|
|
|
|
জিটিএ-তে তরাই-ডুয়ার্স নিয়ে প্রশ্ন তুলল ইনটাক |
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
জিটিএতে তরাই ও ডুয়ার্সের মৌজা অন্তর্ভুক্তির বিষয়টি খতিয়ে দেখার জন্য তৈরি হাই পাওয়ার কমিটিতে অন্য দলের প্রতিনিধিদের কেন রাখা হয়নি, এ বার সেই প্রশ্ন তুলল আইএনটিইউসিও। নয় জনের ওই কমিটির ৪ জন সদস্য গোর্খা জনমুক্তি মোর্চার। অথচ তরাই ও ডুয়ার্স এলাকার কোনও মৌজা অন্তর্ভুক্তির ব্যাপারে আপত্তি রয়েছে এমন কোনও সংগঠনের প্রতিনিধিদের ওই কমিটিতে রাখা হয়নি। তাতেই আপত্তি আইএনটিইউসি’র। সংগঠনের দার্জিলিং জেলা সভাপতি অলক চক্রবর্তী বলেন, “অত্যন্ত স্পর্শকাতর বিষয়টি নিয়ে হাই পাওয়ার কমিটি গঠন করা হলেও কেবল মাত্র মোর্চার প্রতিনিধিদের রাখা হয়েছে। অন্য দলের কাউকে রাখা হয়নি। বিষয়টি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর গোচরে আনা হবে। তরাই ও ডুয়ার্সের কোনও মৌজা এই মুহুর্তে জিটিএতে অন্তর্ভুক্তির সিদ্ধান্ত নেওয়া হলে তা কোনও ভাবেই মেনে নেওয়া হবে না।”গত বছরের জুলাই মাসে পাহাড়ে স্বশাসনের ব্যাপারে গোর্খা জনমুক্তি মোর্চার সঙ্গে রাজ্য সরকার চুক্তি সাক্ষর করে। সেখানে মোর্চার দাবি মেনে তরাই ও ডুয়ার্সের কটি মৌজা জিটিএতে অন্তর্ভুক্ত হবে তা স্থির করতেই ওই হাই পাওয়ার কমিটি গঠন করা হয়। ওই কমিটি গঠনের পরে আদিবাসী বিকাশ পরিষদ-সহ বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে মৌজা অন্তর্ভুক্তির সিদ্ধান্তের বিরোধিতা করা হয়। পাশাপাশি কমিটি গঠনের ক্ষেত্রে সদস্য নির্বাচনের প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তোলা হয়। সেই প্রশ্ন তুলেছে আইএনটিইউসিও। পাশাপাশি, গোর্খা পার্বত্য পরিষদের হাতে ডুয়ার্স ও তরাইয়ের যে কয়েকটি মৌজা দেওয়া হয়েছিল সেগুলি ফেরতের দাবি জানিয়েছেন। অলকবাবু বলেন, “এটা নতুন দাবি নয়। গোর্খা পার্বত্য পরিষদের চুক্তির সময়েই আমরা ওই মৌজাগুলি অন্তর্ভুক্তির ব্যাপারে আপত্তি জানিয়েছিলাম। সে কথাই ফের বলছি।” মৌজা অন্তর্ভুক্তির ব্যাপারে আপত্তি তুলে ইতিমধ্যেই আইএনটিইউসি’র পক্ষ থেকে দশ জনের কমিটি গঠন করে আন্দোলনে নামার পরিকল্পনা চূড়ান্ত করার সিদ্ধান্ত হয়েছে। অন্যদিকে, বিকাশ পরিষদ-সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে জয়েন্ট অ্যাকশন কমিটি গঠন করে বন্ধ, মিছিল-সহ বিভিন্ন আন্দোলনের পরিকল্পনা নেওয়া হয়েছে। নিজেদের মতো আন্দোলন করা ছাড়াও জয়েন্ট অ্যাকশন কমিটির আন্দোলনেও সংগঠনের সদস্যরা অংশ নেবেন বলে জানিয়েছেন আইএনটিইউসি’র দার্জিলিং জেলা সভাপতি। তিনি বলেন, “সরকারের মৌজা অন্তর্ভুক্তির দাবি বিবেচনা করার পদক্ষেপ তরাই ও ডুয়ার্সে নতুন করে রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি করছে। তাই পথে নামা ছাড়া উপায় নেই।” |
|
|
|
|
|