নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর |
অবশেষে হাল ফিরতে চলেছে হ্যানিম্যান সরণির। কেন্দ্রীয় জহরলাল নেহেরু আরবান রিনিউয়াল মিশনের আওতায় এই রাস্তার আমুল সংস্কার ও চওড়া করার ছাড়পত্র দিয়েছে কেন্দ্রীয় নগরোন্নয়ন মন্ত্রক। বরাদ্দ হয়েছে প্রায় সাড়ে ৭৫ কোটি টাকা।
দুর্গাপুর শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ হ্যানিম্যান সরণি গ্যামনব্রিজ মোড় থেকে শুরু হয়ে মায়াবাজার হয়ে গাঁধীমোড়ে জাতীয় সড়কে গিয়ে মিশেছে। মোট দৈর্ঘ্য প্রায় ৫ কিলোমিটার। সরকারি সংস্থা দুর্গাপুর কেমিক্যালস লিমিটেড (ডিসিএল), দুর্গাপুর থার্মাল পাওয়ার স্টেশন (ডিটিপিএস)-সহ প্রায় ৩০টি বেসরকারি কারখানা গড়ে উঠেছে ওই রাস্তার আশপাশে। কারখানার ভারি গাড়ি চলাচল লেগেই আছে। মিনিট ২০ অন্তর মিনিবাস চলে। রাতুরিয়া, অঙ্গদপুর, অর্জুনপুর, পুরষা প্রভৃতি গ্রামের বাসিন্দারা নিয়মিত রাস্তাটি ব্যবহার করেন। এছাড়া সরকারি দুই কারখানার আবাসনের বাসিন্দাদেরও একমাত্র ভরসা ওই রাস্তাটিই। কিন্তু দীর্ঘ দিন রাস্তাটি বেহাল হয়ে পড়ে থাকায় সমস্যায় পড়েছেন কয়েক হাজার মানুষ। ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন বাসিন্দারা। এ দিকে যে কোনও যান চলাচলের পর ধুলোর ঝড় ওঠে। ধুলো গিয়ে জমে ঘরবাড়িতে। শ্বাস-প্রশ্বাস জনিত রোগ বাড়ছে। মাঝেমধ্যে রাস্তা অবরোধ করে সমাধান হয়নি বলে অভিযোগ। |
তবে এ বার পরিস্থিতির পরিবর্তন হবে বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা। আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ (এডিডিএ) সূত্রে জানা গিয়েছে, আর্থিক বরাদ্দ ও প্রয়োজনীয় ছাড়পত্র মিলে গিয়েছে কেন্দ্রীয় নগরোন্নয়ন মন্ত্রক থেকে। এডিডিএ-র চেয়ারম্যান তাপস বন্দ্যোপাধ্যায় বলেন, “রাস্তাটি সংস্কার ও চওড়া করার জন্য পদ্ধতিগত প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। শীঘ্র কাজ শুরু হয়ে যাবে।” |