|
|
|
|
সরকারি স্কুলে ভর্তি নিয়ে গুজব, সমস্যা হবে না, বলল প্রশাসন |
নিজস্ব সংবাদদাতা • ডায়মন্ড হারবার |
গত কয়েক মাসে ডায়মন্ড হারবারের বিভিন্ন বেসরকারি স্কুল থেকে পড়ুয়াদের সরকারি স্কুলে ভর্তির হিড়িককে কেন্দ্র করে সমস্যা পড়ে গিয়েছে ওই সব স্কুল কর্তৃপক্ষ। এ ব্যাপারে মহকুমা প্রশাসনের দ্বারস্থ হয়েছেন তাঁরা। অভিভাবকদের হঠাৎ এ ধরনের সিদ্ধান্ত কেন?
অভিভাবকদের বক্তব্য, তাঁরা শুনেছেন সরকারি এক নির্দেশে বলা হয়েছে সরকারি যে সব প্রাথমিক বিদ্যালয় রয়েছে, শুধুমাত্র সেই সব বিদ্যালয় থেকেই পড়ুয়ারা সরকারি হাইস্কুলে ভর্তি হতে পারবে। সেই কারণেই ছেলেমেয়েদের স্বার্থে তাঁরা বিভিন্ন বেসরকারি নার্সারি থেকে ছাড়িয়ে সরকারি স্কুলে ভর্তি করছেন।
কিন্তু সরকারি এমন কোনও নির্দেশিকা জারি হয়েছে বলে জানেন না খোদ দক্ষিণ ২৪ পরগনার প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান সুরঞ্জনা চক্রবর্তী। সুরঞ্জনাদেবী বলেন, “বেসরকারি নার্সারি স্কুলের ছাত্রছাত্রীরা সরকারি স্কুলে ভর্তি হতে পারবে না এমন কোনও নির্দেশিকার কথা আমার জানা নেই।” এটা নেহাতই গুজব বলে তাঁর ধারণা।
প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ডায়মন্ড হারবার শহর ও শহর সংলগ্ন এলাকায় প্রায় ১৬টিরও বেশি বেসরকারি নার্সারি স্কুল রয়েছে। মাস দেড়েক ধরে ওই স্কুলগুলি থেকে নিয়মিত বহু ছাত্রছাত্রীর অভিভাবকেরা তাঁদের ছেলেমেয়েদের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি করাচ্ছেন ইতিমধ্যে বেশ কয়েকটি বেসরকারি নাসার্রি স্কুল ছাত্রছাত্রীর অভাবে বন্ধ হয়ে গিয়েছে। ফলে ওই সমস্ত স্কুলের শিক্ষক, কর্মীরা সমস্যায় পড়েছেন।
ডায়মন্ড হারবারের মহকুমাশাসক কৌশিক ভট্টাচার্য বলেন, “বেসরকারি স্কুলের ছাত্রছাত্রীরা সরকারি হাইস্কুলে পঞ্চম শ্রেণিতে ভর্তি হতে পারবে না, এমন কোনও সরকারি নির্দেশিকার কথা জানা নেই। তবে সরকারি প্রাথমিক স্কুলের ছাত্রছাত্রীরা পঞ্চম শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে অগ্রাধিকার পেতে পারে।’’ জেলা শিক্ষা দফতর থেকে জানানো হয়েছে এ ধরনের কোনও নিদের্শিকা পাঠানো হয়নি। তাদের ধারণা এটা নেহাতই গুজব। গুজবে কান না দিতে অভিভাবকদের অনুরোধ জানানো হয়েছে। |
|
|
|
|
|