ডাইনি অপবাদে পিটিয়ে খুন ২ জনকে |
ডাইনি অপবাদে এক মহিলা এবং তাঁর পড়শি এক বালিকাকে পিটিয়ে মেরে ফেলার অভিযোগ উঠল রায়গঞ্জের গ্রামে। সোমবার রাতে ঘটনাটি ঘটে বিন্দোল গ্রাম পঞ্চায়েতের আগাবহর গ্রামে। পুলিশ জানায়, নিহতেরা হলেন ফুলমণি হাঁসদা (৪০) ও চেমিলি সোরেন (১০)। বিন্দোল পঞ্চায়েতের উপপ্রধান মনসুর আলি জানিয়েছেন, সম্প্রতি আগাবহর গ্রামের ২ জন ক্যানসারে মারা যান। গ্রামের আরও কয়েকজন বাসিন্দাও নানা রোগে ভুগছেন। ‘তারই জেরে’ গ্রামের বাসিন্দাদের একাংশ এ দিন ফুলমণি হাঁসদা এবং চেমিলির মাকে ‘ডাইনি’ তকমা দেয়। কিছু লোক ওই দু’টি বাড়িতে হামলা করে। চেমিলির মা পালান। তবে চেমিলি এবং ফুলমণিকে গ্রামের কিছু লোক ধরে এলোপাথাড়ি মারধর করে বলে অভিযোগ। তাতেই ওই দু’জন মারা যান। উপপ্রধান বলেন, “খুবই দুঃখজনক ঘটনা। পুলিশকে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে বলা হয়েছে।” উত্তর দিনাজপুরের পুলিশ সুপার দীপঙ্কর ভট্টাচার্য বলেন, “ঘটনার কথা শুনেছি। পুলিশ পাঠানো হয়েছে। বিশদে ব্যাপারটা জানার চেষ্টা করছি।”
|
কুমারগ্রাম ব্লকের প্রত্যন্ত এলাকায় বিদ্যুৎ দেওয়ার দাবিতে আন্দোলনে নেমেছে তৃণমূল। সোমবার দলের তরফে কুমারগ্রাম পঞ্চায়েত সমিতির সভাপতি, বিডিও-কে স্মারকলিপি দেওয়া হয়। নেতৃত্বের অভিযোগ, আলিপুরদুয়ার মহকুমার বিভিন্ন ব্লকে দ্বিতীয় পর্যায়ে রাজীব গাঁধী গ্রামীণ বিদ্যুদয়নের কাজ শুরু হলেও কুমারগ্রাম ব্লকে তা হচ্ছে না। ব্লকের প্রত্যন্ত গ্রামগুলি অন্ধকারে ডুবে থাকে। তৃণমূলের রাজ্য কমিটির সদস্য পবিত্রকুমার কার্জি বলেন, “রাজীব গাঁধী গ্রামীণ বিদ্যুদায়নের কাজ নিয়ে গাফিলতি মানা হবে না।” এদিন দলের তরফে প্রশাসনের কর্তাদের ভুয়া রেশন কার্ড উদ্ধার, জলসেচ ও পানীয় জলের সুব্যবস্থার দাবিও জানানো হয়। কুমারগ্রাম পঞ্চায়েত সমিতির সভাপতি বাসন্তী কেরকাট্টা বলেন, “সমস্যা খতিয়ে দেখে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।” তৃণমূলের চ্যাংমারি অঞ্চল সভাপতি জানান, ব্লকের হেমাগুড়ি, দক্ষিণ চ্যংমারি, শিববাড়ির মত গ্রামগুলি অন্ধকারে ডুবে থাকে। সমস্যার কথা জানিয়ে লাভ হয়নি। তাই বাধ্য হয়ে তাঁদের আন্দোলনে নামতে হয়েছে।
|
জানালা বেঁকিয়ে হাসপাতালের পুলিশ সেল থেকে সাজাপ্রাপ্ত এক বন্দি পালিয়েছে। রবিবার গভীর রাতে কোচবিহার হাসপাতালের পুলিশ সেল ঘটনাটি ঘটেছে। পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, পলাতক বন্দির নাম অখিল মিঁয়া। তার বাড়ি মাথাভাঙার কসাইপাড়ায়। গাঁজা পাচারচক্রে জড়িত সন্দেহে পুলিশ তাকে গ্রেফতার করে। তার ৫ বছরের কারাদন্ডের আদেশ দেন। ২০১০ থেকে অখিল কোচবিহার জেলে। ২৯ মার্চ পেটেব্যথার জন্য জেলা হাসপাতালে চিকিৎসা শুরু হয়। রাতে পুলিশ সেলের জানলার শিক বেঁকিয়ে তিনি পালান বলে অভিযোগ। সোমবার বিকাল অবধি তার কোনও হদিস মেলেনি। জেলা পুলিশ সুপার প্রণব দাস বলেন, “পলাতকের খোঁজে তল্লাশি চলছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। কারও গাফিলতি প্রমাণিত হলে সে ক্ষেত্রে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।”
|
চোরাই মালপত্র সমেত এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। সোমবার ভোরে করণদিঘি থানার পাতানোর এলাকায় ঘটনাটি ঘটেছে। পুলিশ জানায়, ধৃতের নাম মহম্মদ নুরুল শেখ। তার বাড়ি মালদহের সুজারপুরে। ধৃতের হেফাজত থেকে বিদুত্যের তার, মোবাইল টাওয়ারের যন্ত্রাংশ, রেললাইনের টুকরো এবং রেলের নানা যন্ত্রাংশ উদ্ধার হয়েছে।
|
ডাইনি অপবাদে পিটিয়ে খুন ২ জনকে |
ডাইনি অপবাদে এক মহিলা এবং তাঁর পড়শি এক বালিকাকে পিটিয়ে মেরে ফেলার অভিযোগ উঠল রায়গঞ্জের গ্রামে। সোমবার রাত সাড়ে ৮টা নাগাদ ঘটনাটি ঘটে বিন্দোল গ্রাম পঞ্চায়েতের আগাবহর গ্রামে। খবর পেয়ে রায়গঞ্জ থানা থেকে পুলিশকর্মীরা রাতেই প্রায় ৩৫ কিলোমিটার দূরের ওই আদিবাসী গ্রামে রওনা হন। পুলিশ জানায়, নিহতেরা হলেন ফুলমণি হাঁসদা (৪০ ) ও চেমিলি সোরেন (১০ )। বিন্দোল পঞ্চায়েতের উপপ্রধান মনসুর আলি জানিয়েছেন, সম্প্রতি আগাবহর গ্রামের ২ জন ক্যান্সারে মারা যান। গ্রামের আরও কয়েকজন বাসিন্দাও নানা রোগে ভুগছেন। ‘তারই জেরে’ গ্রামের বাসিন্দাদের একাংশ এ দিন ফুলমণি হাঁসদা এবং চেমিলির মাকে ‘ডাইনি’ তকমা দেয়। কিছু লোক ওই দু’টি বাড়িতে হামলা করে। চেমিলির মা পালান। তবে চেমিলি এবং ফুলমণিকে গ্রামের কিছু লোক ধরে এলোপাথাড়ি মারধর করে বলে অভিযোগ। তাতেই ওই দু’জন মারা যান। উপপ্রধান বলেন, “খুবই দুঃখজনক ঘটনা। পুলিশকে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে বলা হয়েছে।” উত্তর দিনাজপুরের পুলিশ সুপার দীপঙ্কর ভট্টাচার্য বলেন, “ঘটনার কথা শুনেছি। পুলিশ পাঠানো হয়েছে। বিশদে ব্যাপারটা জানার চেষ্টা করছি।”
|
পুড়ে ছাই হল ১৫ টি বাড়ি। সোমবার চোপড়া থানার দাসপাড়ার পঞ্চায়েতে ঠুনঠুনিয়া গ্রামে ঘটনাটি ঘটেছে। একটি বাড়ির রান্নাঘর থেকে আগুন ছড়াতে দেখে বাসিন্দারা পাম্পসেট চালিয়ে আগুন নেভাতে চেষ্টা করেন। খবর দেওয়া হয় ইসলামপুর দমকল কেন্দ্রে। দমকল আসার আগেই বাসিন্দারা পাম্পসেট চালিয়ে আগুন নেভায়। চোপড়া পঞ্চায়েত সমিতির সভাপতি গোপাল সিংহ বলেন, “আগুনে পুড়ে গিয়েছে এলাকার ১৫ টি বাড়ি। ক্ষতিগ্রস্ত পরিবারগুলিতে ত্রাণ দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। ত্রাণ চেয়ে জেলা পরিষদে রিপোর্টও পাঠানো হচ্ছে।
|
অগ্নিদগ্ধ হয়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। রবিবার রাতে চিকিৎসাধীন অবস্থায় রায়গঞ্জ জেলা হাসপাতালে তাঁর মৃত্যু হয়। মৃতার নাম রাধা ঋষি (২৭ )। তাঁর বাড়ি করণদিঘির হাটখোলা এলাকায়। দিন দশেক আগে রান্না করার সময়ে তিনি অগ্নিদগ্ধ হন। |