বর্ধমান সদর স্কুল ক্রিকেট
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
সিএবি আয়োজিত বর্ধমান সদর স্কুল ক্রিকেটে পর পর তিনটি ম্যাচে জিতে ফাইনালে গেল মিউনিসিপ্যাল হাই স্কুল। রবিবার মিউনিসিপ্যাল ৪ উইকেটে হারায় সিএমএস বিসি রোডকে। সিএমএস বিসি রোড করে ২৫ ওভারে ১১৪-৮। মিউনিসিপ্যালের দেবারুণ আদক তিনটি উইকেট দখল করে। পরে মিউনিসিপ্যাল করে ২৩.৩ ওভারে ১১৭-৬। সায়ক মুখোপাধ্যায় করে ৩৫। সিএমএসের বিশাল পণ্ডিত তিন উইকেট দখল করে। ইস্টওয়েস্ট স্কুল ৮ উইকেটে হারিয়েছে রামাশিস হিন্দি হাই স্কুলকে। প্রথমে রামাশিস করে ৯ ওভারে ৩৮। জবাবে ইস্টওয়েস্ট করে ৬.২ ওভারে ৪০-২। আগের ম্যাচে ইস্টওয়েস্ট ৭ উইকেটে হারায় বাণীপীঠ হাই স্কুলকে। বিকাশ ভর্মা ২০ রানে পাঁচ উইকেট পায়।
|
জয়ী শিবাজি সঙ্ঘ
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
প্রথম ডিভিশন ক্রিকেটে শিবাজি সঙ্ঘ ৯ উইকেটে হারিয়েছে দিলীপ স্মৃতি সঙ্ঘকে। মাঠ ভিজে থাকায় ৪০ ওভারের বদলে ২০ ওভারের ম্যাচ হয়। প্রথমে দিলীপ ১৯.৩ ওভারে করে ৯৭। দলের অর্ণব ঘোষ করেন ৩৫। শিবাজির সফল বোলার একলাখ আমেদ ১৩ রানে ৪, রানা চৌধুরী ১২ রানে ৩, অভিজিৎ গঙ্গোপাধ্যায় ২৫ রানে ২ উইকেট দখল করেন। পরে শিবাজি করে ১১ ওভারে ১০১-১। রানা চৌধুরী ৫৬ ও অভিজিৎ গঙ্গোপাধ্যায় ৩১ রান করেন। আগের ম্যাচে মিলনী ১৭১ রানে হারায় ব্লিজকে। মিলনী করে ৪০ ওভারে ২৭২-৭। দলের ঋত্বিক চট্টোপাধ্যায় ৬৭, সৌমেন্দু পাল ৫২ ও সুধীর রঞ্জন সাউ ৩৭ রান করেন। ব্লিজ করে ২৭.৪ ওভারে ১০১। দলের ভাস্কর মিত্র ৫৪, সুজিত বিশ্বাস ২৭ রান করেন।
|
অনূধ্বর্র্ ১৪ ক্রিকেট
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর |
মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত অনূধ্বর্র্ ১৪ ক্রিকেট লিগে সোমবারের প্রথম খেলায় শ্রমিকনগর স্পোর্টিং ক্লাব ৮ রানে হারায় নবদিগন্ত স্পোর্টস অ্যাকাডেমিকে। প্রথমে ব্যাট করে শ্রমিকনগর ২ উইকেট হারিয়ে ১২১ রান করে। জয়দীপ পাল ৪৮ রান করেন। জবাবে ৬ উইকেটে ১১৩ রানের বেশি তুলতে পারেনি নবদিগন্ত। অতনু দাস ৬৮ রান করে। বিজয়ী দলের হয়ে রমেশ বাস্কে ৪ রানে ৩টি উইকেট তুলে নেয়। অপর খেলায় ডিসিসি ১০ উইকেটে রূপালি শিবিরকে হারায়। প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ৩৮ রান করে রূপালি শিবির। জবাবে কোনও উইকেট না হারিয়ে ১১ ওভার ১ বলে জয়ের রান তুলে নেয় ডিসিসি। নির্মাল্য সিংহ অপরাজিত ২১ রান করে।
|
টি-টোয়েন্টি ক্রিকেট
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত টি-টোয়েন্টি ক্রিকেট প্রতিযোগিতায় বিসিসি মাঠে সোমবার প্রথম সেমিফাইনালে বিজয়ী হল পূর্ব রেল, আসানসোল। তারা রাধানগর এসি-কে ২৮ রানে হারায়। প্রথমে ব্যাট করে পূর্ব রেল ৬ উইকেট হারিয়ে ১৩৮ রান তোলে। জবাবে রাধানগরের ইনিংস ১১০ রানে শেষ হয়ে যায়। এ দিন রেল মাঠের খেলায় রানিগঞ্জ অশোক সঙ্ঘ ৪৪ রানে হারায় সেল-আইএসপি-কে। প্রথমে ব্যাট করে অশোক সঙ্ঘ ৬ উইকেট হারিয়ে ১৭৪ রান তোলে। জবাবে সেল আইএসপি ৮ উইকেট হারিয়ে ১৩০ রানের বেশি তুলতে পারেনি। |