জোট বাড়ানোর লক্ষ্যেই বৈঠকে জয়ললিতা-জেটলি |
দিগন্ত বন্দ্যোপাধ্যায় • নয়াদিল্লি |
এক দিকে যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় আঘাতের বিরুদ্ধে একজোট হওয়া। অন্য দিকে রাষ্ট্রপতি নির্বাচনের দিকে তাকিয়ে আঞ্চলিক দলগুলিকে পাশে নেওয়া। এই দু’টি ঘোষিত লক্ষ্যকে সামনে রেখে এ বার এনডিএ-র বিস্তারের কাজটিও সুকৌশলে শুরু করল বিজেপি।
সেই কৌশলের অঙ্গ হিসেবেই আজ চেন্নাইয়ে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জয়ললিতার সঙ্গে বৈঠক করেন বিজেপি নেতা অরুণ জেটলি। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী দীর্ঘ দিন ধরেই লালকৃষ্ণ আডবাণী, নরেন্দ্র মোদীর সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন। আডবাণীর রথযাত্রার সময় বা মোদীর অনশনে প্রতিনিধি পাঠিয়ে ‘বন্ধুত্বে’র বার্তাও দিয়েছিলেন জয়ললিতা। কংগ্রেসও এখন জয়ললিতার সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর চেষ্টা করছে। হাওয়া বুঝে জয়ললিতাও খোলাখুলি বিজেপিকে সমর্থন করে এনডিএতে যোগ দেওয়ার কথা ঘোষণা করছেন না। এই অবস্থায় আগামী দিনে এনডিএ-র বিস্তারের পথ সুগম করতে আজ তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন জেটলি। বিহার বিধানসভা নির্বাচনের পর এনডিএ-র প্রসারের দায়িত্ব এখন মূলত তাঁরই কাঁধে।
জয়ললিতার সঙ্গে বৈঠকের পর জেটলি বলেন, “দুই দলের কাছে যে বিষয়গুলির নিবিড় ভাবে জড়িত, সে গুলি নিয়ে আমাদের কথা হয়েছে। তার মধ্যে একটি হল, যে ভাবে কেন্দ্র যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় আঘাত করছে, তা নিয়ে উভয়েরই উদ্বেগ রয়েছে। জাতীয় সন্ত্রাস দমন কেন্দ্র (এনসিটিসি) নিয়ে বিজেপি শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের মতোই আশঙ্কিত অন্য অনেক রাজ্যের মুখ্যমন্ত্রীও।” বিজেপি সূত্র বলছে, শুধু যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় আঘাত নিয়ে মনমোহন-সরকারের বিরুদ্ধে একজোট হওয়া নয়, আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে আঞ্চলিক দলগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ফলে এখন থেকেই তাদের সঙ্গে নেওয়ার প্রস্তুতি শুরু করছে দল। এমন দলগুলির সঙ্গে বন্ধুত্ব গড়ার চেষ্টা চলছে, যারা ভবিষ্যতে এনডিএ-র হাত ধরতে পারে।
আঞ্চলিক দলগুলি যে ভাবে জোট গড়ে একটি পৃথক শক্তিতে পরিণত হচ্ছে, তাতে অশনি সঙ্কেত দেখছেন বিজেপি নেতৃত্ব। বিজেপির লক্ষ্য, সেই জোট মাথাচাড়া দেওয়ার আগেই কংগ্রেস-বিরোধিতার রাশটি নিজেদের হাতে তুলে নিতে। তাই অণ্ণা হজারের মতো ব্যক্তিত্বরা যত প্রাসঙ্গিকতা হারাচ্ছেন, ততই উজ্জীবিত হচ্ছে বিজেপি শিবির।
মনমোহন-সরকার ও কংগ্রেস যখন নানাবিধ সঙ্কটে জর্জরিত, তখন কংগ্রেস-বিরোধিতার রাশ নিজেদের হাতে তুলে এনডিএ-র প্রসারই করতে চাইছেন বিজেপি নেতৃত্ব। ঘনিষ্ঠ মহলে জেটলি নিজেও বলেছেন, “এনডিএ-র বিস্তার নিয়ে অনেক দলের সঙ্গেই কথা হচ্ছে। সেই চেষ্টা নিরন্তর করে যাচ্ছি আমি।” |