টুকরো খবর
লাইসেন্স নবীকরণে সমস্যা, অসন্তোষ আসানসোলে
মহকুমাশাসকের প্রতিশ্রুতি মানছে না মহকুমা পরিবহণ দফতরের কর্তারাই। এই অভিযোগ জানিয়ে আসানসোল মহকুমাশাসকের কার্যালয়ে দাবিপত্র তুলে দিল আসানসোল মহকুমা মোটর ট্রান্সপোর্ট ওয়ার্কার্স ইউনিয়ন।
সংগঠনের সম্পাদক রাজু অলুহওয়ালিয়ার অভিযোগ, বিধিসম্মত ভাবে চালকদের লাইসেন্স নবীকরণ করতে সব মিলিয়ে ৬৭০ টাকা খরচ হয়। কিন্তু পরিবহণ দফতরের আধিকারিকেরা তাঁদের বেসরকারি প্রশিক্ষণ কেন্দ্রে পাঠিয়ে দিচ্ছেন। উপভোক্তাদের সেখানে ২ হাজার টাকা করে দিতে হচ্ছে। প্রতিকারের দাবিতে তাঁরা সোমবার মহকুমাশাসকের হাতে দাবিপত্র তুলে দেন। মহকুমাশাসক এমন ঘটনা না ঘটার প্রতিশ্রুতি দিয়েছিলেন। রাজুবাবু বলেন “মহকুমাশাসকের প্রতিশ্রুতি দেওয়ার ঘণ্টা তিনেক পরে এক বাসচালক রাজকুমার রাম ফর্ম কিনতে গেলে স্বয়ং এআরটিও তাঁকে প্রশিক্ষণ কেন্দ্রে পাঠিয়ে দেন। সেখানে ২ হাজার টাকা নেওয়া হয়েছে। আবার মঙ্গলবার নথি-সহ মহকুমাশাসকের কাছে প্রতিকার চেয়ে দাবিপত্র জমা দিয়েছি।” দাবি না মিটলে এ বার বৃহত্তর আন্দোলনে নামতে তাঁরা বাধ্য হবেন বলেও জানান তিনি। যদিও তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন এআরটিও সৌমেন দাস। মহকুমাশাসক (আসানসোল) সন্দীপ দত্ত বলেন, “দালাল নয়, সরাসরি এআরটিও সঙ্গে যোগাযোগ করলেই সমস্যার সমাধান হবে।”

চাকরির দাবি তুলে বিক্ষোভ সার কারখানায়
প্রতিশ্রুতি মতো জমিদাতা পরিবারের সদস্যদের চাকরি দেওয়া হচ্ছে না। এই অভিযোগে মঙ্গলবার সকালে পানাগড়ের নির্মীয়মান সার কারখানার গেটে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। ঘণ্টা দু’য়েক পরে পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন পন্ডালি, কোটা, চণ্ডীপুর-সহ আশপাশের জমিদাতা বাসিন্দারা কারখানা গেটে জড়ো হয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন। তাঁদের দাবি, জমি নেওয়ার সময় কারখানা কর্তৃপক্ষ পরিবারের বেকারদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দিয়ে কাজের ব্যবস্থা করে দেবেন বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু তা মানা হয়নি বলে অভিযোগ। সোমবারও আগুন নেভানোর বিশেষ একটি যন্ত্র চালানোর জন্য বাইরে থেকে দুই কর্মীকে নিয়ে আসায় কারখানার গেটে বিক্ষোভ দেখিয়েছিলেন বাসিন্দারা। তাঁদের দাবি, কর্মী নিয়োগ করতে হবে স্থানীয় ভিত্তিতে। বিক্ষোভ চলাকালীন কারখানার নিরাপত্তারক্ষী ও বিক্ষোভকারীদের মধ্যে সামান্য হাতাহাতিও হয় বলে অভিযোগ। কারখানার আধিকারিক তাপস আচার্য বলেন, “সুবিধা সুযোগ মতো স্থানীয়দের নিয়োগ করার চেষ্টা করা হচ্ছে। ইতিমধ্যেই তাঁদের অনেকে কাজও করছেন। তবু কয়েক জন মাঝেমধ্যেই কারখানার সামনে অশান্তির চেষ্টা করছেন।” তিনি জানান, এ অবস্থায় নির্মাণ কাজে ব্যাঘাত ঘটছে। এমন পরিস্থিতি চললে নির্দিষ্ট সময়ে কারখানা চালু করা যাবে কি না তা নিয়ে সংশয় দেখা দিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।

সমবায়ের অর্থ আত্মসাৎ, জেলে প্রাক্তন ম্যানেজার
সমবায়ের অর্থ আত্মসাৎ করায় ৭ বছরের সশ্রম কারাদণ্ড হল জামালপুরের মহেশগড়িয়া কৃষি সমবায় সমিতির প্রাক্তন ম্যানেজার সত্যচরণ মাঝির। মঙ্গলবার জেলা আর্থিক দুর্নীতি সংক্রান্ত বিশেষ আদালতের বিচারক সিদ্ধার্থ কাঞ্জিলাল এই নির্দেশ দেন। কারাদণ্ডের পাশাপাশি ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও এক বছরের কারাদন্ডের নির্দেশ দিয়েছেন তিনি। সরকারি আইনজীবী কমল তা জানান, ঘটনার সূত্রপাত ১৯৭৯ থেকে ১৯৯২ সালের মধ্যে। সমবায়ের ম্যানেজার ছিলেন সত্যচরণবাবু। তিনি ওই ১৩ বছরের মধ্যে সমবায়ের ১ লক্ষ ২১ হাজার ৬৫২ টাকা তছরুপ করেছিলেন। এ ব্যাপারে সমবায়টি তাঁর জবাবদিহি চাইলে তিনি প্রতিশ্রুতি দেন, সমস্ত টাকা সময়ে শোধ করে দেবেন। কিন্তু তিনি প্রতিশ্রুতি রক্ষা করতে পারেননি। ফলে তাঁর বিরুদ্ধে সমবায়ের তৎকালীন সম্পাদক নিমাই দে জামালপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এর পরেই গা-ঢাকা দেন সত্যচরণবাবু। ২০০১ সালের ১ ডিসেম্বর তাঁকে গ্রেফতার করা হয়। সে দিনই তিনি আদালতে জামিন পেয়ে যান। কিন্তু শেষে বিশেষ আদালতের বিচারে তাঁকে ওই অর্থ তছরুপের জন্য দোষী সাব্যস্ত করা হয়।

শিক্ষক নেই, ক্ষোভ
কুড়ি দফা দাবিতে মঙ্গলবার আসানসোল পলিটেকনিক কলেজে বিক্ষোভ দেখাল তৃণমূল ছাত্র পরিষদ। প্রায় ঘণ্টা খানেক বিক্ষোভ দেখানোর পরে সংগঠনের পক্ষ থেকে কলেজ কর্তৃপক্ষের হাতে স্মারকলিপি তুলে দেওয়া হয়। তাদের দাবি, কলেজে পর্যাপ্ত শিক্ষক নেই। উপযুক্ত পরিকাঠামোর অভাবে ধুঁকছে কলেজের কর্মশালাগুলি। সমস্যার সমাধান না হলে বৃহত্তর আন্দোলনে নামার ‘হুমকি’ও দেন তাঁরা। কলেজের অধ্যক্ষ শিবকুমার আইচের হাতে স্মারকলিপি তুলে দেওয়া হয়। অধ্যক্ষ শিবকুমার আইচ জানিয়েছেন, ছাত্রদের স্মারকলিপি তিনি পেয়েছেন। দাবিগুলি মেটাতে তিনি উদ্যোগী হবেন।

মজুরি বৃদ্ধির দাবি রানিগঞ্জে
দু’মাস পরে আইএনটিইউসি অনুমোদিত ঠিকা মজদুর ইউনিয়নের কর্মবিরতি তুলে নেওয়া হল মঙ্গলবার। ২ ফেব্রুয়ারি থেকে ৫৫ জন ঠিকা শ্রমিক রানিগঞ্জের সাতগ্রাম এরিয়ার জেকে নগর প্রজেক্টে প্রতিবাদ আন্দোলনে নেমেছিলেন। তাঁদের দাবি ছিল, সরকার নির্ধারিত ১৮৫ টাকা মজুরি দিতে হবে। ১৪০ টাকা মজুরিতে তাঁরা আর কাজ করবেন না। মঙ্গলবার কোলিয়ারি কর্তৃপক্ষ দাবি মেনে নিলে ঠিকাশ্রমিকরা কাজে যোগ দেন।

বকেয়ার দাবি
৩১ ডিসেম্বর অবসর নিয়েছেন অন্ডালের মিলেনিয়াম কোলিয়ারির কর্মী প্রহ্লাদ কর্মকার। কিন্তু এখনও বকেয়া পাননি। প্রতিকারের দাবিতে প্রহ্লাদবাবু ওই কোলিয়ারির কনভেয়ার বেল্টে বসে বিক্ষোভ দেখান। মঙ্গলবার সকাল ৮টা থেকে কাজ বন্ধ হয়ে যায়। ঘণ্টাখানেক পরে পার্সোনেল ম্যানেজার সি ভট্টাচার্য তিন দিনের মধ্যে বকেয়া পাওনা মিটিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিলে বিক্ষোভ থামে।

বিধায়কের গাড়িতে ধাক্কা মারল লরি
অল্পের জন্য দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন দুর্গাপুর পূর্বের বিধায়ক নিখিল বন্দ্যোপাধ্যায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন তিনি জাতীয় সড়ক ধরে সিটি সেন্টার থেকে গোপালমাঠে তাঁর নার্সিংহোমে যাচ্ছিলেন। ভিড়িঙ্গির কাছে একটি বড় লরি তাঁর গাড়িতে ধাক্কা মারে। গাড়ির এক দিক সামান্য দুমড়ে যায়। সামনের কাচও ভাঙে। বিধায়কের চোট লাগেনি। পুলিশ লরিটি আটক করে চালককে ধরেছে।

মজুরি বৃদ্ধির দাবি
আইএনটিইউসি অনুমোদিত ঠিকা মজদুর ইউনিয়নের কর্মবিরতি তুলে নেওয়া হল মঙ্গলবার। ২ ফেব্রুয়ারি থেকে ৫৫ জন ঠিকা শ্রমিক রানিগঞ্জের সাতগ্রাম এরিয়ার জেকে নগর প্রজেক্টে আন্দোলনে নামেন। দাবি ছিল, সরকার নির্ধারিত ১৮৫ টাকা মজুরি দিতে হবে। ১৪০ টাকা মজুরিতে তাঁরা আর কাজ করবেন না। মঙ্গলবার কোলিয়ারি কর্তৃপক্ষ দাবি মেনে নিয়েছেন।

বকেয়ার দাবি
৩১ ডিসেম্বর অবসর নিয়েছেন অন্ডালের মিলেনিয়াম কোলিয়ারির কর্মী প্রহ্লাদ কর্মকার। কিন্তু এখনও বকেয়া পাননি। প্রহ্লাদবাবু ওই কোলিয়ারির কনভেয়ার বেল্টে বসে বিক্ষোভ দেখান। কাজ বন্ধ হয়ে যায়। পরে পার্সোনেল ম্যানেজার সি ভট্টাচার্য তিন দিনের মধ্যে বকেয়া পাওনা মেটানোর প্রতিশ্রুতি দিলে বিক্ষোভ থামে।

কলেজে বিক্ষোভ
কুড়ি দফা দাবিতে মঙ্গলবার আসানসোল পলিটেকনিক কলেজে বিক্ষোভ দেখাল টিএমসিপি। তাদের দাবি, কলেজে পর্যাপ্ত শিক্ষক নেই। নানা পরিকাঠামোর অভাবে ধুঁকছে কলেজ। কলেজ কর্তৃপক্ষ জানান, দাবিগুলি মেটাতে তিনি উদ্যোগী হবেন।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.