নিজস্ব সংবাদদাতা • ইলামবাজার |
সিনিয়রদের সঙ্গে ‘অসৌজন্য’ দেখানোর অভিযোগকে কেন্দ্র করে ছাত্র-সংঘর্ষের ঘটনা ঘটল বোলপুর লাগোয়া ইলামবাজার থানার গোপালনগর এলাকার একটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং ও ম্যানেজমেন্ট কলেজে। কলেজের তৃতীয় বর্ষ ও চতুর্থ বর্ষের ছাত্ররা সোমবার নিজেদের মধ্যে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ওই ছাত্র-সংঘর্ষের জেরে বোলপুর-ইলামবাজার রাস্তা ঘণ্টা খানেকের জন্য বন্ধ হয়ে যায়। সংঘর্ষে দু’জন ছাত্র গুরুতর জখম হয়ে বোলপুর মহকুমা হাসপাতালে ভর্তি হয়েছে।
পুলিশ ও কলেজ সূত্রে জানা গিয়েছে, এ দিন সকাল সাড়ে দশটা নাগাদ কলেজের তৃতীয় ও চতুর্থ বর্ষের ছাত্রদের মধ্যে চতুর্থ বর্ষের এক সিনিয়র দাদাকে অপমান করার অজুহাতে ঝগড়া শুরু হয়। এর কিছু পরেই বোলপুর-ইলামবাজার রাস্তায় প্রকাশ্যে দু’দল ছাত্র লাঠি, রড, ক্রিকেট ব্যাট, উইকেট হাতে মারপিট করতে দেখা যায়। মারপিটের জেরে প্রায় দুপুর ১২টা পর্যন্ত ওই রাস্তা বন্ধ হয়ে যায়। বেসরকারি যাত্রীবাহী বাস থেকে শুরু করে একাধিক মালবাহী গাড়ি আটকা পড়ে। পরে ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি স্বাভাবিক করে।
ছাত্র সংঘর্ষের কথা স্বীকার করেও ওই বেসরকারি কলেজের অধিকর্তা শুভাশিস বসু বলেন, “এটা আমাদের আভ্যন্তরীণ বিষয়।” পরিস্থিতি সামলাতে আসা ইলামবাজার থানার ওসি ত্রিদিব প্রামাণিক বলেন, “ছাত্রদের মধ্যে মারপিটের ঘটনা ঘটেছে। বোলপুর-ইলামবাজার রাস্তায় যান চলাচল এখন স্বাভাবিক। এখনও কোনও লিখিত অভিযোগ হয়নি।” |