টুকরো খবর |
ক্যানিংয়ে সেতু ভেঙে জখম ৩ |
নিজস্ব সংবাদদাতা • ক্যানিং |
|
দীর্ঘদিন ধরে বেহাল একটি সেতু ভেঙে পড়ায় গুরুতর জখম হলেন তিন গ্রামবাসী। রবিবার সন্ধ্যায় দুর্ঘটনাটি ঘটে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ের দিঘিরপাড় পঞ্চায়েতের উত্তর অঙ্গদবেড়িয়া গ্রামে। আহতদের ক্যানিং মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, একটি খালের উপরে প্রায় ১৫ ফুট লম্বা কংক্রিটের সেতুটি ওই গ্রামের সঙ্গে ডাবু পর্যটন কেন্দ্রের সংযোগ ঘটিয়েছিল। গ্রামবাসীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে সেতুটি বেহাল অবস্থায় থাকলেও মেরামত করা হয়নি। রবিবার সন্ধ্যায় একটি ভ্যানরিকশা সেতুর উপর দিয়ে যাওয়ার সময়ে তা ভেঙে পড়ে। ভ্যানরিকশার আরোহী আজান লস্কর, শাহজাহান লস্কর এবং অলিউল্লা লস্কর নামে তিন জন জখম হন। সেতুটি দেখভালের কথা পঞ্চায়েত সমিতির। ক্যানিং-১ পঞ্চায়েত সমিতির সভাপতি নারায়ণ ঘোষ বলেন, “সেতুটি বেহাল ছিল ঠিকই। তবে মেরামতের জন্য দরপত্র ডাকার প্রক্রিয়া হয়ে গিয়েছিল। কিন্তু এখনও কেন কাজ শুরু হল না বুঝতে পারছি না। খোঁজ নিয়ে দেখছি। দ্রুত সেতুটি মেরামতির কাজ করা হবে।”
|
বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস, ধৃত |
নিজস্ব সংবাদদাতা • কাকদ্বীপ |
বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের পরে বিয়ে করতে অস্বীকার করার অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপের মাইতির চক গ্রাম থেকে দীপক চক্রবর্তী নামে ওই যুবককে রবিবার রাতে গ্রেফতার করা হয়। ধৃতকে সোমবার কাকদ্বীপ মহকুমা আদালতে তোলা হলে বিচারক ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঢোলাহাটের দক্ষিণ রায়পুরের বাসিন্দা ওই তরুণীর সঙ্গে গত ফেব্রুয়ারি মাসে ফোনে আলাপ হয় ধৃত দীপকের। সেদিন সে তার নাম বলেছিল তপন চক্রবর্তী। এর পরে তরুণীর কাছে নিজেক পুলিশকর্মী বলে পরিচয় দিয়ে তাঁর কাছ থেকে ২০ হাজার টাকা হাতিয়ে নেয় বলে অভিযোগ। ঘটনার পরহ থেকেই সে পালিয়েছিল। গত ২১ ফেব্রুয়ারি তরুণী পুলিশের কাছে ওই যুবকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। পুলিশকে তিনি জানান, বিয়ের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ওই যুবক তার সঙ্গে সহবাস করেছে ও তাঁর কাছ থেকে ২০ হাজার টাকা হাতিয়ে নিয়েছে। তরুণীর অভিযোগ পেয়ে পুলিশ দীপকের খোঁজে তল্লাশি চালায়। রবিবার রাতে তাকে গ্রেফতার করা হয়।
|
নাবালিকাকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার |
নিজস্ব সংবাদদাতা • পাথরপ্রতিমা |
খাবার কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠল প্রতিবেশী এক কিশোরের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে রবিবার রাতে দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমা বাজারে। অভিযুক্ত ওই কিশোর পলাতক বলে পুলিশ জানিয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই দিন দুপুরে ওই নাবালিকাকে খাবার কিনে দেবে বলে ডেকে নিয়ে যায় অভিযুক্ত কিশোর। পরে মেয়ের কাছ থেকে সমস্ত ঘটনা জেনে ওই নাবালিকার মা পুলিশকে বিষয়টি জানান এবং ওই কিশোরের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করেন। পুলিশ জানিয়েছে, অভিযোগ পেয়ে তদন্ত শুরু হয়েছে। মেডিক্যাল পরীক্ষার জন্য নাবালিকাকে হাসপাতালে পাঠানো হয়েছে।
|
আতসবাজির আগুনে জখম ৮ |
নিজস্ব সংবাদদাতা • ডায়মন্ড হারবার |
একটি ক্লাবঘরে আতসবাজির আগুনে জখম হলেন ৮ জন। সোমবার রাত সাড়ে ৮টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে ডায়মন্ড হারবারের তালডাঙা গ্রামে। আহতদের ডায়মন্ড হারবার মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়। তাঁদের মধ্যে তিন জনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই গ্রামে আগামী শনিবার রক্ষাকালী পুজো। প্রতি বছর এই পুজো উপলক্ষে ওই ক্লাবের পক্ষ থেকে আতসবাজি পোড়ানো হয়। পুজোর কয়েক দিন আগে থেকে আতসবাজি তৈরি করা হয় ক্লাবে। এ দিন সন্ধ্যায় ক্লাবের সামনে আতসবাজি পরীক্ষার সময়ে কোনও ভাবে আগুন ভিতরের বাজিতে লেগে যায়। জমা বারুদেও আগুন লাগে। তাতেই অগ্নিদগ্ধ হন ৮ জন। ক্লাবঘরটিও পুড়ে গিয়েছে। ওই ক্লাবের বাজি তৈরির প্রয়োজনীয় অনুমতি রয়েছে কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ।
|
তদন্তে সিআইডি |
নিজস্ব সংবাদদাতা • ক্যানিং |
|
তৃণমূল নেতা মানিক পাইক খুনের ঘটনার প্রতিবাদে
ব্যবসা বন্ধ ক্যানিংয়ের জীবনতলায়। ছবি: সামসুল হুদা। |
আগাম ছক কষেই ক্যানিংয়ের তৃণমূল নেতা মানিক পাইককে খুন করা হয়েছিল কিছু নির্দিষ্ট তথ্য থেকে এমনই ইঙ্গিত মিলেছে দাবি পুলিশের। সোমবার সন্ধ্যায় সিআইডি নাগরতলা গ্রামে নিহতের বাড়িতে যায়। ডিআইজি সিআইডি (অপারেশন) কে জয়রামন বলেন, “কী ঘটেছিল, তা জানতেই কয়েক জন অফিসার গিয়েছিলেন।”
|
তদন্তে সিআইডি |
নিজস্ব সংবাদদাতা • ক্যানিং |
আগাম ছক কষেই ক্যানিংয়ের তৃণমূল নেতা মানিক পাইককে খুন করা হয়েছিল কিছু নির্দিষ্ট তথ্য থেকে এমনই ইঙ্গিত মিলেছে দাবি পুলিশের। সোমবার সন্ধ্যায় সিআইডি নাগরতলা গ্রামে নিহতের বাড়িতে যায়। ডিআইজি সিআইডি (অপারেশন) কে জয়রামন বলেন, “কী ঘটেছিল, তা জানতেই কয়েক জন অফিসার গিয়েছিলেন।” |
|