টুকরো খবর
বধূর অপমৃত্যু, স্বামী-সহ গ্রেফতার ৩
এক গৃহবধূকে পুড়িয়ে মারার অভিযোগে স্বামী-সহ তিন জনকে গ্রেফতার করল পুলিশ। সোমবার সকালে দুবরাজপুর থানা এলাকার নিরাময় যক্ষ্মা হসপাতালের আবাসন থেকে তাঁদের গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত বধূর নাম পুজা ডোম (১৯)। অগ্নিদগ্ধ অবস্থায় রবিবার বিকেলে তাঁকে সিউড়ি সদর হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। সোমবার ভোরে তিনি মারা যান। তার পরেই ওই বধূর স্বামী-সহ তাঁর শ্বশুর বাড়ির ছয় সদস্যের বিরুদ্ধে মেয়েকে পুড়িয়ে মারার অভিযোগ দায়ের করেন বধূর মা রূপা ডোম। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত বছর ফেব্রুয়ারি মাসে নিরাময় যক্ষ্মা হসপাতালের চতুর্থ শ্রেণির কর্মী কৃষ্ণ ডোমের ছেলে অমিত ডোমের সঙ্গে বর্ধমানের অন্ডালের বাসিন্দা রূপাদেবীর মেয়ে পুজার বিয়ে হয়েছিল। রূপাদেবীর অভিযোগ, ১০ বছর আগে আমার স্বামী মারা গিয়েছেন। বহু কষ্টে চাঁদা তুলে গত বছর আমার মেয়ের বিয়ে দিয়েছিলাম। কিন্তু বিয়ের এক মাস যেতে না যেতেই নতুন করে টাকা পয়সার দাবিতে মেয়ের উপর শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করে ওর শ্বশুর বাড়িরলোক। রবিবার দুপুরে ওরাই আমার মেয়ের গায়ে কেরসিন ঢেলে আগুন লাগিয়ে দেয় বলে জেনেছি। অভিযোগ পাওয়ার পরে এই বধূর স্বামী অমিত ডোম, এক জা গুড়িয়া ডোম এবং শাশুড়ি গীতা ডোমকে পুলিশ ধরলেও বাকিরা পলাতক। তাঁদের খোঁজ শুরু করছে পুলিশ।

স্কুল ভবন নির্মাণে ‘নিম্নমানের’ কাজ
স্কুলের ভবন নির্মাণে নিম্নমানের কাজের অভিযোগ তুলে ওই স্কুলে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীদের একাংশ। সোমবার মুরারই থানার গোপনন্দীগ্রাম আড়াইলবাটি প্রাথমিক বিদ্যালয়ে বিক্ষোভ দেখানোর পাশাপাশি স্কুলের ভবন নির্মাণের কাজ বন্ধ করে দেন গ্রামবাসীরা। তাঁদের অভিযোগ, দক্ষ মিস্ত্রিকে দিয়ে ভবন নির্মাণ করা হচ্ছে না এবং সঠিক পদ্ধতি মেনে কাজ হচ্ছে না। এ ব্যাপারে বিডিওকে ২০ মার্চ জানানো হলেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। প্রধান শিক্ষক নিখিল মিশ্রের সঙ্গে চেষ্টা করেও যোগাযোগ করা যায়নি। গ্রাম শিক্ষা কমিটির সভাপতি তথা নন্দীগ্রাম অঞ্চলের প্রধান মিলন মণ্ডল বলেন, “কিছু স্বার্থান্বেষী মানুষ গণ্ডগোল পাকানোর চেষ্টা করছে। ভবন নির্মাণ কিছু ত্রুটি আছে। সেটা মেরামতির জন্য স্কুল পরিদর্শককে বলা হয়েছে। দেখা যাক কী করা যায়।” মুরারই ২ ব্লকের বিডিও অরূপ দত্ত বলেন, “সর্বশিক্ষা অভিযানের টাকায় ভবনটি নির্মাণ করা হচ্ছে। দেখাশোনার দায়িত্ব অবর বিদ্যালয় পরিদর্শকের। এখনও পর্যন্ত কোনও অভিযোগ পাইনি।” ওই এলাকার অবর বিদ্যালয় পরিদর্শকেরা দায়িত্বে আছেন। রামপুরহাট পশ্চিম চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক অনঙ্গমোহন আলিপাত্র। তাঁর সঙ্গে চেষ্টা করেও যোগাযোগ করা যায়নি।

স্কুলে গোলমাল
উচ্চ মাধ্যমিকের ভূগোল পরীক্ষা শেষে বিশৃঙ্খলার সৃষ্টি হল নলহাটি থানার কয়থা হাইস্কুলে। পরীক্ষার্থীদের ছোড়া ইটে উত্তরপত্র নিয়ে যাওয়া গাড়ির কাচ ভেঙে যায়। পুলিশ এসে পরিস্থিতির সামাল দেয়। ওই স্কুলের প্রধান শিক্ষক প্রকাশ রায় বলেন, “এ দিন পরীক্ষা থেকে গেটের বাইরে ছোটখাটো ঘটনা ঘটেছে।” স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কয়থা হাইস্কুলে প্রসাদপুর, ভাগলদিঘি, উজিরপুর, নওয়াপাড়া, নলহাটি হরিপ্রসাদ হাইস্কুলের ছাত্রদের সিট পড়েছে। এ বারই প্রথম কয়থা হাইস্কুলে পরীক্ষাকেন্দ্র করা হয়েছে। অভিযোগ, নকল করতে বাধা দেওয়ায় কিছু ছাত্র পরীক্ষা শেষে গেটের বাইরে থেকে ইট ছুড়েছে। এলাকায় বিশৃঙ্খলা চলছে দেখে স্থানীয় বাসিন্দাদের একাংশ ছাত্রদের দিকে তেড়ে যায়। পরে পুলিশ পৌঁছে পরিস্থিতি সামাল দেয়।

দুর্ঘটনায় মৃত্যু
ইলামবাজার থানার ঘুরিষার কাছে পথ দুর্ঘটনায় এক বাইক আরোহীর মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম শিবু হেমব্রম (৩৮)। বাড়ি বোলপুর থানার দক্ষিণ হরিদাসপুরে। এই দুর্ঘটনাগ্রস্ত বাইকের আর এক আরোহীকে সঙ্কটজনক অবস্থায় বর্ধমান মেডিক্যালে ভর্তি করানো হয়েছে। পুলিশ প্রাথমিক তদন্তে জেনেছে, রবিবার রাত ৮টা নাগাদ পানাগড়-মোরগ্রাম জাতীয় সড়কে ঘটনাটি ঘটেছে। পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.