চ্যাম্পিয়ন টিমের অধিনায়ক ‘ক্যাপ্টেন কুল’ মুম্বই ইন্ডিয়ান্সের মুখোমুখি। ঘরের মাঠে কাল। কতটা তৈরি তাঁর চেন্নাই সুপার কিংস? টুর্নামেন্টের উদ্বোধনের ঠিক আগে দুপুরে মহেন্দ্র সিংহ ধোনির সাংবাদিক সম্মেলনে উঠল বেশ কিছু অপ্রিয় প্রশ্ন। সুপার কিংস অধিনায়ক যা যা বললেন:
প্র: গোটা চেন্নাই চাইছে এ বার আপনার নেতৃত্বে টানা তিন বার আইপিএল জেতার হ্যাটট্রিকটা হয়ে যাক। পারবেন?
ধোনি: এত বড় টুর্নামেন্টের শুরুতেই তো বলে দেওয়া যায় না কে চ্যাম্পিয়ন হবে। সুপারকিংস মানে তো শুধু আমি নই, আমরা। এটা বলতে পারি, জাডেজা আসায় টিমটার ব্যাটিংয়ের লোয়ার অর্ডার ভাল হয়েছে। ও আবার দুর্দান্ত ফিল্ডারও। মাইক হাসিকে প্রথম সাতটা ম্যাচে পাওয়া যাবে না। এটা একটা ফ্যাক্টর। কিন্তু বিকল্প হিসেবে দু’প্লেসি, অনিরুদ্ধ আছে। প্রয়োজনে অশ্বিনও ওপেন করে দিতে পারে। এটা এমন একটা টুর্নামেন্টে, যেখানে প্রতিটা ম্যাচে তিন ঘণ্টা আপনি কী করলেন না করলেন, সেটাই সব ঠিক করে দেবে। ওই তিন ঘণ্টা ক্রিকেটার হিসেবে ভুল কত কম করা যায়, সেটাই আমাদের পরীক্ষা।
প্র: ভারতের হয়ে টানা হারের পরে আইপিএল স্বস্তিদায়ক নয়?
ধোনি: স্বস্তির কী দেখলেন? খেলাধুলায় চাপ থাকা সব সময় ভাল। আমার তো মনে হয় চাপ না থাকলে টপ লেভেলে খুব ভাল পারফর্ম করা শক্ত।
প্র: ভারতের এক প্রাক্তন অধিনায়ক বলেছেন, ওয়ান ডে-তে আপনাকে যতটা আত্মবিশ্বাসী লাগে, টেস্ট ম্যাচে ঠিক উল্টোটা। টেস্ট অধিনায়ক হিসেবে আপনি ততটা গ্রহণযোগ্য নন...
ধোনি: (হেসে): ঠিক আছে, আমি এরপর থেকে দুটো ফর্ম্যাটেই উন্নতি করার চেষ্টা করব। একটা কথা বলার আছে। বিশ্বকাপ জয়ের পরে যদি গত এক বছরটা দেখেন, একটা ‘মিক্সড’ বছর গিয়েছে আমাদের। কিন্তু সব স্পোর্টসম্যানকে এই সময়ের মধ্যে দিয়ে যেতে হয়। আমাদের টিমটাকেও যেতে হচ্ছে। এই নিয়ে হাহুতাশ করে লাভ নেই। বরং এগুলো হল শিক্ষা। নিজেদের ভুলগুলো পরের মরসুমে খুব তাড়াতাড়ি শুধরে নেওয়াটা এখন সবচেয়ে জরুরি। সেটা না পারলে ছিটকে যেতে হবে।
প্র: মাঠে আপনার আবেগ কোনও দিন ধরা পড়ে না কেন? বিশ্বকাপ জেতার পরেও আবেগ দেখাননি বলে আজও গবেষণা হয়...
ধোনি: দেখুন, আমি মনে করি মাঠটা আমার আবেগ দেখানোর জায়গা নয়। সেটা দেখানোর জন্য আমার অনেক জায়গা আছে। নিজস্ব স্পেস আছে। সেখানে নিশ্চয়ই আবেগ থাকবে। কিন্তু মাঠে নয়। প্রথম কথা, আপনার হতাশা আপনি মাঠে দেখাতে পারেন না। তাতে বিপক্ষের সুবিধে হয়। সাময়িক উচ্ছ্বাসও পারফরম্যান্সে খুব কাজে আসে না।
প্র: গত বার এই টুর্নামেন্ট নিয়ে বাজার খুব বেশি চড়েনি। এ বার চড়বে?
ধোনি: গত বারের সঙ্গে এ বারের আইপিএলের অনেক তফাত। গত বার টানা দেড়-দু’মাস ধরে বিশ্বকাপ ফলো করছিল মানুষ। কাপটা আমরা জিতেছিলাম। তার পরেই আইপিএল হয়েছিল, স্বভাবতই কাপ জেতার রেশটা টিআরপি হয়তো কিছুটা কমিয়েছিল। এ বার কিন্তু তা হবে না। টিআরপি অনেক বাড়বে, টুর্নামেন্টও জমবে।
প্র: টুর্নামেন্ট শুরুর আগে সচিন ক্যাপ্টেন্সি ছেড়ে দিলেন। হরভজনকে ক্যাপ্টেন হিসেবে কেমন লাগে?
ধোনি: হরভজন ক্যাপ্টেন হিসেবে দারুণ হবে। দুর্দান্ত ফাইটার। কিন্তু তার মানে আমি বলছি না কিন্তু সচিন পাজি খারাপ অধিনায়ক। আমার বিবৃতির ভুল ব্যাখ্যা করবেন না কিন্তু। এটা বলতে পারি, কাল খুব ভাল একটা ম্যাচ হবে।
প্র: এই আইপিএলে যুবরাজকে মিস করবেন?
ধোনি: নিশ্চয়ই। খুব তাড়াতাড়ি ও সুস্থ হয়ে উঠছে। আমরা সবাই চাইছি ও খুব দ্রুত মাঠে ফিরে আসুক এবং আমাদের আবার জেতাক। আমি নিশ্চিত, সেটাই হবে।
প্র: বিশ্বকাপ জেতার ঠিক পরের দিন মানে আজ থেকে ঠিক এক বছর আগে চুল কেটে ফেলে ন্যাড়া হয়ে গিয়েছিলেন। এ বার আবার মনে হচ্ছে চুল রাখছেন। কেন?
ধোনি: তখন মনে হয়েছিল কেটে ফেলি। হতে পারে চেন্নাইয়ের গরম থেকে বাঁচতে চেয়েছিলাম। এখন আবার চুল রাখছি। আগামী কয়েক মাসে হয়তো চুলটা বাড়াব। আগের মতো না হলেও বাড়াব। প্র: কালকেই বোর্ড জানিয়েছে রাঁচিতে ওয়ান ডে হবে। আপনার শহরে প্রথম আন্তর্জাতিক ম্যাচ....
ধোনি: আমি ভীষণ উত্তেজিত। ঝাড়খণ্ড বিশ্ব ক্রিকেটের ম্যাপে জায়গা পাবে। রাঁচিতে খেলার জন্য থ্রিলড। অপেক্ষা করব। |