|
|
|
|
কুপিয়ে খুনের চেষ্টার নালিশ |
নিজস্ব সংবাদদাতা • কোচবিহার |
কংগ্রেস নিয়ন্ত্রিত অটো ইউনিয়নের কোচবিহার জেলা সম্পাদককে কুপিয়ে জখম করার ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে। সোমবার কোচবিহার শহরের রাজবাড়ি লাগোয়া এলাকায় ওই ঘটনা ঘটে। জখম ব্যক্তির নাম রাজেশ চৌধুরী। তিনি ছাত্র পরিষদের প্রাক্তন জেলা সভাপতি রাকেশ চৌধুরীর ভাই। অটো থেকে পুরসভা এক কর্মী পার্কিং ফি আদায় করলে প্রতিবাদ করেছিলেন তিনি। তা নিয়ে দিনকয়েক আগে ওই অস্থায়ী পুর কর্মীর সঙ্গে তাঁর বচসা হয়। এদিন রাজবাড়ির সামনে রাজেশবাবুকে একা পেয়ে ওই কর্মী এবং তার লোকজন হামলা চালায় বলে অভিযোগ। রাজেশবাবুর ঘাড় ও গলায় একাধিক কোপ মারা হয়। রক্তাক্ত অবস্থায় রাজেশবাবু রাস্তায় লুটিয়ে পড়লে অভিযুক্তরা পালায়। স্থানীয়রা তাঁকে হাসপাতালে ভর্তি করান। রাজেশবাবুর দাদা রাকেশ বলেন, “বেআইনি ভাবে পুরসভার ওই কর্মী পার্কিং ফি আদায় করায় প্রতিবাদ জানিয়েছিল রাজেশ। তাই ও হামলার শিকার হয়েছে। পুলিশের কাছে ওই পুর কর্মীর নামও সুনির্দিষ্ট করে জানানো হয়েছে। তিনি কোন দলের সমর্থক তা অবশ্য জানা নেই। আমরা দোষীদের গ্রেফতার চাইছি।” কোচবিহার পুরসভার চেয়ারম্যান বীরেন কুণ্ডু অবশ্য জানান, বেআইনি ভাবে পার্কিং ফি আদায়ের ব্যাপার নেই। কী ভাবে ওই ঘটনা ঘটল তা তিনি খোঁজ নিচ্ছেন। এর প্রতিবাদে এদিন শহরের হরিশ পাল চৌপথি, স্টেশন মোড় -সহ লাগোয়া ঘুঘুমারি, খাগড়াবাড়ি, জেলার বিভিন্ন এলাকায় বেলা তিনটে থেকে দুই ঘণ্টা অবরোধ করে ছাত্র পরিষদ সমর্থকরা। কোচবিহার জেলা অটো ইউনিয়নের সভাপতি চন্দন মাহাতো বলেছেন, “দোষীদের দ্রুত ধরা না হলে ৪ এপ্রিল জেলা জুড়ে বেসরকারি পরিবহণ ধর্মঘটের ডাক দিতে বাধ্য হব।” কোচবিহারের পুলিশ সুপার প্রণব দাস বলেন, “লিখিত অভিযোগ পেলে ব্যাবস্থা নেওয়া হবে।” |
|
|
|
|
|