টুকরো খবর
রাজবাড়িতে গাড়ির ধাক্কা, আহত ৪
নিয়ন্ত্রণ হারিয়ে রাজবাড়ির পাঁচিলে ধাক্কা মারল গাড়ি। আহত হলেন চার যাত্রী। মঙ্গলবার দুপুরে দুর্ঘটনাটি ঘটছে মহিষাদল রাজবাড়ি এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন স্থানীয় চার যুবক গাড়ি নিয়ে জনবহুল রাজ কলেজ ও স্কুল-রাস্তা হয়ে দ্রুতগতিতে যাচ্ছিলেন। রাজবাড়ির সামনে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে পাঁচিলে ধাক্কা মারে। গুরুতর জখম ওই চার জনকে প্রথমে মহিষাদল ব্লক স্বাস্থ্যকেন্দ্র ও পরে তমলুক জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। গাড়ির ধাক্কায় ক্ষতিগ্রস্ত হয়েছে ঐতিহ্যশালী রাজবাড়ির পাঁচিলটিও। মহিষাদল থানার পুলিশ এই দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে বলে জানিয়েছে।

মাওবাদী সন্দেহে ধৃতেরা পুলিশহাজতে
মাওবাদী সন্দেহে ধৃত তিন যুবককে মঙ্গলবার ৩ দিন পুলিশি-হেফাজতে রাখার নির্দেশ দিলেন ঝাড়গ্রামের এসিজেএম রোহন সিংহ। রাষ্ট্রদ্রোহ, খুন, বেআইনি অস্ত্র মজুত ও হামলা-নাশকতার ৪টি মামলায় অভিযুক্ত করে ধৃতদের আদালতে হাজির করা হয়। জামিনের আবেদন খারিজ করে তিন জনকে পুলিশি হেফাজতে পাঠান বিচারক। সোমবার বিকেলে ঝাড়গ্রামের মানিকপাড়ার গোবিন্দপুর জঙ্গলে তল্লাশি চালিয়ে মাওবাদী-জনগণের কমিটির সদস্য সন্দেহে ঝাড়গ্রামের বৃন্দাবনপুর গ্রামের অজিত মুর্মু ওরফে সুজয়, কলাবনির সুরাই হাঁসদা ওরফে কালী এবং নুনিয়াকুন্দ্রি গ্রামের পরাণ বাস্কে-কে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের কাছ থেকে একটি নাইন এমএম পিস্তল উদ্ধারেরও দাবি করে পুলিশ।

অনিয়মের অভিযোগ
নির্বাচন প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগে মঙ্গলবার বাম পরিচালিত ভগবানপুর-১ ব্লকের গুড়গ্রাম সমবায় কৃষি উন্নয়ন সমিত্র কার্যালয়ে বিক্ষোভ দেখিয়ে মনোনয়ন পত্র দেওয়া বন্ধ করল তৃণমূল। সকাল ৮টা থেকে দুপুর ২টো পর্যন্ত এই বিক্ষোভ চলে। সমিতি সূত্রে জানা গিয়েছে, সমিতির পরিচালন সমিতির মোট ১০টি আসনে ভোট হওয়ার কথা ২০ এপ্রিল। মঙ্গলবার ছিল মনোনয়ন তোলার জন্য নির্দিষ্ট দিন। তৃণমূল নেতা ও স্থানীয় জেলা পরিষদ সদস্য স্বপন রায়ের অভিযোগ, ক্ষমতায় থাকা বাম প্রতিনিধিরা নিয়মের তোয়াক্কা না করে গোপনে আসন পুনর্বিন্যাস করছেন। তাছাড়া জব কার্ড হোল্ডারদের অ্যাকাউন্ট খোলা হয়নি ভোটসংখ্যার স্বার্থে। বিষয়টি জানিয়ে কাঁথির এআরসিএসকে অভিযোগ জানানো হয়। রবিবার সমিতিতে স্মারকলিপি দেওয়া হলেও কোন ব্যবস্থা করা হয়নি। অন্য দিকে ,সিপিএম নেতা সুব্রত মহাপাত্র বলেন, “হার নিশ্চিত বুঝে নির্বাচন প্রক্রিয়া বানচাল করতে তৃণমূল মনোনয়নপত্র বিলি বন্ধ করল।” সমিতিসূত্রে জানানো হয়েছে, এই ব্যাপারে এআরসিএসের সঙ্গে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ করা হবে।

পিটিয়ে মারার ঘটনায় গ্রেফতার
গত ২৫ ফেব্রুয়ারি রাতে এগরার গ্রামের এক বধূকে গণধর্ষণের চেষ্টার অভিযোগে দুই ব্যক্তিকে পিটিয়ে মারার ঘটনায় ওই বধূর বাবা অধীর মাইতিকে গ্রেফতার করল পুলিশ। সোমবার রাতে গ্রামের বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করার পর মঙ্গলবার সকালে তিনি অসুস্থ হয়ে পড়লে তাঁকে এগরা মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়। পুলিশ জানিয়েছে, কাঁথি এসিজেএম আদালতে রিপোর্ট পাঠানো হয়েছে। গণপিটুনিতে দুবদা গ্রামরাজ গ্রামের স্নেহময় বর ও পানিপারুল গ্রামের শিবু জানার মৃত্যুর ঘটনায় এই গৃহবধূর স্বামী, ভাই, দেভর সহ ন’জনের বিরুদ্ধে খুনের অবিযোগ দায়ের করেন স্নেহময়ের দাদ মৃত্যুঞ্জয় বর। সম্প্রতি কাঁথি আদালতে আত্মসমর্পণ করেন ওই গৃহবধূরস্বামী তপন সাউ ও দুই দেওর।

ফের পুলিশ হেফাজত
তরুণী কৃষ্ণা ঘোষ খুনের ঘটনায় ধৃত ভগ্নীপতি সুভাষচন্দ্র ঘোষকে ফের ৫ দিনের জন্য পুলিশ হেফাজতে পাঠাল কোর্ট। জিজ্ঞাসাবাদের জন্য দ্বিতীয়বার নিজেদের হেফাজতে চেয়ে কাঁথি এসিজেএম আদালতে আবেদন করেছিল পুলিশ। গত ২৭ মার্চ সুভাষকে গ্রেফতারের পর ২৮ মার্চ প্রথম আদালতে তোলা হয়। পুলিশ আবেদনের ভিত্তিতে তাকে ১ এপ্রিল পর্যন্ত পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেয় আদালত। সুভাষবাবুকে জিজ্ঞাসাবাদ করে ওই ঘটনায় তাঁর স্ত্রী কল্পনাদেবীরও যুক্ত থাকার কথা জানতে পারে পুলিশ। কল্পনাদেবীকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে কিছু ক্ষেত্রে তাদের দু’জনের বক্তব্যে অসঙ্গতি রয়েছে। তাই দু’জনকে মুখোমুখি বসিয়ে জেরা করে মামলা সাজাতে চাইছে পুলিশ।

নাচিন্দায় অনুষ্ঠান
নাচিন্দার ঐতিহ্যমণ্ডিত শীতলাচণ্ডী মন্দিরের বার্ষিক অনুষ্ঠান উপলক্ষে মঙ্গলবার পায় এক হাজার মহিলাকে মন্দিরের পরিচালন কমিটির তরফে বস্ত্র বিতরণ করা হয়। এ ছাড়াও সারাদিন ধরে প্রায় তিন হাজার মানুষকে অন্নভোগ খাওয়ানো হয় বলে পরিচালন সমিতির সভাপতি প্রাক্তন বিধায়ক অনিলকুমার মান্না জানান। মন্দিরের বার্ষিক অনুষ্ঠানে স্থানীয় বিধায়ক বনশ্রী মাইতি-সহ বহু বিশিষ্টজন উপস্থিত ছিলেন।

জানকীনাথ মন্দির পরিদর্শন
নন্দীগ্রাম বাজারের প্রাচীন জানকীনাথ মন্দির পরিদর্শনে এল ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণের এক প্রতিনিধি দল। মন্দিরটি সংরক্ষণ ও সংস্কারের জন্য মন্দির কমিটি ও স্থানীয় বাসিন্দারা আর্জি জানিয়েছিলেন। মন্দির সংস্কার সমিতির সম্পাদক রবীন্দ্রনাথ মাইতি জানান, বছর খানেক আগে পুরাতত্ত্ব সর্বেক্ষণের কাছে এই আবেদন জানানো হয়েছিল। তারই প্রেক্ষিতে এই পরিদর্শন বলে জানিয়েছেন পুরাতত্ত্ব সর্বেক্ষণের পূর্বাঞ্চলীয় অধিকর্তা তপনজ্যোতি বৈদ্য। এ দিন তাঁর নেতৃত্বেই ৬ জনের দলটি মহিষাদল রাজপরিবারের তৈরি রাম-সীতার এই মন্দিরটি পরিদর্শন করে। পরে তপনজ্যোতিবাবু বলেন, “সমীক্ষার জন্য এসেছিলাম। মন্দিরটি পূর্বের অবস্থায় ফিরিয়ে দেওয়ার ভাবনা রয়েছে। এ জন্য রাজ্য সরকারের সম্মতি দরকার। তারপরই পরবর্তী পদক্ষেপ করা হবে। হবে।”

দিঘায় যুবতীর মৃত্যুতে সঙ্গী জেল-হাজতে
দিঘার হোটেলে গলায় ওড়নার ফাঁস লাগানো অবস্থায় মিলেছিল উত্তর কলকাতার যুবতী জয়িতা মিত্রর ঝুলন্ত দেহ। তাঁকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে দিঘা থানার পুলিশ তাঁর সঙ্গী সমীররঞ্জন সিংহকে গ্রেফতার করল। মঙ্গলবার ধৃতকে কাঁথি আদালতে হাজির করানো হলে ১৪ দিন জেল-হাজতে রাখার নির্দেশ দেওয়া হয়। শুক্রবার স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে সমীরের সঙ্গে তিনি হোটেলে ওঠেন। সোমবার জয়িতার তাঁর স্বামী সুরজিৎ রায় (যাঁর সঙ্গে জয়িতার বিবাহ-বিচ্ছেদের মামলা চলছে বলে দাবি করেন সমীর) ও বোন সুচিত্রা মিত্র দিঘায় আসেন। বেহালার বাসিন্দা সুরজিৎবাবু জানান, বছর সাতেক আগে জয়িতার সঙ্গে তাঁর বিয়ে হয়। তাঁদের ছেলেও আছে। বছর তিনেক আগে তাঁদের মনোমালিন্য হয়। তখনই বিবাহিত সমীরের সঙ্গে জয়িতার আলাপ হয়। পুলিশ জানায়, সমীর আগেও জয়িতার সঙ্গে তিনি দিঘায় গিয়েছেন ও মন্দিরে ‘বিয়ে’ও করেন।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.