টুকরো খবর |
অস্ত্র উদ্ধার
নিজস্ব সংবাদদাতা • চন্দ্রকোনা রোড |
|
তালবাঁধে উদ্ধার হওয়া অস্ত্র |
বেশ কিছু অস্ত্র উদ্ধার হল চন্দ্রকোনা রোডের দাসেরবাঁধ সংলগ্ন তালবাঁধ থেকে। মঙ্গলবার সকালে অস্ত্রগুলি উদ্ধার করে পুলিশ। এ দিন সকালে তালবাঁধ-সংলগ্ন জলাশয়ে মাছ ধরতে নেমেছিলেন স্থানীয় কয়েক জন। মাছ ধরার জালে একটি দেশি পিস্তল ওঠে। বিষয়টি জানাজানি হতেই সেখানে ভিড় জমে। প্রায় এক ঘণ্টা ধরে তল্লাশির পর মোট ৩টি দেশি পিস্তল এবং ২টি ভাঙা বন্ধুক উদ্ধার হয়।
|
পথ দুর্ঘটনায় মৃত্যু দুই সরকারি কর্মীর
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুই সরকারি কর্মীর। মঙ্গলবার বিকেলে খড়্গপুরের গোপালির কাছে দুর্ঘটনাটি ঘটে। মৃত দু’জনের নাম নবজিৎ দাস ও ঝুমা সেন। তাঁরা গোপালি পঞ্চায়েত অফিসে কাজ করতেন বলে পুলিশ জানিয়েছে। আহত অবস্থায় উদ্ধার করে খড়্গপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন। স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, অন্যান্য দিনের মতো এ দিনও অফিস থেকে এই দু’জন বাইকে বাড়ি ফিরছিলেন। নবজিৎবাবুর বাড়ি খড়্গপুরের গোকুলপুরে। ঝুমাদেবীর তালবাগিচায়। এ দিন বিকেলে বাইকে গোপালি থেকে প্রেমবাজারের দিকে আসার পথে কেশিয়াড়িগামী একটি ডাম্পার তাঁদের মুখোমুখি ধাক্কা মারে। ডাম্পারের ধাক্কায় রাস্তায় ছিটকে পড়েন দু’জনে। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয়রাই তাঁদের খড়্গপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসেন। কর্তব্যরত চিকিৎসক দু’জনকেই মৃত বলে ঘোষণা করেন। গোপালি পঞ্চায়েতের কর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
|
দোকানে আগুন
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
একটি বৈদ্যুতিক সরঞ্জামের দোকানে আগুন লাগার ঘটনা ঘিরে মঙ্গলবার দুপুরে চাঞ্চল্য ছড়ায় খড়্গপুর শহরের পুরাতনবাজার এলাকায়। শুরুতে স্থানীয়রাই আগুন নেভানোর কাজে হাত লাগান। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকল। শর্ট-সার্কিট থেকেই এই ঘটনা বলে প্রাথমিক ভাবে মনে করছে দমকল। ঘটনার জেরে দোকানটি ক্ষতিগ্রস্ত হয়েছে। |
|