এক সপ্তাহে কারখানা খুলতে চায় ডানলপ
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
ডানলপ কর্তৃপক্ষের তরফে কলকাতা হাইকোর্টে জানানো হয়েছে, তাঁরা এক সপ্তাহে কারখানা খুলতে রাজি। লিকুইডেটর নিয়োগের বিরুদ্ধে আনা আপিল মামলায় মঙ্গলবারের শুনানিতে এ কথা জানিয়েছেন ডানলপ কর্তৃপক্ষের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন বিভিন্ন ইউনিয়ন রাজি হলে ডানলপ কর্তৃপক্ষ আগামী এক সপ্তাহের মধ্যে কারাখানা খুলে দেবেন। পাশাপাশি, রাজ্য জানিয়েছে, ডানলপ চালু হোক এবং শ্রমিকেরা কাজ ফিরে পান তাই কাম্য। বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় ডানলপে লিকুইডেটর নিয়োগ করার পরে কর্তৃপক্ষ ডিভিশন বেঞ্চে আপিল মামলা করেন। অ্যাডভোকেট জেনারেল অনিন্দ্য মিত্র বলেন, এটা দুশ্চিন্তার বিষয়। কারাখানা চালু করে শ্রমিকদের কাজে ফিরিয়ে আনার জন্যই রাজ্য চেষ্টা করছে। বিচারপতি কল্যাণজ্যোতি সেনগুপ্ত ও বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ জানায়, তারাও আশাবাদী। আগামী ১৮ এপ্রিল থেকে এই মামলার টানা শুনানি হবে। |
ট্রাকের ধাক্কায় প্রৌঢ়ের মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • পাণ্ডুয়া |
ট্রাকের ধাক্কায় এক প্রৌঢ়ের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার হুগলির পাণ্ডুয়ায় জিটি রোডে। পুলিশ জানায়, মৃতের নাম জগন্নাথ প্রামানিক (৫৫)। বাড়ি স্থানীয় মেলাতলা এলাকায়। এ দিন সকাল ১১টা নাগাদ তিনি সাইকেলে চেপে বাজারে যাচ্ছিলেন। পিছন থেকে একটি ট্রাক তাঁকে ধাক্কা মারে। গুরুতর জখম অবস্থায় ওই প্রৌঢ়কে পাণ্ডুয়া গ্রামীণ হাসপাতালে ভর্তি করানো হয়। অবস্থার অবণতি হওয়ায় সেখান থেকে তাঁকে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে স্থানান্তরিত করা হয়। রাতে তাঁর মৃত্যু হয়। এ দিকে, সকালে ঘটনার পরে ট্রাকের চালককে ধরে ফেলে মারধর করে জনতা। পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়। |
বজ্রাঘাতে মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • পুড়শুড়া |
বজ্রাঘাতে মৃত্যু হল এক যুবকের। মঙ্গলবার সকালে পুড়শুড়ার ঘোলদিগরুই গ্রামের বাসিন্দা মন্টু মাইতি (২৫) নামে ওই যুবক গ্রামের কাছেই নিজের তিল খেতে কাজ করছিলেন। পুলিশ জানায়, সেই সময়েই দুর্ঘটনাটি ঘটে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। দেহটি ময়না-তদন্তে পাঠিয়েছে পুলিশ। |
ট্রাক্টর উল্টে মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • আরামবাগ |
ট্রাক্টর উল্টে মৃত্যু হয়েছে এক যুবকের। সোমবার রাতে ওই দুর্ঘটনা আরামবাগের সতীতলা তালপুকুর এলাকায়। মৃতের নাম মন্টু মালিক (৩০)। বাড়ি আরামবাগের মোবারকপুরে। পুলিশ জানায়, ওই ট্রাক্টরেই ছিলেন মন্টু। সেটি উল্টে গেলে তার নীচে চাপা পড়েন মন্টু। |