বর্ধমানে সিপিএমের প্রাক্তন বিধায়ক প্রদীপ তা এবং ওই দলেরই কর্মী কমল নায়েক খুন নিয়ে তদন্তের প্রাথমিক রিপোর্ট ২৩ মার্চের মধ্যে জমা দেওয়ার জন্য সিআইডি-কে নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। সেই রিপোর্ট জমা পড়ে থাকলে চলতি সপ্তাহেই ওই মামলার শুনানি শুরু হবে বলে সোমবার হাইকোর্ট জানিয়ে দিয়েছে। ওই জোড়া খুনের তদন্তভার জেলা পুলিশের হাত থেকে নিয়ে সিআইডি-কে দিয়েছিল হাইকোর্টই। একটি জনস্বার্থের মামলার ভিত্তিতে এই নির্দেশ দেওয়া হয়। ২৩ মার্চ রাজ্যের প্রাক্তন অ্যাডভোকেট জেনারেল বলাই রায়ের প্রয়াণের কারণে হাইকোর্টের কাজ বন্ধ ছিল। ওই দিন সিআইডি-র রিপোর্ট জমা পড়েনি। ৩০ মার্চ জনস্বার্থের মামলার শুনানির দিন নির্ধারিত ছিল। কিন্তু সে-দিনও ওই রিপোর্ট পেশ করা হয়নি। আইনজীবী সুব্রত মুখোপাধ্যায় এ দিন হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে বিষয়টি উল্লেখ করে তদন্তের রিপোর্ট সম্পর্কে জানতে চান। প্রধান বিচারপতি জে এন পটেল ও বিচারপতি সম্বুদ্ধ চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ সুব্রতবাবুকে জানায়, সিআইডি-র রিপোর্ট জমা পড়েছে কি না, সেটা তিনি (সুব্রতবাবু) যেন জিপি অশোক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করে জেনে নেন। যদি ওই রিপোর্ট জমা পড়ে থাকে, তা হলে হাইকোর্ট চলতি সপ্তাহেই মামলাটির শুনানি করবে।
|
রাস্তা সারানোর দাবিতে আজ, মঙ্গলবার সমস্ত রুটের বাস চলাচল বন্ধের ডাক দিয়েছে কাটোয়া বাস ওনার্স অ্যাসোসিয়েশন। এই নিয়ে প্রশাসনের বিভিন্ন স্তরে চিঠি দিয়েছে তারা। এতে কয়েক হাজার যাত্রী এবং স্কুল-কলেজের পড়ুয়ারা বিপাকে পড়বেন বলে আশঙ্কা। তবে সংগঠনের সভাপতি নারায়ণ চন্দ্র সেন জানিয়েছেন, স্নাতকস্তরে পরীক্ষার জন্য কাটোয়া থেকে দু’টি বিশেষ বাস বর্ধমানে যাবে। কাটোয়ার মহকুমাশাসক দেবীপ্রসাদ করণম বলেন, “বাস মালিকদের সঙ্গে আলোচনা হয়েছে। তাঁরা যাতে বাস বন্ধ না রাখেন, তার জন্য তাঁদের অনুরোধ করা হয়েছিল। কিন্তু তাঁরা কিছুই শুনতে রাজি নন। পরীক্ষার্থীদের কথা চিন্তা করে বাস চালাতে বলা হয়েছে।” |