টুকরো খবর
রিষড়ার হেস্টিংস জুটমিলে সমস্যা কাটাতে উদ্যোগ
হুগলির রিষড়ার হেস্টিংস জুটমিলের অচলাবস্থা কাটাতে আজ, মঙ্গলবার মিলের কর্তৃপক্ষ এবং শ্রমিক সংগঠনগুলির সঙ্গে কথা বলবেন শ্রম দফতরের অফিসারেরা। শ্রমিকদের ‘বেআইনি’ আন্দোলনের কারণ দেখিয়ে গত শনিবার রাতে মিলে ‘সাসপেনশন অফ ওয়ার্ক’ ঘোষণা করেন কর্তৃপক্ষ। শ্রমিকেরা অবশ্য অভিযোগ করেন, ‘অনৈতিক’ ভাবে মিল বন্ধ করা হয়েছে। অবিলম্বে মিল খোলার দাবি জানায় বিভিন্ন শ্রমিক সংগঠন। এ দিন শ্রীরামপুরে শ্রম দফতরের ডেপুটি লেবার কমিশনার অমল মজুমদারের কাছে একই দাবি জানান এসইউসি-র শ্রমিক সংগঠন এআইইউটিইউসি। সংগঠনের জেলা কমিটির সদস্য সন্তোষ ভট্টাচার্য বলেন, “সরকারি হস্তক্ষেপে অবিলম্বে নিঃশর্তে কারখানা খোলার দাবি জানাচ্ছি আমরা। অভিজ্ঞতায় দেখেছি, এই ররম পরিস্থিতিতে মিল খোলার ব্যাপারে শ্রমিকদের পরিপন্থী শর্ত চাপিয়ে দেন কর্তৃপক্ষ।” শ্রম দফতর সূত্রের খবর, আজ মঙ্গলবার সকালে দফতরের অফিসারেরা মিল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবেন। বিকেলে আলোচনা করবেন ৮টি শ্রমিক সংগঠনের সঙ্গে।

বিএমওএইচ প্রহৃত, ধৃত ফার্মাসিস্ট
দফতরের প্রয়োজনে ব্যক্তিগত খরচের বিল নিয়ে কথা বলতে এসে সোমবার হুগলির মগরার ব্লক মুখ্য স্বাস্থ্য আধিকারিককে (বিএমওএইচ) মারধরের অভিযোগ উঠল এক ফার্মাসিস্টের বিরুদ্ধে। এই মর্মে থানায় অভিযোগ জানিয়েছেন বিএমওএইচ গোলাম মোর্তাজা। পুলিশ দীপককুমার বন্দ্যোপাধ্যায় নামে ওই ফার্মাসিস্টকে গ্রেফতার করেছে। তিনি ব্যান্ডেলের নলডাঙা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের ফার্মাসিস্ট। জেলা স্বাস্থ্য দফতর সূত্রের খবর, এ দিন দুপুরে নিজের খরচের বিল-সংক্রান্ত ব্যাপারে মগরা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে বিএমওএইচ-এর সঙ্গে কথা বলতে আসেন দীপককুমারবাবু। অভিযোগ, দু’জনের তর্কাতর্কির সময়ে বিএমওএইচ-কে মারধর করেন ওই ফার্মাসিস্ট। স্বাস্থ্যকেন্দ্রের কর্মীরা ছুটে এসে দীপককুমারবাবুকে নিরস্ত করেন। পুলিশ ঘটনাস্থলে আসে। লিখিত অভিযোগ করেন গোলাম মোর্তাজা। তিনি বলেন, “ওই ফার্মাসিস্ট টিএ বিল-সংক্রান্ত কাগজ দেখাচ্ছিলেন। বছরের এ সময়ে কাজের প্রচুর চাপ থাকে। তাই আমি ওঁকে দু’এক দিন পরে আসতে বলি। কিন্তু উনি তা শুনলেন না।” দুপুরেই মগরা আসেন জেলার উপ মুখ্য স্বাস্থ্য আধিকারিক (সদর) চিকিৎসক টান্টো। তিনি জানান, স্বাস্থ্য দফতর ঘটনার তদন্ত করে অভিযুক্তের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে। মহকুমাশাসক (সদর) জলি চৌধুরী বলেন, “ওই ফার্মাসিস্টের বিরুদ্ধে আগেও নানা অভিযোগ রয়েছে।”

দুর্ঘটনায় মৃত্যু গোঘাটের গ্রামে
রাস্তা পেরনোর সময়ে বোল্ডার বোঝাই লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল এক প্রৌঢ়ের। সোমবার সকালে দুর্ঘটনাটি ঘটে গোঘাটের কৃষ্ণগঞ্জে। পুলিশ জানায়, মৃতের নাম হারাধন কয়াল (৫৫)। বাড়ি স্থানীয় ফলুই গ্রামে। তিনি কেনাকাটা করতে বেরিয়েছিলেন। লরিটি আটক করা হয়েছে। চালক পলাতক। দেহ ময়না-তদন্তে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন পুলিশ অফিসারেরা।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.