|
|
|
|
পুলিশি হেফাজতে প্রেমিক, ধৃত স্ত্রী-র জেলহাজত |
নিজস্ব সংবাদদাতা • হলদিয়া |
প্রেমিকার স্বামীকে গুলি করার অভিযোগে ধৃত দুষ্কৃতীকে তিন দিনের পুলিশি হেফাজতে পাঠাল আদালত। দু’দিনের জেল হেফাজত হয়েছে প্রেমিকার।
শনিবার গভীর রাতে হলদিয়ার শালুকখালিতে সানিয়া বিবি ওরফে মানসী দাসের প্রেমিক শেখ জিয়াবুলের গুলিতে জখম হন স্বামী শেখ সৌকত। রবিবার রাতে ঝিকুরখালি এলাকা থেকে অভিযুক্ত শেখ জিয়াবুলকে গ্রেফতার করে সুতাহাটা থানার পুলিশ। জিজ্ঞাসাবাদের পরে গ্রেফতার করা হয় সানিয়া বিবিকেও। সোমবার ধৃতদের হলদিয়া মহকুমা আদালতে হাজির করা হয়। এসিজেএম সর্বাণী মল্লিক চট্টোপাধ্যায় জিয়াবুলকে তিন দিনের পুলিশি হেফাজতে পাঠান। সানিয়ার দু’দিনের জেল হেফাজত হয়েছে। গুরুতর জখম সৌকত এখন কলকাতার হাসপাতালে চিকিৎসাধীন।
চুরি-ছিনতাই-ডাকাতির ঘটনায় দীর্ঘ দিন জেলবন্দি ছিলেন দক্ষিণ ২৪ পরগনার উস্তির বাসিন্দা সৌকত। স্বামীকে দেখতে জেলে গিয়েই সানিয়ার সঙ্গে আলাপ আর এক জেলবন্দি জিয়াবুলের। দু’জনের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। গত এক সপ্তাহ ধরে শালুকখালিতে মামার বাড়িতে ছিলেন সানিয়া। শনিবার স্বামী ও প্রেমিককে সেখানে ডাকেন তিনি। বিবাহ-বহির্ভূত সম্পর্কের কথা জানাজানি হতে স্বামী ও প্রেমিকের মধ্যে বচসা বেধে যায়। তর্কাতর্কির সময়ে সৌকতকে গুলি করে পালায় জিয়াবুল। তদন্তে নেমে সুতাহাটা থানার পুলিশ সানিয়াকে জেরা করে ‘পলাতক’ জিয়াবুলের খোঁজে তল্লাশি শুরু করে। রবিবার রাতে ঝিকুরখালি থেকে জিয়াবুলকে গ্রেফতার করে পুলিশ। সুতাহাটা থানার ওসি স্বপন গোস্বামী জানান, সানিয়ার গোপন জবানবন্দি চাওয়া হয়েছিল। কিন্তু সানিয়া গোপন জবানবন্দি দিতে অস্বীকার করেছেন। |
|
|
|
|
|