|
|
|
|
সবংয়ে আক্রান্ত সিপিএম, অভিযোগ |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
সিপিএম কর্মী-সমর্থকদের উপর হামলার অভিযোগ উঠল সবংয়ে। ভাঙচুর করা হল দলীয় কার্যালয়।
রবিবার সন্ধ্যায় সবংয়ের বলপাই অঞ্চলের খাগড়াগেড়িয়ায় সিপিএমের একটি মিছিল বেরিয়েছিল। অভিযোগ, এর পরই কিছু তৃণমূল কর্মী-সমর্থক সিপিএমের স্থানীয় শাখা কার্যালয়ে গিয়ে ভাঙচুর চালান। লাঠিসোটা নিয়ে ভাঙচুর চালানোর পাশাপাশি সিপিএমের শাখা সম্পাদক মদন পাল, পঞ্চায়েত সদস্য সুকুমার সামন্ত-সহ ৪ নেতা-কর্মীর বাড়িতে ঢুকে ‘তাণ্ডব’ চালানো হয় বলেও অভিযোগ। তৃণমূল অবশ্য এই অভিযোগ উড়িয়ে দিয়েছে। তাদের পাল্টা দাবি, সিপিএমের লোকজনই তৃণমূলের দলীয় কর্মী-সমর্থকদের উপর হামলা চালিয়েছে। পুলিশ জানিয়েছে, পরিস্থিতি এখন স্বাভাবিক। অভিযোগ খতিয়ে দেখে পদক্ষেপ করা হবে। এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, দ্রব্যমূল্য বৃদ্ধি, সারে ভর্তুকি দেওয়া-সহ বেশ কিছু দাবিতে সোমবার সন্ধ্যায় খাগড়াগেড়িয়ায় মিছিল করে সিপিএম। এরপরই এলাকায় অশান্তি দেখা দেয়। হামলার জেরে তাদের অন্তত ৮ জন কর্মী আহত হন বলে সিপিএমের দাবি। তৃণমূলের পাল্টা অভিযোগ, সিপিএম সশস্ত্র মিছিল করেছিল। সেই মিছিল থেকে স্থানীয় তৃণমূল বুথ সভাপতি স্বপন মান্না’র উপর আক্রমণ চালানো হয়। তখনই দলীয় কর্মী-সমর্থকেরা মিছিল বের করে প্রতিবাদ করেন।
তৃণমূলের দাবি, সিপিএমের জন্যই এলাকায় অশান্তি হয়েছে। জেলা তৃণমূল নেতা অমূল্য মাইতি বলেন,“ এতদিন ওরা সন্ত্রাস করে এসেছে। ফের নতুন করে সন্ত্রাস শুরু করেছে।” তাঁর কথায়,“ যে শাখা কার্যালয়ে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করা হচ্ছে, সেটি পরিত্যক্ত। এখন সেখানে সন্ধ্যা প্রদীপ জ্বালানোর লোক নেই! এই ঘটনার জন্য তৃণমূল কর্মী- সমর্থকেরা কোনও ভাবেই দায়ী নন।” |
|
|
|
|
|