একশো দিনের প্রকল্পে পুকুর সংস্কারের কাজের জেরে বাড়ি ধসে পড়ার পরিস্থিতি তৈরি হয়েছে, এমনই অভিযোগ জানালেন পূর্বস্থলীর পলাশপুলির এক বৃদ্ধ। মঙ্গলবার মহকুমাশাসকের কাছে অভিযোগ করে বৃদ্ধ দাবি করেন, অবিলম্বে ওই পুকুর সংস্কারের কাজ বন্ধ করা হোক। মহকুমা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, পূর্বস্থলী ২ ব্লকের পলাশপুলি মৌজায় মদন পাল নামে এক ব্যক্তির পুকুর রয়েছে। সম্প্রতি একশো দিনের কাজে পুকুরটি সংস্কারে উদ্যোগী হয় পূর্বস্থলী পঞ্চায়েত। এই পুকুরের পাড়ে রয়েছে সত্তোরর্ধ্ব অপর্ণাপ্রসাদ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি। তিনি সম্প্রতি পূর্বস্থলী ২ বিডিও-র কাছে অভিযোগ করেন, পুকুর সংস্কারের নামে দেদার পাড়ের মাটি কাটা হচ্ছে। এর ফলে তাঁর বাড়ির পাঁচিল ধসে পড়তে পারে। অভিযোগ পেয়ে বিডিও সংস্কারের কাজ বন্ধ রাখার নির্দেশ দেন। অভিযোগ, সরকারি ভাবে সংস্কার বন্ধ করা হলেও মদনবাবু ব্যক্তিগত উদ্যোগে কাজ চালিয়ে যেতে থাকেন। প্রতিবাদে সোমবার অপর্ণাপ্রসাদবাবু তাঁর স্ত্রীকে নিয়ে পূর্বস্থলী ২ ব্লক অফিসের সামনে অনশনে বসেন। সন্ধ্যায় মহকুমাশাসক বিষয়টি খতিয়ে দেখার লিখিত নির্দেশ দিলে তাঁরা অনশন প্রত্যাহার করেন।
মঙ্গলবার অপর্ণাপ্রসাদবাবু মহকুমা প্রশাসনের এক এগজিকিউটিভ ম্যাজিস্ট্রেটের সঙ্গে দেখা করেন। বিকেলে কালনার মহকুমাশাসক সুমিতা বাগচি জানান, একশো দিনের প্রকল্পে কাজ বন্ধ করার পাশাপাশি মদনবাবুকেও কাজ বন্ধ রাখতে বলা হয়েছে। পাশাপাশি, পূর্বস্থলী থানার পুলিশকে বিষয়টি খোঁজ নিয়ে দেখতে বলা হয়েছে। ওই বৃদ্ধ বলেন, “উপযুক্ত ব্যবস্থা না হলে ফের অনশনে বসব।” |