জিরানিয়ার ঘটনায় সিবিআই তদন্ত দাবি |
নিজস্ব সংবাদদাতা • আগরতলা |
জিরানিয়ার দিন কয়েক আগে দুই যুবকের মৃত্যুর ঘটনায় সিবিআই তদন্তের দাবি উঠল। মুখ্যমন্ত্রী মানিক সরকারকে চিঠি লিখে এই আর্জি জানিয়েছেন মৃত যুবকদের অন্যতম লিটন দেববর্মার বাবা সুবোধ দেববর্মা। সুবোধবাবুর অভিযোগ, ২৫ রাত্রের ওই ঘটনার ঠিকঠাক তদন্ত না করে পুলিশ ব্যাপারটি ‘মেটরবাইক দুর্ঘটনা’ হিসাবে দেখাতে চাইছে। কিন্তু প্র্কৃত ঘটনা হল, ওই রাতে জিরানিয়া বাজার এলাকায় জনা পঞ্চাশ দুষ্কৃতী খুন করার মতলবেই তাঁর ছেলে লিটন-সহ রবি দেববর্মা ও সিন্দ্রাই দেববর্মাকে ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে আক্রমণ করে। গুরুতর ভাবে জখম লিটন ও রবি জিবি হাসপাতালে পরে মারা যান। একমাত্র জীবিত আছেন সিন্দ্রাই। সিন্দ্রাই মারাত্মক ভাবে জখম হলেও কোনওমতে পালান। সান্দ্রিয়ারও দাবি, ঘটনাটি মোটেই মোটরবাইক দুর্ঘটনা নয়।
ওই ঘটনা সম্পর্কে পুলিশের ভাষ্য, তিন যুবক বাইকে যাওয়ার সময় দুর্ঘটনায় পড়েন। গুরুতর জখম রবি ও লিটনের পরে মৃত্যু হয়। সিপিএমও দাবি করেছিল, বাইক দুর্ঘটনাতেই রবি ও লিটনের মৃত্যু হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রীও সচিবালয়ে একই কথা বলেছিলেন। প্রদেশ কংগ্রেস নেতৃত্ব কিন্তু যে দাবি করে, শাসক দলের ‘আশ্রিত’ দুষ্কৃতীরাই লিটন, রবি ও সিন্দ্রাইয়ের উপরে ধারালো অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়েছিল।
জখম হলেও বেঁচে যাওয়া সান্দ্রিয়া দেববর্মার দাবি, ওই রাতে মোটরবাইকের কোনও দুর্ঘটনা হয়নি। দুষ্কৃতীরা পিটিয়ে, কুপিয়ে খুন করেছে রবিকে। গুরুতর জখম লিটনও পরে হাসপাতালে মারা যান। জিরানিয়া পুলিশ সিন্দ্রাইয়ের অভিযোগ অনুসারে ‘জিডি’ নিতে পরে বাধ্য হয়। এই ঘটনার কয়েক দিন পরেই লিটনের পিতার এই অভিযোগ।
চিঠিতে সুবোধ দেববর্মা মুখ্যমন্ত্রীকে জানিয়েছেন, রাজ্য পুলিশের উপর তাঁর আস্থা নেই। শাসক দল সিপিএম থেকেও ঘটনাটি ধামা চাপা দেওয়ার জন্য লাগাতার প্রচার চালানো হচ্ছে। বলা হচ্ছে, ঘটনাটি নিছক মোটরবাইক দুর্ঘটনা। তাই তাঁর অনুরোধ, প্রকৃত সত্য উদ্ঘাটনে এ ঘটনার তদন্তের ভার সিবিআইকে দেওয়া হোক। |