|
|
|
|
সহবাস-মামলা |
অভিযুক্ত ডাক্তারের আগাম জামিন |
নিজস্ব সংবাদদাতা • ঝাড়গ্রাম |
বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস ও পরে বিয়ে করতে অস্বীকার করা সংক্রান্ত একটি মামলায় অভিযুক্ত বেলপাহাড়ি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের মেডিক্যাল অফিসার (এমও) রাজকিশোর হেমব্রম ও তাঁর পরিজনেদের আগাম জামিন মঞ্জুর করল মেদিনীপুর জেলা ও দায়রা আদালত। ধর্ষণ ও প্রতারণায় অভিযুক্ত রাজকিশোরবাবুর পাশাপাশি, তাঁর বাবা, মা, বোন, মামা ও মামিমার বিরুদ্ধেও প্রতারণা ও ধর্ষণে সাহায্য করার অভিযোগ দায়ের করেন বাঁকুড়ার ইঁদপুর থানার বাসুদেবপুর গ্রামের বছর আঠারোর এক আদিবাসী তরুণী। শনিবার মেদিনীপুর আদালতে অভিযুক্তপক্ষের আইনজীবীরা দাবি করেন, “সামাজিক প্রথা অনুযায়ী, ওই তরুণী স্বেচ্ছায় রাজকিশোরবাবুর বাড়িতে এসেছিলেন। ফলে রাজকিশোরবাবু ও তাঁর পরিজনেদের বিরুদ্ধে জামিন-অযোগ্য ধারা প্রয়োগ করা অযৌক্তিক। ওই মামলায় পুলিশ এখনও চার্জশিটও জমা দেয়নি।” শনিবার আবেদনের শুনানির পর অভিযুক্তদের আগাম জামিন মঞ্জুর করে আদালত।
গত ৭ মার্চ বিনপুর থানায় দায়ের করা অভিযোগে ওই তরুণী দাবি করেছিলেন, গত বছর নভেম্বরে বিনপুরের সাহাড়ি গ্রামের রাজকিশোরবাবুর সঙ্গে তাঁর বিয়ের সম্বন্ধ করেন বাড়ির লোকেরা। পাত্রী হিসেবে তাঁকে পছন্দ করেন রাজকিশোরবাবু ও পরিবারের লোকেরা। এর পর বিয়ের প্রস্তুতি শুরু হয়। আদিবাসীদের প্রথা অনুযায়ী, বিয়ের আগে পাত্রী তাঁর হবু শ্বশুরবাড়িতে গিয়ে থাকেন। সেই মতো, গত ডিসেম্বরে বারো দিনের জন্য ওই তরুণীকে সাহাড়ি গ্রামের বাড়িতে নিয়ে আসেন রাজকিশোরবাবুর অভিভাবকেরা। সেখানে থাকাকালীন রাজকিশোরবাবু ওই তরুণীর সঙ্গে একাধিক বার সহবাস করেন বলে অভিযোগ। কিন্তু পরে ওই তরুণীর সঙ্গে বিয়ে ভেঙে দেয় পাত্রপক্ষ। তরুণীর দাবি, দু’টি পরিবারের তরফে বিয়ের সবকিছু পাকা হয়ে যাওয়ায় বিয়ের আগে তাঁদের মধ্যে মেলামেশায় আপত্তি করেননি অভিভাবকেরা। কিন্তু রাজকিশোরবাবু ও তাঁর বাড়ির লোকেরা বিয়েতে অরাজি হওয়ার মেয়েটির বাড়ির লোকের মাথায় আকাশ ভেঙে পড়ে। দফায় দফায় আলোচনায় বসে অনেক বুঝিয়েও পাত্রপক্ষকে বিয়েতে রাজি করানো যায়নি। শেষ পর্যন্ত রাজকিশোরবাবু ও তাঁর বাড়ির লোকের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেন ওই তরুণী। এর পরেই গত ৮ মার্চ সপরিবারে ‘ফেরার’ হন রাজকিশোরবাবু। স্বাস্থ্য দফতর সূত্রের খবর, গত ৮ মার্চ বেলপাহাড়ি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের বিএমওএইচ-এর দফতরে লম্বা ছুটির দরখাস্তও জমা দিয়েছিলেন তিনি। |
|
|
|
|
|