ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া ৬ দুষ্কৃতীকে গ্রেফতার করল ইলামবাজার থানার পুলিশ। সোমবার গভীর রাতে ধৃত আন্তঃজেলা ডাকাত চক্রের ৬ দুষ্কৃতীর কাছ থেকে একটি পাইপগান, দু’রাউন্ড গুলি, গ্যাস কাটার, হাঁসুয়া এবং একটি পিক আপ ভ্যান উদ্ধার হয়েছে। দলের বাকি সদস্যদের খোঁজে পুলিশ তল্লাশি শুরু করেছে।
পুলিশের দাবি, ছোট-বড় কারখানা, বাড়িতে ঢুকে কর্মী বা পরিবারের লোকজনদের বেঁধে ডাকাতি করত এই দল। পুলিশের কাছে খবর ছিল ইলামবাজার থানা এলাকার চৌপাহাড়ি জঙ্গলে একদল ডাকাত জড়ো হয়েছে। বোলপুর-ইলামবাজার রাস্তার উপর ইলামবাজার থানার পুলিশ একটি সন্দেহভাজন পিক আপ ভ্যানও দেখতে পায়। ইলামবাজার ওসি ত্রিদিব প্রামাণিকের নেতৃত্বে পুলিশের একটি দল জঙ্গল থেকে একটু দূরে শুকবাজার এলাকায় ওই দুষ্কৃতীদের ঘিরে ধরে।
এর পরেই পুলিশের হাতে ধরা পড়ে বর্ধমানের বুদবুদ থানা এলাকার সিরাজুল শেখ, বুড়ো শেখ, মিঠু শেখ-সহ আউশগ্রাম থানা এলাকার শেখ সবুর, ইলামবাজার থানা এলাকার মহসিন মণ্ডল ও বোলপুর থানা এলাকার রাজু মাল। বীরভূম জেলা সুপার হৃষিকেশ মিনা বলেন, “আমরা তদন্তে জেনেছি, এই ডাকাত দল বীরভূম-বর্ধমান-সহ আশপাশের বেশ কয়েকটি জেলায় সক্রিয় ছিল। অন্যদের খোঁজ চলছে।” |