|
|
|
|
টোকায় বাধা, ক্ষোভ |
নিজস্ব সংবাদদাতা • জলপাইগুড়ি |
উচ্চমাধ্যমিক পরীক্ষায় নকল করার অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা দেখা দিল জলপাইগুড়ির সোনাউল্লা স্কুল। সোমবার নকল করার অভিযোগে এক ছাত্রের উত্তরপত্রের কিছুটা অংশ কর্তব্যরত শিক্ষক পেন দিয়ে কেটে দেন। এতে ক্ষেপে গিয়ে পরীক্ষার শেষে ওই ছাত্রের সহপাঠীরা স্কুলের ভেতরেই বিক্ষোভ দেখাতে শুরু করে। তারা স্কুলের অফিস ঘরের দরজা জানলায় ঢিল ছুঁড়ে, এলোপাথারি লাথি মারেও বলে অভিযোগ। স্কুলের একাংশ শিক্ষক ও কর্মীদের সঙ্গে উত্তেজিত ছাত্রদের ধাক্কাধাক্কিও হয়। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে সন্ধ্যা অবধি কারও নামে কোনও অভিযোগ স্কুল কর্তৃপক্ষ জানায়নি। এবার উচ্চ মাধ্যমিকে রানীনগর উচ্চবিদ্যালয়, আনন্দ মডেল এবং ফনীন্দ্রদেব ইনস্টিটিউশনের ছাত্রদের উচ্চমাধ্যমিকের পরীক্ষা কেন্দ্র হয়েছে সোনাউল্লা স্কুল। এদিন কলা বিভাগের ভুগোল পরীক্ষা ছিল। স্কুলের শিক্ষকেরা জানিয়েছেন, পরীক্ষা চলাকালীন এক ছাত্র নকল করতে গিয়ে শিক্ষকের কাছে ধরা পড়ে। কর্তব্যরত শিক্ষক উত্তরপত্রের নকল করা অংশটি কেটে দেন। |
|
নিজস্ব চিত্র। |
এর পরে ছাত্রটি তার উত্তরপত্রের দুটি পাতা ছিঁড়ে জানালা দিয়ে ফেলে দেয়। পরীক্ষা শেষে পরে ছাত্রটিকে স্কুলের অফিস ঘরে নিয়ে যাওয়া হয়। সেই সময় তাঁর সহপাঠীরা বিক্ষোভ দেখাতে শুরু করে। স্কুলের পরীক্ষার সেন্টার ইনচার্জ ভানুরঞ্জন ঘোষ বলেন, “নকল করার সময়ে ছাত্রটিকে হাতেনাতে ধরা হয়। তার উত্তরপত্রের খানিকটা অংশ পেন দিয়ে শিক্ষক কেটে দিতেই ছাত্রটি উত্তরপত্রের একটা অংশ ছিঁড়ে ফেলে দেয়। বোর্ডের পরীক্ষার উত্তরপত্রের কোনও পাতা ছিঁড়ে ফেলা যায় না। পরীক্ষার পরে ছাত্রটিকে অফিসে ডাকা হয়। তার ফেলে দেওয়া পাতা কুড়িয়ে এনে ফের খাতায় জুড়ে দিতে বলা হয়। সেই সময় আচমকা একদল ছাত্র স্কুলে গোলমাল শুরু করে। অফিসের দরজা জানালায় আঘাত করতে থাকে।” নকল করতে গিয়ে ধরাপড়া ছাত্রটির সহপাঠীরা অবশ্য স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে পাল্টা অভিযোগ করেছে। তাদের অভিযোগ, “শুধুমাত্র সন্দেহের জেরে উত্তরপত্রের অনেকটাই কেটে দেওয়া হয়। ক্লাসঘরের মেঝেতে পড়ে থাকা একটি কাগজের টুকরো তুলে এনে বলা হয় নকল করা হচ্ছে। উত্তরপত্রের অনেকটাই ইচ্ছে করে শিক্ষক কেটে দেন। এর প্রতিবাদ জানানো হয়েছে। স্কুলের শিক্ষকরা আমাদের মারধর করেছে।” যদিও মারধরের অভিযোগ অস্বীকার করেছেন স্কুলের শিক্ষক, কর্মীরা। শিক্ষকেরা জানিয়েছেন, ওই ছাত্রের ছিঁড়ে ফেলা অংশ জুড়ে দেওয়া হয়েছে তার উত্তরপত্রের সঙ্গে। |
|
|
|
|
|