|
|
|
|
দলের সভাপতির বিরুদ্ধে সরব তৃণমূলের সদস্যই |
নিজস্ব সংবাদদাতা • কাঁথি |
টেন্ডার ছাড়াই সরকারি গাছ কাটায় মদতের অভিযোগ উঠল কাঁথি-৩ পঞ্চায়েত সমিতির তৃণমূল সভাপতি অর্ধেন্দু পণ্ডার বিরুদ্ধে। অভিযোগকারী তাঁরই দলের সদস্য তথা পঞ্চায়েত সমিতির মৎস্য ও প্রাণিসম্পদ কর্মাধ্যক্ষ পুষ্পরঞ্জন দোলই। ব্লকের কুসুমপুর গ্রাম পঞ্চায়েতে প্রধানমন্ত্রী সড়ক যোজনায় নির্মীয়মাণ রাস্তার দু’ধারের গাছ টেন্ডার ছাড়াই কেটে নেওয়া হয়েছে বলে পুষ্পরঞ্জনবাবু মারিশদা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তার ভিত্তিতে একটি মামলাও রুজু করা হয়েছে বলে ওসি সঞ্জয় শ্রীবাস্তব জানিয়েছেন। অর্ধেন্দুবাবু অবশ্য অভিযোগ অস্বীকার করে বলেন, ‘‘আমি কোনও গাছ কাটার জন্য কাউকে কিছু বলিনি। যাঁরা গাছ কেটেছেন, তাঁরা তাঁদের রায়তি জমির গাছ কেটেছেন। পুষ্পরঞ্জনবাবু নিজের স্বার্থসিদ্ধির জন্যই উদ্দেশ্যপ্রণোদিত ভাবে আমার বিরুদ্ধে কুৎসা করছেন।’’
পুষ্পরঞ্জনবাবুর অভিযোগ, কুসুমপুর গ্রাম পঞ্চায়েতের চাঁদবেড়িয়া-চৌরঙ্গি ভায়া মশাগাঁ প্রধানমন্ত্রী সড়ক যোজনায় ৩০ ফুট চওড়া পিচরাস্তা তৈরির কাজ চলছে। প্রস্তাবিত রাস্তার দু’পাশে প্রচুর সংখ্যক নিম, বট, শিরিষ, আকাশমণি, কয়েতবেল-সহ নানা ধরনের গাছ রয়েছে। বনদফতরই এই গাছগুলি কাটার জন্য প্রয়োজনীয় অনুমোদন দেওয়ার অধিকারী। নিয়মানুসারে এর পর বিডিও গাছকাটার টেন্ডার ডাকবেন। তার পর গাছ কাটা হবে। কিন্তু টেন্ডার ডাকার আগেই পঞ্চায়েত সমিতির সভাপতি অর্ধেন্দুবাবুর ‘মদতে’ প্রায় ৫০ হাজার টাকা মূল্যের গাছ কাটা হয়েছে বলে অভিযোগ। গোটা ঘটনাটি জেলা পরিষদের সহ-সভাধিপতি মামুদ হোসেন ও বিধায়ক দিব্যেন্দু অধিকারীকেও জানিয়েছেন বলে দাবি পুষ্পরঞ্জনবাবুর। মামুদ হোসেন বলেন, ‘‘অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে করে দেখতে প্রতিনিধিদল পাঠানো হবে।” |
|
|
|
|
|