টুকরো খবর |
স্থানীয়দের নিয়োগ চেয়ে বিক্ষোভ পানাগড়ের সার কারখানায়
নিজস্ব সংবাদদাতা • কাঁকসা |
আগুন নেভানোর বিশেষ একটি যন্ত্র চালানোর জন্য বাইরে থেকে দুই কর্মীকে নিয়ে এসেছেন কর্তৃপক্ষ। প্রতিবাদে সোমবার সকালে পানাগড়ের নির্মীয়মাণ সার কারখানার গেটে বিক্ষোভ দেখালেন বাসিন্দারা। তাঁদের দাবি, কর্মী নিয়োগ করতে হবে স্থানীয় ভিত্তিতে। বাইরে থেকে কাউকে কাজে যোগ দিতে দেওয়া হবে না। বিক্ষোভ চলাকালীন কারখানার নিরাপত্তারক্ষী ও বিক্ষোভকারীদের মধ্যে সামান্য হাতাহাতিও হয়। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার ওই বিশেষ যন্ত্র এবং দুই কর্মী নিয়োদের খবর ছড়িয়ে পড়তেই কারখানা গেটে জড়ো হতে শুরু করেন পন্ডালি, কোটা, চণ্ডীপুর-সহ আশপাশের জমিদাতারা। তাঁদের দাবি, জমি নেওয়ার সময় কারখানা কর্তৃপক্ষ তাঁদের পরিবারের সদস্যদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দিয়ে কারখানায় কাজের ব্যবস্থা করে দেবেন বলেছিলেন। কিন্তু তা মানা হয়নি। তার উপরে এখন বাইরে থেকে লোক নিয়োগ করা হচ্ছে। খবর পেয়ে বুদবুদ এবং কাঁকসা-দুই থানা থেকেই পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশি মধ্যস্থতায় বিক্ষোভ উঠে যায়।
কর্তৃপক্ষ জানান, ওই বিশেষ যন্ত্রটি চালাতে দক্ষ কর্মী প্রয়োজন। স্থানীয়ভাবে তা পাওয়া সম্ভব নয় বলেই তাঁরা বাইরে থেকে ওই দুই কর্মীকে আনতে বাধ্য হয়েছেন।
|
তালা ভেঙে চুরির নালিশ, ধৃত দম্পতি
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
বাড়ির তালা ভেঙে চুরির অভিযোগে এক দম্পতিকে গ্রেফতার করল আসানসোল দক্ষিণ থানার পুলিশ। ধৃতদের নাম দেবু বেদ ও রেখা বেদ। সোমবার তাদের আসানসোল আদালতে তোলা হয়। দেবুকে চার দিনের পুলিশ হেফাজত ও রেখাদেবীকে ১৪ দিন জেল হাজতে রাখার নির্দেশ দিয়েছেন বিচারক। ধৃতদের কাছ থেকে চুরির সামগ্রী বাজেয়াপ্ত করেছে পুলিশ।
আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এডিসিপি (সেন্ট্রাল) ভাস্কর মুখোপাধ্যায় সোমবার জানান, দেবু বেদ ও রেখা বেদ নামে ওই দম্পতিকে আসানসোল দক্ষিণ থানার ধেমোমেন এলাকায় নিজেদের বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। ওই দম্পতি মূলত ফতেপুর, কুমারপুর, গোপালপুর এলাকায় লুঠপাট চালায়। পুলিশের দাবি, জেরার মুখে ধৃতেরা চুরির কথা স্বীকার করেছে। পুলিশ জানিয়েছে, বিভিন্ন এলাকায় ঘুরে কোন বাড়িতে লোকজন নেই, সে সব খবর সংগ্রহ করে আনত ওই মহিলা। পরে তার স্বামী লোকজন নিয়ে গিয়ে লুঠপাট চালাত।
গোপন সূত্রে খবর পেয়ে রবিবার রাতে আসানসোল দক্ষিণ থানার ওসি অশোক বসুর নেতৃত্বে পুলিশের একটি দল ধেমোমেন অঞ্চলে বিশেষ অভিযান চালায়। ওই দম্পতির বাড়িতে হানা দিয়ে তাদের পাকড়াও করা হয়। তাদের ঘরের মেঝে খুঁড়ে রূপোর গয়না, টাকা, খুচরো পয়সা-সহ বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়।
|
সাংবাদিকদের মিছিল
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর |
|
বর্ধমান মেডিক্যালে হামলার প্রতিবাদে মিছিল। সোমবার দুর্গাপুরের নিজস্ব চিত্র। |
বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে জুনিয়র ডাক্তারদের হাতে সাংবাদিকদের প্রহৃত হওয়ার ঘটনার প্রতিবাদে সোমবার দুর্গাপুরে সিটি সেন্টার চত্বরে মিছিল করলেন সাংবাদিকেরা। পরে সাংবাদিকদের পক্ষ থেকে রাজ্যপালকে উল্লেখ করা একটি স্মারকলিপি তুলে দেওয়া হয় মহকুমাশাসকের হাতে। দ্রুত দোষীদের গ্রেফতার করে শাস্তির দাবি জানানো হয়। মহকুমাশাসক (দুর্গাপুর) আয়েষা রানি এ জানান, তিনি স্মারকলিপির বক্তব্য যথাস্থানে পৌঁছে দেওয়া হবে।
|
পোষ্যের চাকরির দাবিতে বিক্ষোভ
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
কর্মরত অবস্থায় অসুস্থ হয়ে মৃত্যু হয়েছে এক শ্রমিকের। ইসিএলের পাটমোহনা কোলিয়ারির ঘটনা। পুলিশ জানিয়েছে, মৃতের নাম মধু বাউরি (৫৮)। শনিবার রাতের পালিতে কাজ করার সময় তিনি অসুস্থ হয়ে পড়েন। তাঁকে ইসিএলের সাঁকতোড়িয়া হাসপাতালে ভর্তি করানো হলে রবিবার রাতে মৃত্যু হয় তাঁর। এ দিকে, মৃতের পোষ্যকে চাকরি দেওয়ার দাবিতে সোমবার মৃতদেহটি খনি চত্বরে রেখে বিক্ষোভ দেখান শ্রমিক-কর্মীরা। ঘণ্টা তিনেক বিক্ষোভ চলার পরে খনির এজেন্ট রাম অবতার রাম এক মাসের মধ্যে এ বিষয়ে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে বিক্ষোভ উঠে যায়।
|
বাস-লরি সংঘর্ষ, জখম পাঁচ যাত্রী
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর |
নিয়ন্ত্রণ হারিয়ে আসানসোল-কলকাতা রুটের একটি সরকারি বাস লরির পিছনে ধাক্কা মারলে ৫ যাত্রী জখম হন। সোমবার সকালে ভিড়িঙ্গি মোড়ে ২ নম্বর জাতীয় সড়কের ঘটনা। জখম যাত্রীদের দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন বাসটি দ্রুত গতিতে আসানসোল থেকে কলকাতার দিকে যাচ্ছিল। ভিড়িঙ্গি মোড়ে সিগন্যাল না থাকায় একটি লরি দাঁড়িয়েছিল। বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সেই লরিটির পিছনে ধাক্কা মারে। জখম হন মোট ১২ জন যাত্রী। বাকিদের প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হলেও ৫ জনকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করাতে হয়।
|
অন্ডালে কুয়োয় ধস
নিজস্ব সংবাদদাতা • অন্ডাল |
|
নিজস্ব চিত্র। |
একটি কুয়োর ভিতরের কংক্রিটের দেওয়াল ধসে যায় অন্ডাল পঞ্চায়েতের বিশ্বেশ্বরী ৪ নম্বর উড়িয়াপাড়ায়। স্থানীয় বাসিন্দা বেজে রুজ, জলধারী পাসোয়ানরা জানান, রবিবার গভীর রাতে হঠাৎ একটি আওয়াজ হয়। বাইরে বেরিয়ে তাঁরা দেখেন, কুয়োর কংক্রিটের অংশ ধসে গিয়েছে। ওই কুয়োটির উপরে ওই এলাকার প্রায় ৫০টি পরিবার নির্ভরশীল। পঞ্চায়েতের সিপিএম সদস্য রুমন দত্ত জানান, তাঁরা বিষয়টি প্রধান ও বিডিওকে জানিয়েছেন। পঞ্চায়েত প্রধান পুকিয়া মেজান জানান, ইসিএলের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে।
|
বাড়িতে ফাটল, পথ অবরোধ
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর |
|
দুর্গাপুরে বাঁকুড়া মোড় সংলগ্ন এলাকায় সোমবার ছবিটি তুলেছেন বিশ্বনাথ মশান। |
রেল উড়ালপুল নির্মাণের কাজ চলছে। তার জেরে বাড়িতে ফাটল ধরেছে বলে অভিযোগ। অবিলম্বে ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে সোমবার সকালে বাঁকুড়া মোড়ে দুর্গাপুর-বাঁকুড়া রোড অবরোধ করলেন বাসিন্দারা। বিক্ষোভকারীদের অভিযোগ, উড়ালপুল নির্মাণের জন্য গভীর নর্দমা তৈরি করা হচ্ছে। সেজন্য মাটি খোঁড়া হয়েছে। কিন্তু নির্দিষ্ট সময় পেরিয়ে যাওয়ার পরেও মাটি ভরাটের কাজ না হওয়ায় তাঁদের বাড়িতে ফাটল ধরছে। খবর পেয়ে কোকওভেন থানা থেকে পুলিশ গিয়ে বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট দফতরের সঙ্গে যোগাযোগের আশ্বাস দিলে মিনিট দশেক পরে অবরোধ ওঠে।
|
কোথায় কী |
দুর্গাপুর
হ্যান্ডলুম এক্সপো। গাঁধী মোড় ময়দান। দুপুর ১২টা।
হকি লিগ। টাউন ক্লাব মাঠ। বিকাল সাড়ে ৩টা। উদ্যোগ: মহকুমা ক্রীড়া সংস্থা।
আসানসোল
রামনাম সংকীর্তন: বিকাল ৫টা। মায়ের কথা পাঠ ও ব্যাখ্যা: স্বামী গণধীশানন্দ। রামকৃষ্ণ মিশন আশ্রম।
জামুড়িয়া
বাসন্তী পুজো উপলক্ষে মেলা। সকাল ৯টা। ইকড়া গ্রাম। |
|