গোষ্ঠী-কোন্দল। জমি দিয়েও কাজ না পাওয়ায় তৃণমূলের ঝান্ডা নিয়ে তৃণমূলেরই একাংশের বিরুদ্ধে ‘দুর্নীতি’র অভিযোগ তুলল হলদিয়ার কিছু জমিহারা পরিবার। মঙ্গলবার তাঁরা হলদিয়া পেট্রো-কেমিক্যালের কর্মীদের কাজে যাওয়ার পথেও বাধা দেন। বাস ঘেরাও করে চাকরির দাবিতে বিক্ষোভ দেখান। ক্ষুদিরাম নগরের কাছে পেট্রো-কেমিক্যালের আবাসনের কিছু দূরে বৈশাখী ব্লকে চলে এই ঘেরাও-বিক্ষোভ। ওই বিক্ষোভকারীদের দাবি, ১৯৯২ সালের পর থেকে জমিহারা হয়ে তাঁরা এই এলাকায় উদ্বাস্তু হয়ে বসবাস করছেন। প্রতিশ্রুতি অনুযায়ী তাঁদের হলদিয়া পেট্রো কেমিক্যালে চাকরি দেওয়াও হয়নি। স্থানীয় যুব তৃণমূল নেতা রফিক আলির কথায়, “বাম সরকার আমাদের সাথে দীর্ঘ দিন প্রতারণা করে এসেছে। সরকার ‘পরিবর্তনে’র পরে আশায় বুক বেঁধেছিলাম। চাকরির ব্যাপারে নেতাদের কাছ থেকে আশ্বাসও পেয়েছিলাম। কিন্তু ‘পরিবর্তনের’ বছর ঘুরলেও কিছু হয়নি।”
এ দিন ওই জমিহারারা সরাসরি অভিযোগ তুলেছেন হলদিয়া পেট্রো-কেমিক্যালের তৃণমূল শ্রমিক সংগঠনের কার্যকরী সভাপতি মিলন মণ্ডল, সম্পাদক দীপঙ্কর দাসদের বিরুদ্ধে। এ ক্ষেত্রে রফিক আলির অভিযোগ, “উদ্বাস্তু ক্ষতিগ্রস্তদের চাকরি না দিয়ে মিলন মণ্ডল, দীপঙ্কর দাসরা মোটা টাকার বিনিময়ে বহিরাগতদের নিয়োগ করছেন। আমরা এই দুর্নীতি মানব না। আগামী দিনে বৃহত্তর আন্দোলন হবে।” যাঁদের বিরুদ্ধে এই অভিযোগ, সেই মিলন মণ্ডলের দাবি, “আমরা নেত্রীর কথা অনুযায়ী কর্মসংস্কৃতি নষ্ট করে কোনও বিক্ষোভ কর্মসূচিকে প্রশ্রয় দিই না। যারা আমাদের দিকে আঙুল তুলে নানা কথা বলছে, তারা সিপিএমের প্ররোচনায় এ সব করছে।” |
|
|
|
|
|