টুকরো খবর |
পঞ্চায়েত ভবনে ফাটল সকেট বোমা |
নিজস্ব সংবাদদাতা • বেলডাঙা |
আচমকা বিস্ফোরণে ভেঙে পড়ল পঞ্চায়েত ভবনের একাংশ। সোমবার দুপুরে বেলডাঙার কাপাসডাঙা গ্রাম পঞ্চায়েত ভবনের নীচের তলার একটি ঘরে ওই বিস্ফোরণ আদতে মজুত বোমা ফাটার ফলেই হয়েছে বলে পুলিশ জানিয়েছে। তবে হতাহতের কোনও খবর নেই। ভেঙে পড়েছে দেওয়াল। ঘটনাস্থলে যায় বোম্ব স্কোয়াড ও দমকল বাহিনী। প্রাথমিক তদন্তে তাদের অনুমান বেশ কয়েকটি সকেট বোমা ফেটেই ওই কাণ্ড ঘটেছে। বিশেষজ্ঞরা জানিয়েছেন বাইরে থেকে নয়, বোমাগুলি ওই ঘরেই মজুত ছিল, কোনও ভাবে ফেটে গিয়েছে। পঞ্চায়েত ভবনে বোমা কেন? কাপাসডাঙা পঞ্চায়েত প্রধান সিপিএমের (যদিও পরে তিনি তৃণমূলে যোগ দিয়েছেন বলে দাবি করেন) সাজিবুর রহমান বলেন, “কী ভাবে বোমাগুলি পঞ্চায়েত ভবনে এল তা বোঝা যাচ্ছে না। ওই ঘরটি পরিত্যক্ত। কেউই ঢুকতো না ওখানে।” স্থানীয় অঞ্চল কংগ্রেস সভাপতি আব্দুল কাশেম বলেন, “আট মাস ধরে তালা বন্ধ ছিল পঞ্চায়েত। দুর্নীতিগ্রস্ত প্রধানকে পঞ্চায়েতে ঢুকতে দেননি এলাকার লোক। কিন্তু এখন জোর করে তালা খুলে পঞ্চায়েত চালাচ্ছেন উনি।” প্রধানের অনুগামীরাই বোমা রেখেছিল বলে স্থানীয় বাসিন্দাদের অনুমান। সদর মহকুমাশাসক অধীর বিশ্বাস বলেন, “পঞ্চায়েত ভবনে বোমা কেন রাখল তা দেখা হচ্ছে।”
|
তৃণমূল কর্মীদের ‘মার’ কান্দিতে |
নিজস্ব সংবাদদাতা • কান্দি |
বহরমপুর থেকে ফেরার সময়ে তৃণমূলের কর্মী-সমর্থকদের বাস থেকে নামিয়ে বেধড়ক মারধর করেছে এক দল দুষ্কৃতী। সোমবার সন্ধ্যায় কান্দির বাইপাস সংলগ্ন এলাকায় ঘটনাটি ঘটে। এই ঘটনায় ১৭ জন জখম হয়েছেন। তাঁদের মধ্যে দু’জনকে আশঙ্কাজনক অবস্থায় বহরমপুর নিউ জেনারেল হাসপাতালে ও ৫ জনকে কান্দি মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তৃণমূলের কান্দি টাউন সভাপতি সুনীল চক্রবর্তী বলেন, “কংগ্রেস এবং সিপিএম আশ্রিত দুষ্কৃতীরা আমাদের কর্মী সমর্থকদের উপরে চড়াও হয়েছে। ওই ঘটনায় তৃণমূল ছাত্র পরিষদের কান্দি রাজ কলেজের সভাপতি নাসির শেখ গুরুতর জখম হয়েছেন।” তবে তৃণমূলের কান্দি টাউন কমিটির সাধারণ সম্পাদক সুব্রত সুকুল বলেন, “এই ঘটনার পিছনে কারা রয়েছে আমরা জানি না। সিপিএম-কংগ্রেস বা তৃণমূলের কোনও লোক জড়িত থাকলে তাদেরও শাস্তি দাবি করছি।” সিপিএমের কান্দি জোনাল কমিটির সম্পাদক কাজল চক্রবর্তী বলেন, “এই ঘটনা সম্পর্কে আমাদের কিছু জানা নেই। আমাদের দলের কেউ এর সঙ্গে জড়িত নন।” মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক পার্থপ্রতিম সরকার বলেন, “এটা তৃণমূলের গোষ্ঠী বিবাদ বলেই মনে হয়। পুলিশ তদন্ত করলে সবই জানতে পারবে।” মুর্শিদাবাদের জেলা পুলিশ সুপার হুমায়ুন কবীর বলেন, “এই ঘটনার সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই বলেই প্রাথমিক ভাবে মনে হচ্ছে। তদন্ত চলছে।”
|
মিলল নিখোঁজ মহিলার দেহ |
নিজস্ব সংবাদদাতা • কান্দি |
প্রায় এক মাস ধরে নিখোঁজ থাকার পরে হাসপাতাল থেকে দেহ মিলল এক মহিলার। নাম নুননেহার বেগম (৩২), বাড়ি বড়ঞার মজলিশপুর এলাকায়। জানুয়ারি মাসের শেষ দিক থেকে নিখোঁজ ছিলেন নুননেহার। সন্ধান না পেয়ে বিজ্ঞপ্তিও দেওয়া হয়েছিল। সোমবার সকালে কান্দি মহকুমা হাসপাতালের বর্হিবিভাগে নুননেহারের খোঁজ করতে এসেছিলেন তাঁর আত্মীয়েরা। তখনই এক স্বাস্থ্যকর্মী মারফত খবর পেয়ে দেহটি সনাক্ত করেন তাঁরা। ওই মহিলা মানসিক ভারসাম্যহীন ছিলেন এবং বাড়ি থেকে মাঝেমধ্যেই পালিয়ে যেতেন বলে তাঁর পরিবারের লোকেদের দাবি। নুননেহারের দাদা হীরা শেখ বলেন, “বাড়ি থেকে মাঝেমাঝেই চলে যেত বোন। আবার খুঁজে ফিরিয়ে নিয়ে আসা হত। তবে কোনও দিনও কারও কাছে খাবার চেয়ে খেত না। তাই হয়তো অসুস্থ হয়ে পড়েছিল।”
|
নবগ্রামের বাসন্তী মেলা |
নিজস্ব সংবাদদাতা • বহরমপুর |
মায়ের ইচ্ছা পূরণ করতে নিজের পুকুরপাড়ে বাসন্তী পুজোর প্রতিষ্ঠা করেছিলেন নবগ্রাম থানার বাগোড় হাইস্কুলের প্রধানশিক্ষক বিমলকৃষ্ণ ব্রহ্ম। ওই পুকুরপাড় লাগোয়া স্কুলের বিঘা সাতেক আয়তনের বিশাল মাঠ জুড়ে প্রত্যন্ত এলাকায় পুজোর সঙ্গে তিনি মেলারও প্রতিষ্ঠা করেন। আজ আর তাঁর মা নির্মলারানী ব্রহ্ম জীবিত নেই। প্রয়াত হয়েছেন বিমলবাবুও। কিন্তু দেখতে দেখতে ওই মেলা ও পুজোর বয়স বেড়েছে। তিন দশকের ওই পুজোর সোমবার দশমীর রাতে বির্সজন হল। গত ২৯ মার্চ ওই পুজোর উদ্বোধন করা হয়। পুজো ঘিরে নাগরদোলা, টয়ট্রেন ছাড়াও ছিল প্রায় ২০০ দোকান। খাবার, গৃহস্থালির দ্রব্য ও সৌখিন সামগ্রীর সম্ভারের সজ্জিত সেই সব দোকানে পাঁচ দিন ধরে কেনাবেচা হয়। পুজো কমিটির সম্পাদক স্নেহেন্দু ব্রহ্ম বলেন, “আমার ঠাকুরমার ইচ্ছাপূরণ করতে বাবা তাঁর বন্ধুদের সঙ্গে নিয়ে পুজো ও মেলা প্রতিষ্ঠা করলেও তা নবগ্রাম ও লাগোয়া কান্দি মিলিয়ে দু’টি থানা এলাকার ৯টি গ্রাম পঞ্চায়েতের প্রায় ৫০টি গ্রামের মিলন মেলায় পরিণত হয়েছে। হিন্দু, মুসলিম, আদিবাসী সম্প্রদায়ের মানুষ ওই মেলায় মিলে মিশে একাকার হয়ে যান।”
|
পুরপ্রধানের বিরুদ্ধে অনাস্থা |
নিজস্ব সংবাদদাতা • লালবাগ |
মুর্শিদাবাদ-লালবাগের কংগ্রেস পুরপ্রধান সৌমেন দাসের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনলেন দলের প্রতীকে জেতা ৩ কাউন্সিলর। তাঁদের অন্যতম, ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা লালবাগ ব্লক কংগ্রেস সভাপতি মেহেদি আলম মির্জা। গত ভোটে ১৬ আসনের পুরসভায় ১০টি আসন পায় কংগ্রেস। ৪ নির্দল সদস্য ছাড়া জনবাদী ফরওয়ার্ড ব্লক ও তৃণমূল একটি করে আসন পায়। পরে তৃণমূলের এক কাউন্সিলরও কংগ্রেসে যোগ দেন। মেহেদি আলম বলেন, “জেলা কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী পুরভোটের প্রচারে উন্নয়নের প্রতিশ্রুতি দেন। প্রত্যাশা পূরণে ব্যর্থ হওয়ায় অনাস্থা আনা হয়েছে।” পুরপ্রধানের বক্তব্য, “জেলা সভাপতি সরতে বললেই পদ ছাড়ব।”
|
পঞ্চায়েত অফিসে ভাঙচুর তৃণমূলের |
নিজস্ব সংবাদদাতা • রানাঘাট |
নদিয়ার আনুলিয়া পঞ্চায়েত অফিসে সোমবার ভাঙচুর চালাল তৃণমূল সমর্থকেরা। এমনই অভিযোগ পঞ্চায়েত প্রধান কংগ্রেসের অনিতা ঘোষের। তিনি বলেন, “তৃণমূলের লোকেরা এ দিন সকালে ভাঙচুর চালিয়েছে। দু’জন কর্মীকে মারধরও করেছে।” তৃণমূলের পক্ষে ভীমচন্দ্র কোলে বলেন, “ওখানে জোটের পঞ্চায়ত। কিন্তু আমাদের কর্মীদের নানা ভাবে হয়রান করা হয়। এ দিন তারই বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গিয়েছিলেন কর্মীরা।”
|
গাংনাপুরে চুরি |
নিজস্ব সংবাদদাতা • রানাঘাট |
গাংনাপুরের আঁইশমালি গ্রাম পঞ্চায়েতের দুটি বাড়ি থেকে রবিবার রাতে নগদ টাকা, সোনার গহনা ও মোটর সাইকেল চুরি করে পালিয়েছে দুষ্কৃতীরা। তবে পরে কিছু দূর থেকে মোটর সাইকেলটি পাওয়া গিয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযোগ হয়েছে। তদন্ত শুরু হয়েছে।
|
নদীতে নিখোঁজ |
নিজস্ব সংবাদদাতা • কৃষ্ণনগর |
ভাগীরথীতে তলিয়ে গিয়েছে অভিজিৎ সাহা নামে নবম শ্রেণির এক ছাত্র। বাড়ি শান্তিপুরের ফুলিয়া পাড়ায়। রবিবার বিকেলে বাবার সঙ্গে নদীতে স্নান করতে নেমে তলিয়ে যায় সে। স্থানীয় বাসিন্দারা এর পরে নদীতে অনেক খোঁজাখুঁজি করলেও তার কোনও সন্ধান মেলেনি।
|
মহিলার মৃত্যু, স্বামী-শাশুড়ি ধৃত |
নিজস্ব সংবাদদাতা • বেলডাঙা |
এক মহিলাকে খুন করার অভিযোগে তাঁর স্বামী ও শাশুড়িকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার সকালে বেলডাঙার ১৩ নম্বর ওয়ার্ডের চ্যাটার্জীপাড়ার বাসিন্দা প্রতিমা সাহার (২৮) দেহ উদ্ধার হয়। মৃতার বাবার অভিযোগের ভিত্তিতে পুলিশ তাঁর স্বামী অমরকুমার সাহা ও শাশুড়ি দিপালী সাহাকে গ্রেফতার করেছে পুলিশ।
|
পুলিশ কুকুর |
সোমবার পুলিশ কুকুর নিয়ে এসে খুনের তদন্ত শুরু করল পুলিশ। রবিবার কালীগঞ্জের মাটিয়ারির একটি পুকুর থেকে নিখোঁজ এক কিশোরীর দেহ উদ্ধার হয়। পুলিশের অনুমান, পুজা বিশ্বাস (১১) নামে ওই কিশোরীকে খুন করে পুকুরে ফেলে দেওয়া হয়েছে। |
|