|
|
|
|
নদিয়ার অপহৃত ব্যবসায়ী উদ্ধার খেজুরিতে, ধৃত ২ |
নিজস্ব সংবাদদাতা • কাঁথি |
নদিয়ার ধানতলা থানার কুমড়োপোতা গ্রাম থেকে অপহৃত ব্যবসায়ী সুকুমার মৃধাকে পূর্ব মেদিনীপুরের খেজুরির কুঞ্জপুর গ্রামের একটি মাছের ভেড়ি থেকে উদ্ধার করল পুলিশ। সুকুমারবাবুকে অপহরণের অভিযোগে দিলীপ ক্ষেত্রপাল ও নুর আলম নামে দু’জনকে গ্রেফতারও করা হয়েছে। মঙ্গলবার সকালে ধানতলা থানার ওসি-সহ এক বিরাট পুলিশ বাহিনী খেজুরি থানায় এসে সুকুমারবাবু-সহ তিন জনকেই ধানতলায় নিয়ে গিয়েছে বলে কাঁথির অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীণ) উজ্জ্বল ভৌমিক জানিয়েছেন।
মঙ্গলবার রানাঘাট এসডিপিও অফিসে একটি সাংবাদিক সম্মেলনে নদিয়ার পুলিশ সুপার সব্যসাচীরমণ মিশ্র বলেন, “অভিযোগ পাওয়ার পরে এসডিপিও আজহার এ তৌসিফের নির্দেশে একটি তদন্তকারী দল গঠন করা হয়। মোবাইলের টাওয়ার অবস্থান ধরেই ওদের খোঁজ মেলে।”
পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, সুকুমারবাবু নদিয়া জেলার বাসিন্দা হলেও বর্ধমানের অন্ডালে ঠিকাদারি করেন। গত শুক্রবার কয়েক জন একটি গাড়িতে এসে তাঁকে ধানতলা এলাকা থেকেই অপহরণ করে। রবিবার তারা খেজুরি থানার কুঞ্জপুরে অতুল প্রধান নামে এক ব্যক্তির মাছের ভেড়িতে এসে ওঠে। মাছের ভেড়িতে অজানা এত লোকজন দেখে গ্রামবাসীদের সন্দেহ হয়। তাঁরাই খেজুরি থানায় খবর দেন। সোমবার রাতে মাছের ভেড়িতে হানা দেয় খেজুরি থানার পুলিশ। পুলিশ ও গ্রামবাসীদের ভিড় দেখে কিছুটা সাহস পেয়ে সুকুমারবাবু ভেড়ি থেকে বেরিয়ে স্থানীয় এক জনের বাড়িতে গিয়ে আশ্রয় নেন এবং তাঁকে যে অপহরণ করা হয়েছে, সে কথা জানান। পুলিশ সুকুমারবাবুকে উদ্ধার করার পাশাপাশি অপহরণকারী সন্দেহে দিলীপ ক্ষেত্রপাল ও নুর আলমকে গ্রেফতার করে। ধানতলা থানায় খবর দেওয়া হলে মঙ্গলবার সেখান থেকে পুলিশ বাহিনী এসে উদ্ধার হওয়া ব্যবসায়ী এবং ধৃত দু’জনকে নিয়ে যায়। ধৃতেরা বর্ধমানের বাসিন্দা এবং ঠিকাদারি সংক্রান্ত গণ্ডগোলের জেরেই এই অপহরণ বলে প্রাথমিক ভাবে পুলিশ জেনেছে। |
|
|
|
|
|