নিজস্ব সংবাদদাতা • চন্দননগর |
আগ্নেয়াস্ত্র-সহ একটি গাড়ি আটক করল পুলিশ। গ্রেফতার করা হয়েছে গাড়িতে থাকা ৪ দুষ্কৃতীকে। ঘটনাটি ঘটেছে সোমবার বিকেলে চন্দননগরের উর্দিবাজারে। পুলিশ জানায়, গাড়িটি থেকে গুলি-ভর্তি দু’টি নাইন এম এম পিস্তল এবং একটি ওয়ান শটার উদ্ধার হয়। এ ছাড়াও, রিভলভারের ৫টি গুলি, নাইন এম-এমের আরও ২৪টি গুলি এবং ৪টি মোবাইল ফোন উদ্ধার হয়েছে। ঠিক কী কারণে ওই অস্ত্রশস্ত্র নিয়ে দুষ্কৃতীরা জড়ো হয়েছিল, পুলিশ তা তদন্ত করে দেখছে।
পুলিশ জানায়, ধৃতদের নাম নান্টু হালদার, তনয় হালদার, শ্যাম বাহাদুর যাদব এবং অভিষেক সিংহ। |
প্রথম তিন জনের বাড়ি দক্ষিণ ২৪ পরগনার বজবজে। অপর দুষ্কৃতী ওই জেলারই নোদাখালির বাসিন্দা। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, এ দিন বিকেল ৩টে নাগাদ একটি গাড়িতে ওই চার যুবক উর্দিবাজার এলাকায় ঘোরাঘুরি করছিলেন। অনেক ক্ষণ ধরে তাদের চক্কর কাটতে দেখে এলাকাবাসীদের সন্দেহ হয়। তাঁরা চন্দননগর থানায় বিষয়টি জানান। পুলিশ এসে গাড়িটিকে ঘিরে ফেলে। আরোহীদের জিজ্ঞাসা করলে তারা অসংলগ্ন কথা বলে। এর পরেই গাড়িটি তল্লাশি করে ওই সব অস্ত্রশস্ত্র উদ্ধার করে পুলিশ। হুগলির পুলিশ সুপার তন্ময় রায়চৌধুরী বলেন, “কোনও অপরাধমূলক কাজের উদ্দেশ্যে দুষ্কৃতীরা জড়ো হয়ে থাকতে পারে। এমনও হতে পারে যে, অস্ত্র বিক্রির মতলবে ওরা ঘোরাঘুরি করছিল। তদন্ত শুরু হয়েছে। ধৃতদের জিজ্ঞাসাবাদ হচ্ছে।” |