নিজস্ব সংবাদদাতা • বোলপুর |
সিপিএম কর্মীদের উপরে হামলার অভিযোগে ধৃতদের জামিন আবেদন নাকচ করে দিল আদালত। পরিবর্তে ধৃত তিন ওই তৃণমূলকর্মীর তিন দিনের পুলিশ হেফাজত হয়।
ওই ঘটনায় গুলিবিদ্ধ নানুরের নূরপুরের সিপিএমকর্মী শেখ ইলিয়াস ওরফে ডালিম শেখের শারীরিক অবস্থা এখনও বিপদমুক্ত নয় বলে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। সরকার পক্ষের আইনজীবী ফিরোজকুমার পাল জানান, বোলপুরের এসিজেএম পীযূষ ঘোষ ধৃত ৩ জনকে তিন দিনের পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন। বৃহস্পতিবার ধৃতদের ফের আদালতে হাজির করানো হবে।
পুলিশ জানায়, ধৃতরা হলেন নানুর থানার সোনাডাঙা গ্রামের কাঞ্চন শেখ এবং নানুর থানারই নূরপুর গ্রামের শেখ সিরাজুল ও আবু তালেব। ফিরোজবাবু জানিয়েছেন, ধৃতদের বিরুদ্ধে দাঙ্গা পাকানো, বেআইনি ভাবে জড়ো হওয়া, ধারালো অস্ত্র দিয়ে খুনের চেষ্টা, অস্ত্র আইন এবং বিস্ফোরক আইনের ধারায় মামলা হয়েছে। পুলিশ ধৃতদের দশ দিনের পুলিশি হেফাজত চাইলেও বিচারক তিন দিন মঞ্জুর করেছেন।
নানুরের পোশলা গ্রামে সিপিএমকর্মীদের উপর রবিবার গুলি-বোমা ছোড়ার ঘটনা ঘটে। অভিযোগ, কীর্ণাহারে দলীয় কর্মীসভায় যোগ দিতে যাওয়ার পথে তৃণমূলকর্মীরা ওই সিপিএমকর্মীদের উপর হামলা চালায়। গুলি-বোমায় আহত হন ডালিম শেখ, শেখ সবুর-সহ ১৩ জন সিপিএম কর্মী-সমর্থক। |