|
|
|
|
ব্যবসায়ী অপহৃত, ‘মুক্তিপণ’ দু-কোটি |
নিজস্ব সংবাদদাতা • রানাঘাট |
ফোনটা পেয়েই মোটরবাইক নিয়ে ছুটে গিয়েছিলেন ধানতলার চাপড়া-শিমুলতলায়। শুক্রবার সন্ধ্যায় সেই যে বেরিয়েছিলেন এলাকার পরিচিত ঠিকাদার সুকুমার মৃধা, আর ফেরেননি। রাতে তাঁর বাড়ির লোক পাড় পড়শি আর আত্মীয় স্বজনের বাড়ি খোঁজ করলেও সুকুমারবাবুর কোনও হদিস দিতে পারেননি কেউ-ই।
খবর এল পরের দিন। ফোনের ওপারে অপিরিচিত গলার দাবি, ‘পুরো দু-কোটি টাকা ছাড়ুন, তবেই ছাড়া পাবে সুকুমার!’ পুলিশে জানানো হয়েছিল। তবে তেমন সুরাহা হয়নি। তবে মুক্তিপণ ক্রমশ কমেছে। শনিবার থেকে বার তিনেকের ফোনে টাকার অঙ্ক কমে অপহরণকারীদের দাবি এখন ৯৫ লক্ষ। সুকুমারবাবুর শ্যালক বিশ্বজিৎ বিশ্বাস বলেন, “রবিবার সকালে প্রথমে ২ কোটি টাকা দাবি করে অপহরণকারীদের ফোন আসে। ফোনটা সুকুমারের ফোন থেকেই করা হয়েছিল। আমরা তাদের জানিয়েছিলাম এত টাকা কোনওভাবেই দেওয়া সম্ভব নয়। এরপর দুপুরে ফোন করে ৯৫ লক্ষ টাকা দাবি করা হয়েছে।” তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, ধানতলা এলাকায় অপহরণকারীরা তাঁকে প্রায় জোর করে একটি গাড়িতে তুলে নেয়। পড়ে থাকে তাঁর বাইকটি।
তাঁর গাংনাপুরের রায়নগর-মাঠপাড়া গ্রামের বাড়িতে এখন ফোন বাজলেই আতঙ্ক। কিন্তু ঠিকাদারির কাজ করে কী এমন সম্পত্তি করেছিলেন সুকুমারবাবু, যার জন্য তাঁর মুক্তিপণের অঙ্ক প্রায় কোটি ছুঁয়েছে? এলাকায় খোঁজ নিয়ে জানা গিয়েছে, বিভিন্ন রাজ্যে বড় প্রকল্পে সস্তায় শ্রমিক পাঠাতেন তিনি। রানাঘাট, গাংনাপুর, শিমুরালি, নদিয়ার প্রত্যন্ত গ্রামগুলিতে ‘সুলভে’ স্রমিক সংগ্রহ করে তিনি দেশের বিভিন্ন কোনায় পাঠাতেন। এই ব্যবসায় বোলবোলাও-এর পাশাপাশি সম্প্রতি বাড়ির কাছেই একটি বড় বিল কেনার চেষ্টা করছিলেন সুকুমারবাবু। স্থানীয় সূত্রের খবর, এ ব্যাপারে তাঁর বেশ অংশীদার ছিলেন। তাঁদের সঙ্গেউ কী এ ব্যাপারে কোনও মনোমালিন্য হয়েছিল? পুলিশ এ ব্যাপারে এখনওই মুখ কুলতে চাইছে না। তবে তাঁর পরিবার সূত্রে জানা গিয়েছে, ওঅ বিল কেনার ব্যাপারে সম্প্রতি তাঁকে নিষেধ করছিলেন অংশীদারদেরই কয়েকজন। কেন? তার কোনও স্পষ্ট জবাব অবশ্য পুলিশ বা পরিবারের কারও কাছে মেলেনি। তবে ব্যবসায়ীক অংশীদার থেকে সুকুমারবাবুর পরিচিত বেশ কয়েক জনকে যে এ ব্যাপারে জেরা করা হচ্ছে তা জানিয়েছেন জেলা পুলিশ সুপার সব্যসাচীরমণ মিশ্র। তিনি বলেন, “সব কথা তদন্তের স্বার্থে এখনই বলা যাচ্ছে না। তবে আমরা সব দিক খোলা রেখেই তদন্ত করছি।” |
|
|
|
|
|