টুকরো খবর |
দিঘার হোটেলে উদ্ধার কলকাতার যুবতীর দেহ |
নিজস্ব সংবাদদাতা • কাঁথি |
সৈকত-শহর দিঘার একটি হোটেলে উত্তর কলকাতার এক যুবতীর ঝুলন্ত-দেহ উদ্ধার ঘিরে রহস্য তৈরি হয়েছে। পুলিশ জানায়, রবিবার রাতে নিউ দিঘার অমরাবতী পার্কের কাছে একটি হোটেলের ঘরে সিলিংফ্যান থেকে ওড়নার ফাঁস লাগানো অবস্থায় উদ্ধার হয় জয়িতা মিত্র-র (২৭) দেহ। তাঁর বাড়ি চিৎপুর থানার উমাকান্ত সেন লেনে। পুলিশ ও হোটেল সূত্রের খবর, গত শুক্রবার এক অবাঙালি যুবকের সঙ্গে ওই যুবতী নিউ দিঘার হোটেলটিতে যান। আদতে ঝাড়খণ্ডের বাসিন্দা, ইদানীং হুগলির রিষড়ায় বসবাসকারী ওই যুবক সমীররঞ্জন সিংহকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। সোমবার কাঁথি হাসপাতালে জয়িতার দেহের ময়না-তদন্ত হয়। এটি আত্মহত্যা না খুন, ময়না-তদন্তের রিপোর্ট হাতে আসার পরেই তা বলা সম্ভব বলে জানিয়েছে পুলিশ। ‘এটিএম থেকে টাকা তুলতে যাচ্ছি’ বলে রবিবার রাত ৯টা নাগাদ সমীর হোটেল থেকে বেরোন। ঘণ্টাখানেক পরে ফেরেন। হোটেলের ঘরের দরজা ভিতর থেকে বন্ধ এবং ডাকাডাকিতে জয়িতার সাড়া পাওয়া যাচ্ছে না বলে ওই যুবক হোটেলের লোকজনকে জানান। দরজা ভাঙা হতে, ভিতরে সিলিংফ্যান থেকে ঝুলতে দেখা যায় জয়িতার দেহ। খবর দেওয়া হয় পুলিশে। পুলিশের দাবি, জেরায় সমীর জানান, বতর্মানে বিবাহ-বিচ্ছেদের মামলা চলছিল জয়িতার। কাজের সূত্রেই তাঁর সঙ্গে সমীরের আলাপ ও পরবর্তীতে ‘ঘনিষ্ঠতা’।
|
খেজুরিতে হাড়গোড় উদ্ধার |
নিজস্ব সংবাদদাতা • কাঁথি |
|
নিজস্ব চিত্র। |
আবার হাড়গোড় উদ্ধার হল এবং তৃণমূলের তরফে ফের তদন্তের দাবি উঠল। সোমবার পূর্ব মেদিনীপুরের খেজুরির হলুদবাড়িতে একশো দিনের প্রকল্পে খাল-সংস্কারের কাজ চলার সময়ে একটি করোটি ও একটি হাড় উদ্ধারের পরে সেগুলি নন্দীগ্রামের নিখোঁজদের কারও কি না, তা খতিয়ে দেখার জন্য সিআইডি তদন্ত দাবি করেছেন জেলা তৃণমূল নেতৃত্ব। পরীক্ষার জন্য উদ্ধার হওয়া করোটি ও হাড় ফরেন্সিক দফতরে পাঠানো হবে বলে জানিয়েছেন খেজুরি ২-এর বিডিও জগন্নাথ ভড়। পুলিশ ও ব্লক প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এ দিন সকালে হলুদবাড়ি অঞ্চলের দেখালি ও চোদ্দোচুল্লি সীমানায় দেখালি খাল সংস্কারের কাজের সময়ে মাটি খুঁড়তে গিয়ে শ্রমিকরা একটি প্লাস্টিকের প্যাকেট পান। তার মধ্যেই ছিল এক টুকরো হলুদ কাপড়, করোটি ও একটি হাড়। শ্রমিকরা বিষয়টি খেজুরি থানা ও বিডিও অফিসে জানান। বিডিও এবং খেজুরি থানার পুলিশ দেখালি পৌঁছয়। আরও খোঁড়াখুঁড়ি করেও সন্দেহজনক আর কিছু মেলেনি। স্থানীয় ভাবে কোনও দাবি-অভিযোগ করা হয়নি বিডিও বা পুলিশের কাছে। পরে জেলা তৃণমূল সম্পাদক মামুদ হোসেন উদ্ধার হওয়া হাড়গোড় নন্দীগ্রামের নিখোঁজ কারও হতে পারে বলে সন্দেহ প্রকাশ করে সিআইডি তদন্ত দাবি করেন।
|
ইট-ভাটা শ্রমিকদের মজুরিবৃদ্ধি |
নিজস্ব সংবাদদাতা • হলদিয়া |
ত্রিপাক্ষিক চুক্তির মাধ্যমে হলদিয়ার ইটভাটা শ্রমিকদের মজুরি-বৃদ্ধির সিদ্ধান্ত হল। সোমবার হলদিয়ার সহ-শ্রম আধিকারিকের অফিসে ইটভাটা শ্রমিকদের দাবি-সনদ নিয়ে আলোচনায় বসে সিটু, আইএনটিটিইউসির প্রতিনিধি ও মালিকপক্ষ। হলদিয়া বিধানসভা এলাকার অন্তর্গত ইটভাটা ও টালিভাটা শ্রমিকদের ১৫ শতাংশ মজুরি-বৃদ্ধির সিদ্ধান্ত হয়। অন্যান্য ক্ষেত্রে শ্রমিকদের মজুরি-বৃদ্ধি হলেও দীর্ঘ দিন ধরে তাঁদের মজুরি না বাড়ায় অসন্তুষ্ট ছিলেন ভাটা-শ্রমিকরা। কুকড়াহাটি এলাকার ৯টি ইটভাটার কাজ বন্ধ হয়েও যায়। গত ১০ মার্চ হলদিয়ায় একটি অনুষ্ঠানে এসে শ্রমমন্ত্রী পূর্ণেন্দু বসু ও রাজ্য তৃণমূল শ্রমিক সংগঠনের সভানেত্রী দোলা সেন ত্রিপাক্ষিক চুক্তির মাধ্যমে সমস্যা সমাধানের কথা বলে যান। এ দিন সহ-শ্রম আধিকারিকের অফিসে মজুরি বৃদ্ধির পাশাপাশি শ্রমিকদের সুরক্ষার বিষয়টি নিয়েও আলোচনা হয়। উপস্থিত ছিলেন সহ-শ্রম আধিকারিক শুভাগত গুপ্ত, জেলা ইটভাটা ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি নবকুমার দাস, তৃণমূল প্রভাবিত ইটভাটা-টালিভাটা শ্রমিক-কর্মচারী সংগঠনের জেলা কার্যকারী সভাপতি শিবনাথ সরকার, সিটুর টালি ও ইটভাটা শ্রমিক সংগঠনের হলদিয়ার সম্পাদক শ্যামল মণ্ডল।
|
তরুণী খুনে ধৃত আরও ১ |
নিজস্ব সংবাদদাতা • এগরা |
তরুণীকে খুনের অভিযোগে ভগ্নীপতিকে গ্রেফতার করেছিল পুলিশ। তাঁকে জিজ্ঞাসাবাদ করে রবিবার রাতে মৃতার দিদি কল্পনা ঘোষকেও গ্রেফতার করা হল। সোমবার তাঁকে কাঁথি এসিজেএম আদালতে তোলা হলে পাঁচ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন বিচারক। ভগ্নীপতি সুভাষ ঘোষকে আগেই গ্রেফতার করে নিজেদের হেফাজতে নিয়েছিল পুলিশ। রবিবার তাঁকে জেল হাজতে পাঠানো হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, পটাশপুর থানা এলাকার ফতেপুরের বাসিন্দা কৃষ্ণা ঘোষের সঙ্গে তাঁর ভগ্নীপতি সুভাষ ঘোষের বিবাহ-বহির্ভূত সম্পর্ক ছিল। গত ১২ মার্চ অন্যত্র কৃষ্ণার বিয়ের দিন নির্দিষ্ট হয়। বিয়ের আগের রাতে নিখোঁজ হয়ে যান কৃষ্ণা। ২৬ মার্চ সন্ধ্যায় ফতেপুর গ্রামের একটি ধানখেতে তাঁর পচাগলা দেহ উদ্ধার হয়। ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পারে কাঠ ব্যবসায়ী সুভাষ ওই রাতে মোটর সাইকেলে চাপিয়ে কৃষ্ণাকে নিজের বাড়িতে নিয়ে গিয়েছিল। কৃষ্ণার সঙ্গে সুভাষের সম্পর্কের বিষয়টি জানতেন তাঁর স্ত্রী কল্পনাদেবী। তা নিয়ে বাড়িতে অশান্তিও হয়েছিল। ঘটনার পরে কৃষ্ণার বাবা ইশ্বরচন্দ্র ঘোষের অভিযোগের ভিত্তিতে সুভাষবাবুকে গ্রেফতার করেছিল পুলিশ। পুলিশের দাবি, তাঁকে জেরা করে খুনের ঘটনায় কল্পনাদেবীরও সহযোগী ভূমিকা ছিল বলে জানা গিয়েছে।
|
সোনার দোকানে ভাঙচুর |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
|
সোনার দোকানে হামলা। নিজস্ব চিত্র। |
সোনার দোকানে ঢুকে ‘অবাধে’ ভাঙচুর চালাল কয়েকজন যুবক। প্রহৃত হলেন দোকান মালিক। কিছু গয়নাও খোওয়া গিয়েছে বলে অভিযোগ মালিকের। সোমবার সকাল সাড়ে দশটা নাগাদ ঘটনাটি ঘটে মেদিনীপুর শহরের স্টেশন রোড মিনি মার্কেট এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। পুলিশ জানিয়েছে, ভাঙচুরে জড়িতদের খোঁজ চলছে। প্রকাশ্য দিবালোকে এমন একটি ঘটনায় আতঙ্কিত ব্যবসায়ীরা। তাঁদের অভিযোগ, ঘটনাটি পরিকল্পিত। পুরনো ‘আক্রোশ’ মেটাতেই এই হামলা। স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, এ দিন সকালে হঠাৎই স্টেশন রোড মিনি মার্কেটের ওই গয়নার দোকানে ‘হামলা’ চালায় কয়েকজন যুবক। দোকানটির মালিক বলরাম সামন্ত। বাড়ি ঝর্নাডাঙ্গায়। স্থানীয় এক ব্যবসায়ীর সঙ্গে গোলমালের জেরেই এ দিনের ঘটনা বলে মনে করা হচ্ছে। বলরামবাবুর দাদা জগন্নাথবাবু বলেন, “ঘটনার পর থেকেই দোকানে রাখা প্রায় ২০০ গ্রাম রুপোর গয়না ও প্রায় ১০০ গ্রাম সোনার গয়না নেই। এগুলি লুঠ হয়েছে।” বলরামবাবুর কথায়, “এ ভাবে দোকানে ঢুকে কেউ হামলা করতে পারে বলে ভাবিইনি। এটা পরিকল্পিত ঘটনা।” পুলিশ জানিয়েছে, অভিযোগ খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে।
|
মাওবাদী সন্দেহে অস্ত্র-সমেত ধৃত ৩ |
নিজস্ব সংবাদদাতা • ঝাড়গ্রাম |
সোমবার বিকেলে ঝাড়গ্রামের মানিকপাড়ার গোবিন্দপুর জঙ্গল থেকে মাওবাদী-জনগণের কমিটির সদস্য সন্দেহে তিন যুবককে গ্রেফতার করেছে পুলিশ। পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার প্রবীণ ত্রিপাঠী জানান, কাউন্টার ইনসার্জেন্সি ফোর্স এবং ঝাড়গ্রাম জেলা পুলিশ যৌথ ভাবে তল্লাশি চালিয়ে ঝাড়গ্রামের বৃন্দাবনপুর গ্রামের অজিত মুর্মু ওরফে সুজয়, কলাবনির সুরাই হাঁসদা ওরফে কালী এবং নুনিয়াকুন্দ্রি গ্রামের পরাণ বাস্কে-কে গ্রেফতার করেছে। ধৃতদের কাছ থেকে একটি নাইন এমএম পিস্তলও পাওয়া গিয়েছে বলে পুলিশের দাবি। ধৃতদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ, খুন-নাশকতার কমপক্ষে ১৫টি মামলা রয়েছে বলে জেলা পুলিশ জানিয়েছে। ধৃতদের আজ, মঙ্গলবার ঝাড়গ্রাম আদালতে তোলা হবে।
|
উদ্বোধনে শুভেন্দু |
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
পাঁশকুড়া ১ ব্লকের পূর্বইটাড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের নবনির্মিত ভবনের উদ্বোধন করলেন তমলুকের তৃণমূল সাংসদ শুভেন্দু অধিকারী। জাতীয় গ্রামীণ স্বাস্থ্য মিশন প্রকল্পে পাওয়া ১ কোটি ২৯ লক্ষ টাকায় ১০ শয্যাবিশিষ্ট অর্ন্তবিভাগ নির্মিত হচ্ছে স্বাস্থ্যকেন্দ্রে। সোমবারের এই অনুষ্ঠানে সাংসদ শুভেন্দু অধিকারী ছাড়াও উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি গান্ধী হাজরা, বিধায়ক ওমর আলি প্রমুখ। সাংসদ ঘোষণা করেন, “দুর্ঘটনায় আহতদের চিকিৎসা করার জন্য হলদিয়ার কাপাসএড়িয়ায় ট্রমা সেন্টার তৈরি করা হবে। আর আগামী ১৫ দিনের মধ্যে তমলুকে জেলা হাসপাতালে ‘সিক নিওনেটাল কেয়ার ইউনিট’ চালু হয়ে যাবে।”
|
ন্যায্য মজুরির দাবি, বিক্ষোভ |
নিজস্ব সংবাদদাতা • ঝাড়গ্রাম |
একশো দিনের প্রকল্পে মাটি কাটার কাজ করেও ‘ন্যায্য-মজুরি’ না মেলায় সোমবার জামবনি ব্লকের চিচিড়া পঞ্চায়েত অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখালেন শ’খানেক শ্রমিক। তাঁদের অভিযোগ, স্থানীয় একটি পুকুর খননের জন্য ৭০টিরও বেশি পরিবার ৯ দিন মাটি কাটার কাজ করেছে। হিসেবমতো ৯০০ শ্রমদিবস সৃষ্টি হয়েছে। কিন্তু পঞ্চায়েত-প্রশাসনের তরফে ৩০০ শ্রমদিবস সৃষ্টি হয়েছে বলে দাবি করা হয়। কিন্তু শ্রমিকেরা কম মজুরি নিতে রাজি হননি। ৯০০ শ্রমদিবসের মজুরি দাবি করেছেন তাঁরা। এর জেরে গত দু’মাস ধরে শ্রমিকদের মজুরি দেওয়ার বিষয়টি ঝুলে রয়েছে। এ দিন চিচিড়া পঞ্চায়েত অফিসে বিক্ষোভকারীদের বক্তব্য শোনেন জামবনির যুগ্ম বিডিও মনোজকুমার মুর্মু। তাঁর আশ্বাসে ঘেরাও-বিক্ষোভ ওঠে। যুগ্ম বিডিও জানান, আজ, মঙ্গলবার গিধনিতে ব্লক অফিসে ওই শ্রমিকদের আলোচনায় ডেকেছেন বিডিও দীপ ভাদুড়ি।
|
স্কুলবাসের ধাক্কায় জখম বালিকা |
নিজস্ব সংবাদদাতা • কাঁথি |
রাস্তা পেরনোর সময় একটি স্কুলবাসের ধাক্কায় গুরুতর জখম হল এক বালিকা। সোমবার দুপুরে দুর্ঘটনাটি ঘটেছে কাঁথি শহরের কাছেই নামালে। জখম সুলতানা খাতুনের বয়স ৬ বছর। নামালেই তার বাড়ি। প্রত্যক্ষদর্শীরা জানান, রাস্তা পেরোচ্ছিল সুলতানা। তখনই কাঁথি শহরের ইংরেজি মাধ্যম নার্সারি স্কুলের বাসটি তাকে ধাক্কা মারে। কোমরে ও পায়ে আঘাত লাগে তার। তাকে কাঁথি মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়। সুলতানার চিকিৎসা চলছে বলে জানিয়েছেন হাসপাতালের সুপার তরুণ পালিত। দুর্ঘটনার পরে চালক বাস নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও গ্রামবাসীরা ধাওয়া করে বাসটি ধরে ফেলে। পরে পুলিশ চালককে গ্রেফতার করে। আটক করা হয় স্কুলবাসটি।
|
মণ্ডপে আগুন |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
মণ্ডপে আগুন লাগল মেদিনীপুর শহরের পাটনাবাজারে। রামনবমী উপলক্ষে এক পুজোর আয়োজন করা হয়েছিল পাটনাবাজারের শিশুউদ্যানে। মাঠে মণ্ডপ তৈরি করা হয়েছিল। সোমবার সকাল দশটা নাগাদ হঠাৎই মণ্ডপে আগুন লেগে যায়। স্থানীয় বাসিন্দারা আগুন নেভানোর কাজে হাত লাগান। ততক্ষণে অবশ্য মণ্ডপটি পুড়ে গিয়েছে। স্থানীয় বাসিন্দাদের একাংশ জানাচ্ছেন, মণ্ডপে আগুন ধরার মতো কোনও সরঞ্জাম যেমন প্রদীপ, মোমবাতি ছিল না। কেউ বা কারা ইচ্ছে করেই আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ। কী কারণে আগুন লাগল তা খতিয়ে দেখছে পুলিশ।
|
মাওবাদী সন্দেহে অস্ত্র-সহ ধৃত ৩ |
নিজস্ব সংবাদদাতা • ঝাড়গ্রাম |
সোমবার বিকেলে ঝাড়গ্রামের মানিকপাড়ার গোবিন্দপুর জঙ্গল থেকে মাওবাদী-জনগণের কমিটির সদস্য সন্দেহে তিন যুবককে গ্রেফতার করেছে পুলিশ। পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার প্রবীণ ত্রিপাঠী জানান, কাউন্টার ইনসার্জেন্সি ফোর্স এবং ঝাড়গ্রাম জেলা পুলিশ যৌথ ভাবে তল্লাশি চালিয়ে ঝাড়গ্রামের বৃন্দাবনপুর গ্রামের অজিত মুর্মু ওরফে সুজয়, কলাবনির সুরাই হাঁসদা ওরফে কালী এবং নুনিয়াকুন্দ্রি গ্রামের পরাণ বাস্কে-কে গ্রেফতার করেছে। ধৃতদের কাছ থেকে একটি নাইন এমএম পিস্তলও পাওয়া গিয়েছে বলে পুলিশের দাবি। ধৃতদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ, খুন-নাশকতার কমপক্ষে ১৫টি মামলা রয়েছে বলে জেলা পুলিশ জানিয়েছে। ধৃতদের আজ, মঙ্গলবার ঝাড়গ্রাম আদালতে তোলা হবে।
|
গাছের ডালে দেহ |
নিজস্ব সংবাদদাতা • কাঁথি |
গাছের ডালে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হল এক প্রৌঢ়ের মৃতদেহ। সোমবার সকালে কাঁথি থানার গিমাগেড়িয়ার ঘটনা। মৃত হীরা মোল্লা (৫৫)র বাড়ি বধর্মান জেলায়। তিনি কাঁথির একটি গ্যারাজে কাজ করতেন এবং পরিবার থাকে এগরা শহরে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, অশান্তির জেরেই আত্মহত্যা করেছেন ওই প্রৌঢ়। |
|