|
|
|
|
লছিমন নিষিদ্ধ করার দাবিতে বন্ধ বাস |
নিজস্ব প্রতিবেদন |
লছিমন ও অন্যান্য মোটর চালিত ভ্যান বন্ধ করার দাবিতে সোমবার বাস বন্ধ করে রাখলেন বাস মালিক ও বাস কর্মীরা। এ দিন নদিয়ার দেবগ্রাম, কালীগঞ্জ, কাটোয়াঘাট, বার্নিয়া, তেহট্ট রুটের বাস চলাচল বন্ধ ছিল। সোমবার ছিল উচ্চ মাধ্যমিকের ভূগোল এবং অর্থনৈতিক ভূগোল পরীক্ষা। ফলে এ দিন বাস বন্ধ থাকায় সমস্যায় পড়তে হয় উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী থেকে অভিভাবকেরা। নাকাল হতে হয় সাধারণ মানুষকে। তবে এ দিন বাস বন্ধ থাকায় লছিমন ও ভ্যানে চড়েই পরীক্ষা দিতে যান পরিক্ষার্থীরা।
তেহট্টের মহকুমাশাসক অচিন্ত্যকুমার মণ্ডল বলেন, “হঠাৎ বাস বন্ধ হয়ে যাওয়ায় সমস্যায় পড়তে হয় পরীক্ষার্থীদের। তবে বাস মালিকদের সঙ্গে বৈঠক করে এই সমস্যা মেটানোর চেষ্টা করা হচ্ছে।” এ প্রসঙ্গে নদিয়া বাস মালিক সমিতির সম্পাদক অশোক ঘোষ বলেন, “আমরা তো আর বাস চালাই না। কর্মীরাই চালায়। ওদের সঙ্গে লছিমন চালকদের গণ্ডগোলের জেরে বাস বন্ধ হয়েছে। এর জন্য পুলিশ পিকেটও ছিল। তবুও কর্মীরা বাস চালায়নি। মঙ্গলবার থেকে বেথুয়াডহরি যাওয়ার বাসও বন্ধ থাকবে। বাস কর্মীরা আমাদের সঙ্গে বসেনি। ফলে এই সমস্যা কী করে মিটবে জানি না।” কৃষ্ণনগর-কালীগঞ্জ রুটের বাসকর্মী বিদ্যুৎ লাহা বলেন, “আমাদের ব্যাবসা দীর্ঘদিন ধরে লছিমন চালকদের জন্য মার খাচ্ছে। আমাদের এরা স্বাধীন ভাবে বাস চালাতে দিচ্ছে না। অনেক সময়ে রাস্তায়ও আমাদের ওদের জন্য হয়রানির শিকার হতে হচ্ছে। এর প্রতিবাদেই আমরা বাস বন্ধ করে দিয়েছি। লছিমন নিষিদ্ধ না করা পর্যন্ত মরা আন্দোলন চালিয়ে যাব।” |
|
|
|
|
|